ওয়েব সাইট মালিকদের জন্য সকল গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলো । Don't miss (৩য় পর্ব)
ওয়েব সাইট মালিকদের জন্য সকল গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলো । Don't miss (৩য় পর্ব) |
হায় বন্ধু,
এ ধারাবাহিকটির মাধ্যমে আমার নতুন ব্লগারদের কে এমন সব ওয়েব সাইটের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি । যে ওয়েব সাইটগুলো সম্পর্কে জানা প্রত্যেক ব্লগারদের জন্য একান্ত প্রয়োজন । এই তালিকায় থাকা সবগুলো সাইট সম্পর্কে জানতে নিশ্চই আপনার অনেক দিন লেগে যেত । এ আর্টিকেলটি আমার সাইটের Main নিশ নয় । তাই আমি সাইটগুলোর বিস্তারিত না লেখে শুধু একজন নতুন ব্লগার কে সাইট গুলোর সাথে পরিচয় করে দিয়েছি মাত্র । আপনি যদি একজন নতুন ব্লগার হয়ে থাকেন তাহলে এ সাইটগুলোর ব্যবহার সম্পর্কে আপনার ব্লগে বিস্তারিত আর্টিকেল লিখতে পারেন । বিশ্বাস করুণ বাংলা ভাষায় এখনো এ সাইট গুলো সম্পর্কে পরিপূর্ণ কোন আর্টিকেল নেই । তাই আপনি আপনার ব্লগে এ বিষয়ে লিখে আশা করি সহজেই সফলতা অর্জন করতে পারবেন ।
আরো পড়তে পারেন
১. ব্লগের সকল প্রয়োজনীয় টুলগুলোর ওয়েব সাইট
একজন ব্লগারের জন্য অসংখ্য টুল প্রয়োজন হয় । যার মাধ্যমে একজন ব্লগার তার ব্লগটিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে । এর মধ্যে যারা কোডিং সম্পর্কে অভিজ্ঞ তারা নিজেরাই কোডিং-এর মাধ্যমে এসকল টুল গুলো তৈরি করে নেয় । কিন্তু আমরা যারা ভালো কোডিং জানিনা তাদের জন্য এ সকল টুল গুলো ব্যবহার করার জন্য বিভিন্ন ওয়েব সাইটের সাহায্য নিতে হয় । নিচের ওয়েব সাইটির মাধ্যমে আপনি আপনার ব্লগের জন্য প্রয়োজনীয় সকল টুল গুলো পেয়ে যাবেন ।
এর মধ্যে রয়েছে Plagiarism Checker tool, Page Speed Checker, Backlink Checker, Domain Age Checker, Website Page Size Checker, Article Keywords Density Checker, Robots.txt Generator Tool, XML Sitemap Generator ইত্যাদি । আশা করি এসকল টুল গুলো সম্পর্কে আপনার জানা আছে । তবে সবগুলো টুল ব্যবহার করতে হলে আপনাকে তাদের সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে ।
আরো পড়তে পারেন
২. Website Performance Tasting and Monitoring এর ওয়েবসাইট
এ সাইটটির মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের পারফরমেন্স সম্পর্কে জানতে পারবেন । এবং আপনার সাইটটি লোড হতে কত সময় নেয় সেটিও জানতে পারবেন । শুধু তাই নয় এর মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য মনিটরিং সেল তৈরি করতে পারবেন । যার মাধ্যমে আপনি আপনার সাইটের সার্বিক পারফরমেন্স মনিটর করতে পারবেন ।
৩. ডোমেন অথরেটি চেকার ওয়েব সাইট
আপনার নিশ্চই জানা আছে একটি ওয়েব সাইটকে গুগলের প্রথম পাতায় নিয়ে যেতে হলে এর ডোমেনের অথরেটি রেট ভালো থাকতে হয় । নিচের সাইটটির মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের ডোমেন অথরেটি সম্পর্কে জানতে পারবেন ।
ডোমেন অথরেটি কি সেটি কীভাবে বৃদ্ধি করতে হয় তা সম্পর্কে না জেনে থাকলে গুগল মামাকে জিজ্ঞাসা করে দেখতে আসতে পারেন । এছাড়াও এ সাটটির মাধ্যমে আপনি আরো অসংখ্য টুল ব্যবহার করতে পারবেন যেমন: Backlink Checker, Broken Link Checker, SERP Checker, Keyword Rank Checker, Keyword Difficulty Checker, Website Checker ইত্যাদি ।
আরো পড়তে পারেন
৪. ওয়েব সাইটের কিওয়ার্ড রেংকিং চেকার ওয়েব সাইট
এটি একটি চমৎকার ওয়েব সাইট । এ সাইটটিতে খুব বেশি কিছু নেই । তবে যা আছে তাই আপনার জন্য গুরত্বপূর্ণ । এ সাইটটির মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের আর্টিকেল গুলো এনালাইসিস করতে পারবেন । এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আর্টিকেলটি গুগলের কত নাম্বার পজিশনে রয়েছে । এছাড়াও এ সাইটটির মাধ্যমে আপনি আপনার আর্টিকেলে এফ এ কিউ স্কিমা যোগ করতে পারবেন ।
৫. Rich Results Test করার ওয়েব সাইট
এ সাইটটির মাধ্যমে আপনার থিমসটি বৈধ কি না এবং এটিতে এডসেন্স এপ্রুভ হবে কি না ? এছাড়াও আপনার ব্লগের থিমসে অবৈধ কোন কোড আছে কি না তা আপনি জানতে পারবেন । পরীক্ষা করার পর যদি সবুজ সিগনাল দেখায় তাহলে আপনি নিশ্চিন্তে আপনার থিমস টি ব্যবহার করতে পারবেন । আর যদি লাল সিগনাল দেখায় তাহলে তো বুঝতেই পারেছেন । মনে রাখবেন এটি গুগল মামার সাইট । তাই ১০০% বিশ্বাসযোগ্য ।
৬. ব্যাকলিংক চেক করার ওয়েব সাইট
আপনার নিশ্চই জানা আছে একটি ওয়েব সাইট কে টপ পজিশনে নিয়ে যাওয়ার জন্য ব্যাক লিংক কতটা গুরত্বপূর্ণ । এছাড়াও একটি ব্লগে পাঠক বৃদ্ধি করতেও ব্যাকলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । নিচে ব্যাক লিংক চেক করার কয়েকটি ওয়েব সাইটের নাম দিলাম যার মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের ব্যাক লিংক সমন্ধে বিস্তারিত জানতে পারবেন ।
৭. ব্রোকেন লিংক চেক করার ওয়েব সাইট
মনে করুণ আপনার সাইটে আপনি আগে একটি পোস্ট বা পেজ তৈরি করেছিলেন । কিন্তু কোন কারণে এখন সেটি ডিলেট করে দিয়েছেন বা আপনার উক্ত পোস্টটির ইউআরএল পরিবর্তন করেছেন । আপনি আপনার পোস্ট টি ব্লগ থেকে ডিলেট করে দিলেও এখনো সেটি সার্চ ইঞ্জিনগুলোতে রয়ে গেছে ।
যার কারণে কোন পাঠক আপনার ডিলেট করা পেজটিতে প্রবেশ করলে ৪০৪ দেখে । যার মুখোমুখি নিশ্চই আমি আপনি হয়েছি ইন্টারনেট ব্যবহার করার সময় । ব্রোকেন লিংকের কারণে আপনার সাইটটি সমন্ধে পাঠকের মনে নেতিবাচক ধারণার জন্ম নিবে । তাই এ সকল ব্রোকেন লিংক খুঁজে খঁজে ঠিক করে নেওয়া উচিত । নিচের সাইটির মাধ্যমে আপনি আপনার সাইটের ব্রোকেন লিংক গুলো খুঁজে নিতে পারেন ।
অগের দুটি পর্ব দেখুন
ওয়েব সাইট মালিকদের জন্য সকল গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলো । Don't miss (১ম পর্ব)
ওয়েব সাইট মালিকদের জন্য সকল গুরুত্বপূর্ণ ওয়েব সাইটগুলো । Don't miss ( ২য় পর্ব )
কোন মানুষই ভুলের উর্ধ্বে নয় । তাই আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । ভুল হলে কমেন্টের মাধ্যমে জানাবেন । আমরা আপনার মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে নিজেদের ভুল গুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করবো । আজ এ পর্যন্ত । ভালো থাকবেন । সুস্থ্য থাকবেন । অন্বেষা.নেট এর সাথে থাকবেন ।