কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করবেন জানুন বিস্তারিত
কম্পিউটারে এন্ড্রয়েড আ্যপ ব্যবহার করার পদ্ধতি |
হায় বন্ধু,
আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আমরা যে দুনিয়া জুড়ে স্মার্ট ফোনের এত জনপ্রিয়তা এবং উপযোগিতা দেখছি তা আসলে কিসের জন্য ? । তাহলে অবশ্যই আপনার উত্তর হবে গুগলের ওপেন সোর্স এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের অ্যাপ এবং গেমসের জন্য ।
বলার অপেক্ষা রাখেনা এটি একজন ব্যবহারকারী কে স্মার্ট ফোন ব্যবহারের সম্পূর্ণ স্বাদ উপভোগ করার সুযোগ দেয় । এ কারণে অনেক পিসি ব্যবহারকারী সহজ ব্যবহার এবং ফ্রি অনেক সুযোগ সুবিধার জন্য পিসিতে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে চায় । তাই এ আর্টিকেলটি আপনার জন্য । এর মাধ্যমে আপনি জানতে পারবেন কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করা যায় এবং ব্যবহার করা যায় ।
কেন পিসিতে Android apps ব্যবহার করবেন ।
Android হলো Google এর আওতাধীন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স ওপারেটিং সিস্টেম । যা পৃথিবীর নামিদামী কোম্পানির স্মার্ট ফোন গুলোতে ব্যবহৃত হয় । Android সিস্টেমের রয়েছে অসংখ্য জনপ্রিয় ফ্রি আ্যাপস এবং গেমস । যা বিশ্বের কোটি কোটি মানুষ ব্যবহার করে ।
রুবিন নামক এক কম্পিউটার ইঞ্জিনিয়ার ২০০৩ সালে এন্ড্রয়েড তৈরি করেন । যা ২০০৫ সালে গুগল এন্ড্রয়েড কিনে নেয় ২০০৯ গুগল এন্ড্রয়েড ডেভেলপমেন্ট সম্পর্কে প্রকাশ করে । সেই থেকে শুরু ।
এখন পর্যন্ত এটিই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম । এন্ড্রয়েড এ রয়েছে অসংখ্য অ্যাপস, গেমস যা সাধারণ ভাবে উইন্ডোজে ব্যবহার করা যায় না । অন্যদিকে উইন্ডোজ সিস্টেমে যে সকল আ্যাপস এবং গেমস রয়েছে তার অধিকাংশই পেইড অর্থ্যাৎ টাকার বিনিময়ে কিনতে হয় । যা আমাদের মতো সাধারন ইউজারদের পক্ষে অধিকাংশ সময় সম্ভব হয় না ।
এছাড়াও Android এর এমন অসংখ্য গেমস এবং অ্যাপস যার বিকল্প Windows অপারেটিং সিস্টেমে নেই । এবং Android apps গুলো ব্যবহার করা খুবই সহজ । যে কেউ সহজে এগুলো ব্যবহার করতে পারবে ।
আরো পড়তে পারেন
পিসিতে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার জন্য অসংখ্য এমুলেটর রয়েছে । তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ হলো Bluestacks । যার মাধ্যমে আপনি সহজেই কম্পিউটারে এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবেন । তো চলুন জেনে আসি Bluestacks এমুলেটর চালানোর জন্য আপনার পিসিতে কি কি লাগবে ?
BlueStacks ইনস্টল করার জন্য পিসির প্রয়োজনীয় সিস্টেম
১. এ ধরণের যে কোন এমুলেটর ব্যবহার করার জন্য অবশ্যই আপনার পিসিতে একটি এন্টিভাইরাস থাকলে ভালো হবে । এর জন্য কমপক্ষে Avast Antivirus, AVG Antivirus এর মতো ফ্রি জনপ্রিয় এন্টিভাইরাস গুলো ব্যবহার করতে পারেন ।
২. নূন্যতম Windows 7 বা তার থেকে উচ্চতর হলে ভালো হবে
৩. কমপক্ষে ২ জিবি RAM তবে তার থেকে বেশি হলে ভালো হবে । কারণ 2GB RAM বিশিষ্ট একটি ল্যাপটপে আমি এটি ব্যবহার করে দেখেছিলাম । এতে আমার মনে হয়েছে সেটি কিছুটা স্লো কাজ করে । তবে 4GB RAM বিশিষ্ট একটি পিসিতে এটি খুব ভালো ভাবে ব্যবহার করা যায়। ( কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব )
৪. অবশ্যই ডুয়েল কোর প্রসেসর লাগবে
৫. DirectX 11 সাপোর্ট করে এমন গ্রাফিক্স কার্ড । যেমন : NVIDIA, AMD, Intel
৬. মনিটরের রেজুলেশন ১০২৪x৭৬৮ এর বেশি ।
আরো পড়তে পারেন
কম্পিউটারে কিভাবে এন্ড্রয়েড অ্যাপ ইন্সটল করব
উপরোক্ত শর্তগুলো যদি আপনার পিসি পূরণ করে থাকে তাহলে আপনার পিসি Android apps ব্যবহার করার জন্য প্রস্তুত । প্রথমে Bluestacks এর অফিসিয়াল সাইটে চলে জান ।
তীর চিহ্নিত স্থান থেকে থেকে ডাউনলোড করুণ |
BlueStacks 5 নামক এপ্লিকেশন চালু করুণ |
Play store - এ প্রবেশ করুণ |
ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুণ । |
আজ এ পর্যন্ত ভালো থাকবেন । সুস্থ্য থাকবেন । অন্বেষা,নেট এর সাথে থাকবেন ।
আরো পড়তে পারেন