তৈরি করুণ ব্লগের Contact Us প্রফেশনাল ফরম । পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ।
byজুয়েল
1
তৈরি করুণ ব্লগের Contact Us প্রফেশনাল ফরম
তৈরি করুণ Contact Us ফরম
একটি ব্লগকে গুগল এডসেন্স পাওয়ার জন্য যে তিনটি পেজ অবশ্য থাকা লাগে তার মধ্যে Contact Us অন্যতম । এর মাধ্যমে পাঠক বা কোন স্পন্সর প্রতিষ্ঠান সহজে ব্লগ এডমিনের সাথে যোগাযোগ করতে পারে । কিভাবে ব্লগের একটি প্রফেশনাল Contact Us পেজ তৈরি করা যায় সেটি আজকে আমি আপনাদের দেখাবো । প্রফেশনাল একটি Contact Us ফরম তৈরি করতে ভালো কোডিং দক্ষতার প্রয়োজন হয় । এছাড়াও আপনি যদি গুগল ফরম এর মাধ্যমে Contact Us পেজ তৈরি করে থাকেন তাহলে সেটির অনেক সীমাবদ্ধতা সম্পর্কে নিশ্চই ইতোমধ্যে আপনি বুঝে গিয়েছেন । যাই হোক আজ আমি আপনাদের পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে ব্লগের জন্য একটি Contact Us ফরম তৈরি করে দেখাবো । তো চলুন শুরু করা যাক
২. Layout - এর SIDBAR - on All Pages থেকে Add a Gadget এ প্রবেশ করুণ ।
Add a Gadget এ প্রবেশ করুণ
৩. Add a Gadget হতে Contact Us ক্লিক করুণ
Contact Us ক্লিক করুণ
৪. এখন এ Contact Us ফরমটি আপনরা ব্লগের হোমপেজে Show করবে । যেটিকে Hide করার জন্য একটি কোড থিমসের CSS অপশনে যোগ করতে হবে ।
৫.এর জন্য ব্লগের ড্যাশবোর্ড হতে Theme অপশনে প্রবেশ করুণ
Theme অপশনে প্রবেশ করুণ
৬. সেখান থেকে CUSTOMISE এ প্রবেশ করুণ
CUSTOMISE এ প্রবেশ করুণ
৭. সেখান বাম পাশে দেখুন Advanced নামে একটি অপশন আছে । সেখানে প্রবেশ করে সেখান থেকে
Advanced নামে একটি অপশন প্রবেশ করুণ
৮. Advanced এ ক্লিক করার পর দেখবেন Theme Options নামে একটি Options আসবে ।
Theme Option
৯. এখন Theme Options এর একবারে নিচে দেখুন Add CSS নামের একটি Options আছে । সেটি ওপেন করুণ । এখন দেখুন এটির নিচে Add custom CSS নামের একটি ঘর ওপেন হবে ।
Add custom CSS
১০. এবার Add custom CSS এর মধ্যে নিচের কোডটি লিখে দিন
আপনার Contact Us ফরম তৈরি হয়ে গেছে এখন কেউ সেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করলে সেটি আপনার ইমেলে চলে যাবে । আপনি যে ইমেল দিয়ে ব্লগ তৈরি করেছিলেন সেটির মধ্যে ।
আশা করি কোন সমস্যা হয়নি । তারপরেও না বুঝলে কমেন্ট করুণ ।
খুব হেল্পফুল আর্টিকেল। খুব সুন্দর আর সহজ করে বুঝিয়েছেন আপনি। ধন্যবাদ আপনাকে।
উত্তরমুছুন