FAQ কি ? কেন ব্লগ পোস্টে FAQ করবেন ? |
হায় বন্ধু,
আজ আপনারদের কাছে হাজির হলাম FAQ কি ? কেন ব্লগ পোস্টে FAQ করবেন ? কীভাবে ব্লগ পোস্টে FAQ করতে হয় ? FAQ নিয়ে ইত্যাদি প্রশ্নের উত্তর নিয়ে । আশা করি FAQ সমন্ধে জানার মাধ্যমে আপনার ব্লগ ক্যারিয়ার সমৃদ্ধ হবে । তো চলুন শুরু করা যাক
FAQ কি ?
FAQ এর পূর্ণরূপ হলো Frequently Asked Question অর্থাৎ সচরাচর জিজ্ঞাসা । এটি এমন একটি প্রক্রিয়া যাতে আপনি আপনার ব্লগ পোস্টে এমন কিছু কোডিং যুক্ত করলেন যার মাধ্যমে আপনার পোস্টটি সার্চ ইঞ্জিন গুলোতে আসলে তার নিচে কিছু প্রশ্ন যুক্ত হয় ।
নিচের চিত্রটিতে দেখুন আমার একটি FAQ করা পোস্ট গুগলে কেমন দেখায় । পোস্টের নিচে দেখুন দুটি প্রশ্ন দেখাচ্ছে । যেগুলোকে FAQ বলে ।
FAQ |
তাহলে আমরা বলতে পারি ব্লগের আর্টিকেলের সাথে কিছু প্রশ্ন সংযুক্ত করে দেওয়াই হলো FAQ স্কিমা । তবে আপনি আপনার পোস্টের FAQ স্বাভাবিক ভাবে দেখতে পারবেন না । শুধু মাত্র পোস্ট সংশ্লিষ্ট কিওয়ার্ডের মাধ্যমে কোন লোক সার্চ ইঞ্জিনে সার্চ করলে আপনার পোস্টের নিচে FAQ দেখতে পারবে ।
আরো পড়তে পারেন
কেন ব্লগ পোস্টে FAQ করবেন
ব্লগ পোস্টে FAQ স্কিমা করার অনেক সুবিধা রয়েছে । নিচে তার কয়েকটি তুলে ধরা হলো
১. পোস্টের SEO ( Search Engine Optimization ) এর ক্ষেত্রে FAQ স্কিমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
২. ব্লগ পোস্টে FAQ করার ফলে সেটি গুগলে রেঙ্ক করার সুযোগ বেড়ে যায় ।
৩. পোস্টে FAQ করা থাকলে পোস্টের Total impressions বেড়ে যায় । যার কারণে পোস্টে ক্লিকের পরিমান বৃদ্ধি পায় ।
৪. FAQ গুগলের একটি কোর আপডেট । কোন পোস্টে FAQ করা থাকলে গুগল রোবটের কাছে সেটির মর্যাদা বেড়ে যায় ।
৫. আর্টিকেলে FAQ স্কিমা যোগ করা থাকলে আপনার আর্টিকেলে কি আছে তা পাঠক ধারণা করে নিতে পারে । যার ফলে আপনার আর্টিকেলটি পাঠক পড়ার জন্য উৎসাহ অনুভব করে।
আরো পড়তে পারেন
কীভাবে ব্লগ পোস্টে FAQ করতে হয়
ব্লগ পোস্টে FAQ স্কিমা যোগ করার জন্য নিচের সাইটটিতে চলে যান ।
FAQ স্কিমা |
প্রথম বক্সে আপনার আর্টিকেল সংশ্লিস্ট প্রশ্ন এবং দ্বিতীয় বক্সে আপনার উত্তর প্রদান করুণ । চাইলে নিচের Add Question অপশন থেকে আরো প্রশ্ন এবং উত্তর যোগ করতে পারবেন ।
এবার প্রশ্ন উত্তর যোগ করার ফলে দেখুন নিচে একটি কোড বক্সে কিছু কোড তৈরি হয়েছে ।
কোড কপি করে নিন |
FAQ স্কিমা কোডটি যাচাই করার জন্য এ সাইটে প্রবেশ করুণ । সেখানে <> CODE এ ক্লিক করে আপনার কোড পেস্ট করে দিন । বক্সের নিচে থাকা TEST CODE এ ক্লিক করে FAQ স্কিমা কোডটি যাচাই করে নিন ।
<> CODE এ ক্লিক করে আপনার কোড পেস্ট করে দিন |
সবুজ চিহ্ন আসলে নিশ্চিন্তে এটি আপনি আপনার পোস্টে ব্যবহার করতে পারেন ।
সবুজ চিহ্ন আসলে নিশ্চিন্তে এটি আপনি আপনার পোস্টে ব্যবহার করতে পারেন |
PREVIEW RESULTS এ ক্লিক করে FAQ স্কিমাটি আপনার পোস্টে কেমন দেখাবে সেটি দেখে নিতে পারেন । |
ভালো থাকবেন । সুস্থ্য থাকবেন । অন্বেষা.নেট এর সাথে থাকবেন ।
আরো পড়তে পারেন
Helpful Post 😃!
উত্তরমুছুনআপনার মতামতের জন্য ধন্যবাদ
মুছুনআপনার মতামতের জন্য ধন্যবাদ । আশা করি অন্বেষা.নেট এর সাথে থাকবেন ।
উত্তরমুছুন