create your own blog. Image by Gerd Altmann from Pixabay |
হায় বন্ধু,
আগেই বলে রাখি এ আর্টিকেলটি শুধু মাত্র নতুনদের জন্য । অভিজ্ঞরা দূরে থাকুন ।
প্রযুক্তির কল্যাণে পৃথিবী আজ আমাদের হাতের মুঠোয় । মানুষ এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসেই নিজেকে এখন বিশ্বের কাছে তুলে ধরেছে । এখন নিজেকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম হলো ব্লগ । আপনি যদি নিজেকে জ্ঞানের যে কোন শাখায় যোগ্য মনে করেন তাহলে আপনার অবশ্যই একটি ব্লগ থাকার প্রয়োজন । তো খুলে ফেলুন নিজের একটি ব্লগ.....
১. ব্লগ কি ?
ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ওয়েবব্লগের সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলা হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। ব্লগ মোটামুটি ম্যাগাজিনের সাথে তুলনা করা যায় । ( ব্লগ তৈরির নিয়ম )
2222
২. Blogger নাকি wordpress.org ?
ব্লগিং ক্যারিয়ারে পা রাখার পূর্বে সবাই একটি সাধারণ প্রশ্নের সম্মুখিন হন যে, আমি WordPress দিয়ে ব্লগিং শুরু করব নাকি Google Blogger করব? তখন অনেকে পরামর্শ দেন WordPress দিয়ে শুরু করার জন্য আবার অনেকে Google Blogger দিয়ে ব্লগিং শুরু করার পরামর্শ দেন। যার ফলে দেখা যায় দু টানা পরামর্শের কারনে নবীন ব্লগাররা সঠিক সিদ্ধান্তে পৌছতে পারেন না। আমরা এ প্রশ্নগুলির সঠিক এবং পরিপূর্ণ সুস্পষ্ট সমাধান দেয়ার চেষ্টা করব। ( ব্লগ তৈরির নিয়ম )
Blogger এর সুবিধা :
- এটি ব্যবহার করা অত্যন্ত সহজ। ওয়ার্ডপ্রেসের মত নানাবিধ অপশনের বাহুল্যতা নেই। খুব সহজে ব্যবহার ও পরিচালনা করা যায়। বিশেষকরে খুব সহজে নতুন পোষ্ট করা যায়।
- মাত্র কয়েক ক্লিক করে খুব সহজে একটি ব্লগ তৈরি করে নেয়া যায়।
- আপনার যদি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারনা না থাকে, তাহলে এটি আপনার জন্য পারফেক্ট। কারণ এটিতে কোডিং না করেও ব্লগিং করা যায়।
- ব্লগের কোড কাষ্টমাজ না করেও Variable ব্যবহার করে ব্লগের টেমপ্লেট ডিজাইন করা সম্ভব হয়।
- ব্লগার গুগলের নিজস্ব প্রোডাক্সট হওয়াতে এর এসইও রেজাল্ট অসাধারণ। কারন গুগল এটিকে ডিফল্টভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে রেখেছে। খুব কম সময়ে ও অল্প পরিশ্রমে সার্চ ইঞ্জিনে ভাল ফলাফল পাওয়া সম্ভব।
- ব্লগারের সকল আর্টিকেল গুগলের নিজস্ব সার্ভার থেকে পরিচালিত হওয়ায়, এগুলো লোড হওয়ার গতি তুলনামূলকভাবে যথেষ্ঠ ভালো।
- সামন্য কিছু টাকার বিনিময়ে আপনি অনেক ভালমানের প্রিমিয়াম টেমপ্লেট বিভিন্ন ওয়েব ডেভেলপারদের কাছ থেকে কিনে ব্যবহার করার সুযোগও রয়েছে।
- স্মার্টফোনের জন্য রয়েছে ব্লগারের বিশেষায়িত অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড, আইফোন থেকে পোস্ট করতে পারবেন।
- যে কোন ধরনের সমস্যার ব্যাপারগুলি ইন্টারনেটে সার্চ করলেই খুব সহজে পাওয়া যায়।
- ব্লগ হ্যাক বা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোন সুযোগ নেই। ( ব্লগ তৈরির নিয়ম )
Blogger এর অসুবিধা :
- এটিতে wordpress.org এর মতো অনেক বেশি প্লগিং সুবিধা নেই ।
- এটি খুব বেশি কাস্টমাইজ করা যায় না ।
- বিশ্বের অধিকাংশ প্রফেশনাল ব্লগারদের প্রথম পছন্দ wordpress.org
wordpress.org এর সুবিধা:
- ওয়েবসাইট এর প্রধান আকর্ষণ হচ্ছে এর ডিজাইন। এটিকে নিজের মন মতো ডিজাইন করা যায় ।
- wordpress.org এর বিভিন্ন প্লগিন ব্যবহার করে যেকোনো নতুন ফিচার যুক্ত করা সম্ভব wordpress.org ওয়েবসাইটে। এছাড়াও wordpress.org যেকোনো সমস্যার সমাধানেও প্লাগিন ব্যবহারের সুযোগ রয়েছে।
- এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ক্ষেত্রে wordpress.org যথেষ্ট কার্যকর ৷ wordpress.org প্রথম থেকেই সার্চ ইঞ্জিন সমূহকে প্রাধান্য দিয়ে এসইও-বান্ধব সফটওয়্যার তৈরী করে আসছে। এর ফলে wordpress.org ব্যবহার করে তৈরী ওয়েবসাইটে গুগল থেকেই অসংখ্য ভিজিটর পাওয়া সম্ভব। এছাড়াও বিভিন্ন প্লাগিন ব্যবহার করে ওয়েবসাইটের এসইও কে উন্নত করা যায়। ( ব্লগ তৈরির নিয়ম )
wordpress.org এর অসুবিধা:
- wordpress.org ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই html, css ও php সমন্ধে ভালো জ্ঞান থাকতে হবে
- এটি অবশ্য়ই Blogger এর মতো ফ্রী নয় ।
- এটির মেনটেনেন্স খরচ খুব বেশি ।
৩. Google Blogger দিয়ে ব্লগ তৈরি করার নিয়ম
৪. Domain (ডোমেন) ক্রয় :
আপনার কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আমি সাজেস্ট করবো বিদেশি সাইট থেকে ডোমেন নেম কিনুন । কেননা দেশি যেকোনো সাইট থেকে বিদেশি সাইটের সেবার মান অনেক ভালো এবং বিশ্বাসযোগ্য ।ডোমেন কেনার দুটি বিদেশি সাইট হলো :
ডোমেন কেনার দুটি দেশি সাইট হলো:
৫. Blog এর মধ্যে Domain সেট আপ করার পদ্ধতি
DNS Management |
দ্বিতীয় সিনেমটিই আপনার ব্লগের পরিচিতি এটি কারো কাছে শেয়ার করা যাবে না |
ব্লগ তৌরিতে ডোমেন কেনা কি আবশ্যক ?
উত্তরমুছুনহ্যাঁ ভাই, আপনি যদি ব্লগ নিয়ে সামনে এগিয়ে যেতে চান তাহলে ডোমেন ক্রয়ের বিকল্প নেই । কারণ কাস্টম ডোমেন হলে আপনি সহজেই এডসেন্স পেয়ে যাবেন । আবার কাস্টম ডোমেন আপনার ব্লগকে প্রফেশনাল লুক দিবে । তবে ডোমেন ক্রয় না করেও আপনি ব্লগ তৈরি করতে এবং পরিচালনা করতে পারবেন । তবে ভবিষ্যতে আপনার ব্লগটি প্রতিষ্ঠিত হয়ে গেলে এর জন্য আপনাকে অনুতাপ করতে হবে । আশা করি বুঝতে পেরেছেন ।
মুছুন