এসএসসি বীজগণিত অংক সৃজনশীল : অধ্যায় ৩.১ - ৩.৪

বীজগণিত অংক সৃজনশীল

হায় শিক্ষার্থী বন্ধুরা,

SSC পরীক্ষায় বীজগণিত অংক থেকে তিনটি প্রশ্ন আসে যার মধ্যে দুটির উত্তর করতে হয় । অধ্যায় , ৩ , , ৫, ১১ , ১২ , ১৩ বীজগণিতের অন্তর্ভূক্ত । অধ্যায় ৩ এর বীজগাণিতিক রাশি সবচেয়ে গুরত্বপূর্ণ এটি শুধু মাত্র পরীক্ষার জন্য নয় । বীজগণিত অংকগুলো পারলে সাধারণ গণিত বিষয়ের যে কোন অধ্যায়ের অংক তোমার কাছে সহজ মনে হবে । ( algebra )

বীজগণিত অংক- এর মাধ্যমে বাস্তব জীবনের অনেক সমস্যার সমাধান করা যায় । যে সকল গাণিতিক সমস্যাগুলো অন্য কোন গণিতের শাখায় করা যায় না সেগুলো সহজেই বীজগণিত অংকের মাধ্যমে করা যায় । তাই তোমাদের জন্য এ অধ্যায়ের অংকগুলো খুবই গুরুত্বপূর্ণ । নিচে বীজগণিত অংক সৃজনশীল দেওয়ার পাশাপাশি এগুলের PDF এবং ছবি দেওয়া আছে যেন তোমরা এগুলো ডাউনলোড করে অফলাইনেও অনুশীলন করতে পারো ।

বীজগণিত অংক
বীজগণিত অংক


বীজগণিত অংক সৃজনশীল করার জন্য তোমাদের কে অবশ্যই  প্রয়োজনীয় বীজগণিতের সূত্র সমূহ জানতে হবে ।

  1. `p^4+p^2q^2+q^4=21`  এবং  `p^2+pq+q^2=7`

ক. pq এর মান নির্ণয় কর ।

খ. প্রমাণ কর যে, `8pq(p^2+q^2)=80` 

গ. `3(p^3-\frac1{p^3})` এর মান নির্ণয় কর ।

2. `x^2+\frac1{x^2}=\frac{82}9` , `p=\sqrt5+2`

ক. `f(x)=x^4+5x-3` হলে f(-1) এর মান নির্ণয় কর ।

খ. `p^5+\frac1{p^5}` এর মান নির্ণয় কর ।

গ. প্রমাণ কর যে, `27(x^3-\frac1{x^3})=728`


3. `y^2-5-2\sqrt6=0`

ক.  `y-\frac1{y}` এর মান নির্ণয় কর ।

খ. দেখাও যে , `y^8-98y^4+1`

গ. `\frac1{y^8}(y^{16}-1)` এর মান নির্ণয় কর ।


আরো পড়তে পারেন

নবম - দশম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন

সহজে ত্রিকোণমিতির মান মনে রাখার কৌশল

4. `x^2-\sqrt3x+1=0`

ক. প্রমাণ কর যে,  `x^4-x^2+1=0`

খ. দেখাও যে , `x^{10}+\sqrt3x^5+1=0`

গ. `x^8-x^{-8}` এর মান নির্ণয় কর ।

5. `x^2-11-2\sqrt{30}=0`

ক. `m^4-7m^2+1` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. দেখাও যে ,  `(1-\frac1{x^{12}})x^6=1932\sqrt{30}`

গ. `x^8-482x^4+1=0` হলে প্রমাণ কর যে , `x^2-2\sqrt6x+1=0`


6. `p^4=119-\frac1{p^4}`

ক. `f(x)=x^2-5x+2k` হলে k এর কোন মানের জন্য f(2)=0 হবে ?

খ. প্রমাণ কর যে,  `p^6-1-36p^3=0`

গ.  `(\frac{p^8-1}{p^4})(\frac{p^6+1}{p^3})` এর মান নির্ণয় কর ।

7.  `(p^2+q^2)^2=\sqrt[3]{125}` , `(p^2-q^2)^2=\sqrt[3]{64}` এবং  `x^2=9+4\sqrt5`

ক. `x^2-2(a+\frac1{a})x+4` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. প্রমাণ কর যে,  `16(p^4+q^4)p^2q^2=18`

গ. দেখাও যে ,  `(1+\frac1{x^{10}})x^5=610\sqrt5`


8. `x^3+\frac1{x^3}=34\sqrt5`

ক. `d^2+\frac1{d^2}=\frac1{4}`  হলে দেখাও যে , `2d^2+2=3d`

খ. দেখাও যে ,  `x=\sqrt5+2`

গ. `(\frac{x^8-1}{x^4})(\frac{x^4+1}{x^4})` এর মান নির্ণয় কর ।


আরো জানতে পারো

9. `a=\sqrt{13}+2\sqrt3`

ক. `a^2-\frac1{a^2}`  এর মান নির্ণয় কর ।

খ. প্রমাণ কর যে,  `\frac{13a}{a^2-\sqrt{13}a+1}=\sqrt{13}`

গ. `a^5-\frac1{a^5}` এর মান নির্ণয় কর ।

10. `a+b=\sqrt5` , `a-b=\sqrt3`

ক. `a^4+a^2+1` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. প্রমাণ কর যে,  `8(a^2+b^2)ab=16`

গ.   `a^8-b^8` এর মান নির্ণয় কর । 


11. `x^2+\frac1{x^2}=34`

ক. দেখাও যে ,  `x^2-6x+1=0`

খ. প্রমাণ কর যে,  `x\sqrt x-\frac1{x\sqrt x}=14`

গ. দেখাও যে ,  `x=3+2\sqrt2`

12. `a+b+c=m` ,  `a^2+b^2+c^2=n`  , `a^3+b^3=p^3`

ক.  m = 0 হলে দেখাও যে ,  `a^3+b^3+c^3=3abc`

খ. c = 0 হলে  প্রমাণ কর যে,  `m^3+2p^3=3mn`

গ.  m = 0 হলে দেখাও যে ,  `\frac{(b+c)^2}{6bc}+\frac{(c+a)^2}{6ca}+\frac{(a+b)^2}{6ab}=2^{-1}`


আরো জানতে পারেন

13. p+q=6 , pq=3

ক. p-q এর মান নির্ণয় কর ।

খ. `p^3-q^3-5(p^2-q^2)` এর মান নির্ণয় কর ।

গ. দেখাও যে ,  `p^5+q^5=4506`


14. `a=2x+\frac1{x}`  এবং `f(x)=2x-\frac1{3x}`

ক. f(-2)  এর মান নির্ণয় কর ।

খ. a=4 হলে  `2x^3+\frac1{4x^3}`

গ. f(x)= 2 হলে  প্রমাণ কর যে, `54x^3+\frac1{4x^3}=21\sqrt{15}`


15. `x=\sqrt{\frac{5x}2+\frac1{6}}`  এবং `p=\sqrt{\frac p{2}}+1`

ক.  `4x^4-27x^2-81` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. `\frac{216x^6-1}{27x^3}=?` 

গ.  `p^4-\frac1{p^4}` এর মান নির্ণয় কর ।

16. `m^4=\frac{m^2}4-1`

ক. `8a^3+\frac{b^3}{27}` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. `(1-\frac1{m^6})m^3` এর মান নির্ণয় কর ।

গ. `p^2=17+12\sqrt2` হলে `p^5-\frac1{p^5}` এর মান নির্ণয় কর ।


আরো জানতে পারেন

17. `p^3-q^3=19` , pq=6

ক.  `2x^4+16x` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. `p^4-q^4` এর মান নির্ণয় কর ।

গ. `p^5+\frac1{p^5}`

18. `a^2=8+\sqrt{60}` এবং `y^2=11+\sqrt{120}`

ক. `8a^3+\frac{b^3}{27}` কে উৎপাদকে বিশ্লেষণ কর ।

খ. `a^3+8a^3` এর মান নির্ণয় কর।

গ. `y^2\left(y^3+\frac1{y^7}\right)` এর মান নির্ণয় কর।

অফলাইনে অনুশীলনের জন্য এসএসসি বীজগণিত অংক সৃজনশীল প্রশ্ন : অধ্যায় ৩.১ - ৩.৪ PDF ডাউনলোড করতে পারো  এছাড়াও নিচের এসএসসি বীজগণিত সৃজনশীল প্রশ্ন : অধ্যায় ৩.১ - ৩.২  ছবিগুলো ডাউনলোড করে নিতে পারো । 


বীজগণিত অংক

বীজগণিত অংক

বীজগণিত অংক

বীজগণিত অংক

বীজগণিত অংক

বীজগণিত অংক

বীজগণিত অংক
algebra

বীজগণিত অংক
algebra

বীজগণিত অংক
algebra
আশা করি ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং সহপাঠীদের সাথে শেয়ার করে তাদেরকেও জনার সুযোগ করে দিবে । এসএসসি বীজগণিত অংক সৃজনশীল প্রশ্ন : অধ্যায় ৩.১ - ৩.২ । সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ।
আরো জানতে পারো
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন