প্রয়োজনীয় বীজগণিতের সূত্র সমূহ

বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ

হায় শিক্ষার্থী বন্ধুরা,

আমাদের দেশে সপ্তম শ্রেণি থেকে বীজগণিতের সূত্র সমূহ - এর সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় । শুধু তাই নয় বাস্তব জীবনেও এ সকল সূত্রের ব্যবহার রয়েছে । তাই তোমাদের সুবিধার্থে  এখানে বীজগণিতের প্রয়োজনীয় বর্গ , ঘন , মান নির্ণয় , উৎপাদক সহ সকল সূত্র সমূহ উল্লেখ করা হলো সাথে অফলাইনে অনুশীলন করার জন্য PDF এবং ছবি দেওয়া হয়েছে । চাইলে সেগুলো ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারবে । এখানে দুটি তালিকা করা হয়েছে । প্রথম তালিকায় থাকা বীজগণিতের সূত্র সমূহ তোমাদের জন্য খুবই প্রয়োজনীয় আর দ্বিতীয় তালিকার সূত্র সমূহ বেশি ব্যবহার করা হয় না । এছাড়াও এখানে বীজগণিতীয় রাশি প্রতীক ইত্যাদি সম্পর্কে প্রাথমিক কিছু আলোচনা করা হয়েছে

আরো জানতে পারো

এসএসসি বীজগণিত অংক সৃজনশীল : অধ্যায় ৩.১ - ৩.৪

নবম - দশম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন

বীজগণিতের সূত্র সমূহ

ইংরেজী  Algebra এর বাংলা প্রতিশব্দ বীজগণিত । Algebra শব্দটি এসেছে আরবি আলজাবের শব্দ থেকে । যার অর্থ হাড় জোড়া দেওয়া । গণিতবিদ মোহাম্মদ বিন মুসার মতে বীজগণিতের অর্থ কোন সমীকরণের বিভিন্ন অংশকে একত্রিত করা । 

অন্যভাবে বলা যায়, 

>> বীজগণিত হলো সংখ্যার পরিবর্তে বর্ণ বা প্রতীক ব্যবহার করে অজানা রাশির মান অথবা রাশিসমূহের পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করার গাণিতিক পদ্ধতি । 

পাটিগণিত ও জ্যামিতিতে যে সমস্যার সমাধান দুঃসাধ্য, বীজগণিতের প্রতীক ও সূত্র ব্যবহারে তা অনেক সহজ হয়ে উঠে । তাই বীজগণিতের বর্ণ বা প্রতীকসমূহ এবং তাদের মাধ্যমে গঠিত সূত্রসমূহ জানা একান্ত অপরিহার্য ।

বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যেকোন সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বলে । - বীজগণিতের সূত্র সমূহ

a, b, c, p, q, r, m, n, x, y, z ইত্যাদি ইংরেজী বর্ণসমূহকে বীজগণিতীয় প্রতীক হিসেবে ব্যবহার করা হয় । 

সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে । যেমন : 3x+5y+2xy একটি বীজগাণিতিক রাশি ।

বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক বলে ( এদের মান নির্দিষ্ট ) । আর অক্ষর প্রতীকগুলোকে চলক বলে ( এদের মান নির্দিষ্ট নয় ) ।‌

আমাদের দেশে সপ্তম শ্রেণি থেকে বীজগণিতের সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যার সমাধান করতে হয় । নিচের বীজগণিতের সূত্র সমূহ ভালো ভাবে মুখস্ত থাকলে সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির যে কোন বীজগণিতের অংকসহ বিভিন্ন অংকের সমাধান করা যাবে । মনে রাখার সুবিধার্থে নিচে বর্গ, ঘন এবং মান নির্ণয়ের সূত্রগুলো একসাথে দেওয়া হয়েছে । 

আরো পড়তে পারেন

সহজে ত্রিকোণমিতির মান মনে রাখার কৌশল

 উপপাদ্য সৃজনশীল : ব্যবহারিক জ্যামিতি 

বর্গ + মান নির্ণয়ের সূত্র

1. `(a+b)^2=a^2+2ab+b^2`

2. `(a+b)^2=(a-b)^2+4ab`

3. `(a-b)^2=a^2-2ab+b^2`

4. `(a-b)^2=(a+b)^2-4ab`

5. `a^2+b^2=(a+b)^2-2ab`

6. `a^2+b^2=(a-b)^2+2ab`

7. `a^2-b^2=(a+b)(a-b)`

ঘন + মান নির্ণয়ের সূত্র

8. `(a+b)^3=a^3+3a^2b+3ab^2+b^3`

9. `(a+b)^3=a^3+b^3+3ab(a+b)`

10. `(a-b)^3=a^3-3a^2b+3ab^2-b^3`

11. `(a-b)^3=a^3-b^3-3ab(a-b)`

12. `a^3+b^3=(a+b)^3-3ab(a+b)`

13. `a^3-b^3=(a-b)^3+3ab(a-b)`

বীজগণিতের উৎপাদকের সূত্র

1. `a^2-b^2=(a+b)(a-b)`

2. `a^3+b^3=(a+b)(a^2-ab+b^2)`

3.`a^3-b^3=(a-b)(a^2+ab+b^2)`

4. `(a+b)^2=(a+b)(a+b)`

5. `(a-b)^2=(a-b)(a-b)`

একই ভাবে, 

6. `(a+b)^3=(a+b)(a+b)(a+b)`

7. `(a-b)^3=(a-b)(a-b)(a-b)`

উপরের তালিকায় দেওয়া বীজগণিতের সূত্র সমূহ ছাড়াও আরো কিছু বীজগণিতের সূত্র রয়েছে ।  সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির সাধারণ গণিত বিষয়ের অংকগুলো করার জন্য এগুলোর খুব বেশি প্রয়োজন হয় না । 

আরো পড়তে পারেন

দ্বিতীয় তালিকা

1. `ab=(\frac{a+b}2)^2-(\frac{a-b}2)^2` 

2. `4ab=(a+b)^2-(a-b)^2`

3. `2(a^2+b^2)=(a+b)^2+(a-b)^2`

4. `(a+b+c)^2=a^2+b^2+c^2+2(ab+bc+ca)`

5. `(a-b-c)^2=a^2+b^2+c^2-2(ab+bc+ca)`

6. `a^2+b^2+c^2=(a+b+c)^2-2(ab+bc+ca)`

অফলাইনে অনুশীলনের জন্য বীজগণিতের সূত্র Pdf ডাউনলোড করুণ এখান থেকে । এছাড়াও বীজগণিতের সূত্রের ছবিগুলো ডাউনলোড করে নিতে পারো

বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ


বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ

বীজগণিতের সূত্রের দ্বিতীয় তালিকা । যেগুলো খুব বেশী প্রয়োজন হয় না ।
বীজগণিতের সূত্র সমূহ
বীজগণিতের সূত্র সমূহ

আরো পড়তে পারেন
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন