মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার |
হায় বন্ধু,
আমাদের মধ্যে আজকে অনেকেই ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তৈরি ভিডিও আপলোড করে থাকি । এর মধ্যে অনেকে এ সকল ভিডিও গুলো অ্যান্ড্রয়েড মোবাইলে তৈরি এবং এডিটিং করে থাকে । আপনি কি জানেন একটি ভিডিও জনপ্রিয়তা অর্জন করার জন্য এর বিষয় বস্তুর সাথে সাথে এর সম্পাদনাও যথেষ্ট ভালো হতে হয় । মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
কম্পিউটারের মতো মোবাইলেও কিছু অ্যাপসের মাধ্যমে উন্নত মানের ভিডিও এডিট করা যায় । তবে কম্পিউটারের অধিকাংশ অ্যাপসগুলো পেইড । অর্থ্যাৎ সেগুলো টাকা দিয়ে কিনতে হয় । শুধু তাই নয় এ সকল অ্যাপসগুলো ব্যবহার করা যথেষ্ট কঠিন । কিন্তু সেই তুলনায় মোবাইলের ভিডিও এডিটিং অ্যাপসগুলো ব্যবহার করা যথেষ্ট সহজ । এবং এগুলোর অধিকাংশই ফ্রি ব্যবহার করা যায় ।
সেরা ৩টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
ভিডিও এডটিং এর জন্য অনেক ভালো মানের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে । তবে আজ আমি তার মধ্যে আপনাদেরকে আমার দেখা সেরা ৩টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর সম্পর্কে বলবো । যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল ভাবে আপনার ভিডিও এডিটিং করতে পারবেন । তবে এর মধ্যে আমি ৩ নম্বরটিকে এগিয়ে রাখবো ।
বলে রাখা ভালো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ৩টি অ্যাপই এক সাথে ব্যবহার করতে পারেন । কেননা অ্যাপগুলো ফ্রিতে হওয়ায় সবগুলোতে আপনি সব ফিচার পাবেন না । তাই প্রফেশনাল ভাবে উন্নত মানের ভিডিও তৈরি করার জন্য ৩টি অ্যাপসই একসাথে ব্যবহার করতে পারেন । তো চলুন জেনে নেওয়া যাক মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার সমন্ধে ।
১. KineMaster - Video Editor
মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর এটি একটি জনপ্রিয় সফটওয়্যার । ৪৬,৬০,৬৫০ এর বেশী ব্যবহারকারী এবং ৪.৪ রেটিং পয়েন্ট দেখে আপনি সহজে এই অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণ করতে পারেবন । এখন চলুন এর ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক ।
KineMaster - Video Editor এর ফিচার সমূহ
>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ।
>> ইউটিউব, টিকটক, ফেসবুক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সহজে ভিডিও তৈরি করা যায়
>> ভিডিও গানে নাম লেখা বা ছবি বসানোসহ যে কোন কাজ করা যায় ।
>> 4k রেজুলেশনের ভিডিও তৈরি করা যায় ।
>> ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায় ।
>> ভিডিওতে বিভিন্ন রকম স্টিকার, এফেক্ট যুক্ত করা যায় ।
>> ভিডিও তে ব্যবহার করা অডিও সম্পাদনা করা যায় ।
২. Video Editor & Maker VideoShow
আগের মতো এটিও জনপ্রিয় মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার । 5,751,416 েএর বেশি ব্যবহারকারী এবং ৪.৬ রেটিং পয়েন্ট নিয়ে এটিও গুগল প্লে স্টোরে ভিডিও এডিটর অ্যাপসের মধ্যে শীর্ষস্থানে রয়েছে ।
Video Editor & Maker VideoShow এর ফিচার সমূহ
>> এর মধ্যে রয়েছে সকল প্রফেশনাল ভিডিও এডিটর টুলগুলো ।
>> All in one টুল । এর মাধ্যমে আপনি প্রায় সকল ভিডিও এডিটিং টুল গুলো পেয়ে যাবেন ।
>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ।
>> ভিডিওর মধ্যে যে কোন অডিও যুক্ত করা যায় ্
>> ইউটিউব, টিকটক, ফেসবুক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সহজে ভিডিও তৈরি করা যায় । এবং শেয়ার করা যায় ।
৩. VivaVideo - Video Editor&Maker
চিন্তা করুণ একটি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার 13,099,458 এর বেশি ব্যবহারকারী এবং ৪.৫ রেটিং পয়েন্ট তাহলে এটির কতটা জনপ্রিয়তা থাকতে পারে ? প্লে স্টোরের ভিডিও এডিটিং অ্যাপসগুলোর মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলোর একটি ।
VivaVideo - Video Editor&Maker এর ফিচার সমূহ
>> দুর্দান্ত ভিডিও এডিটর অ্যাপ ।
>> ভিডিও সম্পাদনার বিভিন্ন বৈশিষ্ট্য প্রদান করে যেমন: কাট, মার্জ, কপি, পেস্ট, স্প্লিট, টেনে আনা, ভিডিও ক্লিপ মুছে ফেলা ।
>> ফটো মিউজিক ইত্যাদি দিয়ে ভিডিও তৈরি করা যায় ।
>> ভিডিএর গুনগত মান নষ্ট না করে ভিডিও কাটা যায় ।
>> ভিডিও তে চমৎকার সব এফেক্ট যুক্ত করা যায় ।
>> ভিডিও তে টেক্সট যুক্ত করা যায় ।
>> 720p, Full HD 1080p এবং 4K-সহ যে কোন ফরম্যাটের ভিডি তৈরি করা যায় ।
এছাড়াও আপনি এটির আরো অসংখ্য ইন্টারফেস পাবেন । যা ভিডিও ইডিটিং এর ক্ষেত্রে আপনাকে নতুন অভিজ্ঞতা দিবে । ( মোবাইলের সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার )
আরো জানতে পারেন
বোনাস হিসেবে রইল
Video to MP3 Converter app
বিভিন্ন সময়ে আমাদেরকে ভিডিও থেকে অডিও কনভার্ট করতে হয় । এ কাজটি আগে শুধু কম্পিউটারের মাধ্যমে করা গেলেও বর্তমানে যে কোন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সহজেই করা যায় । এর জন্য অবশ্য একটি অ্যাপসের প্রয়োজন হয় যার মাধ্যমে সহজে ভিডিও থেকে অডিও কনভার্ট করা যাবে । ভিডিও থেকে অডিও কনভার্ট করার অসংখ্য অ্যাপ প্লে স্টোরে রয়েছে । তবে আমি মনে করি তার মধ্যে নিচের দুটি অ্যাপসই সেরা ।
১. থেকে mp3 রূপান্তরকারী ভিডিও
এই অদ্ভুত নামের Video to MP3 Converter app টি আমার দেখা ভিডিও থেকে অডিও করার অ্যাপসের মধ্যে সবচেয়ে ভালো । এর মাধ্যমে আপনি সহজে যে কোন ফরম্যাটের ভিডিওকে অডিওতে রূপান্তর করতে পারবেন । ৫,০৫,৭০৬ এর বেশি ডাউনলোড কারী এবং ৪.৫ রেটিং পয়েন্ট থেকে সহজেই অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায় ।
থেকে mp3 রূপান্তরকারী ভিডিও - এর ফিচার সমূহ
>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস । অর্থ্যাৎ যে কোন ব্যাক্তিই সহজে এটি ব্যবহার করতে পারবে।
>> দ্রুত Video to MP3 Converter করা যায় ।
>> যে কোন ফরম্যাটের ভিডিও কনভার্ট করা যায় । যেমন: WMV, MP4,, 3gp, FLV, AVI
>> আডিও থেকে কেটে রিংটোন তৈরি করা যায় ।
>> যে কোন মুভি থেকে গান কেটে নিতে পারবেন । মনে করুন আপনি কোন একটি মুভি দেখছেন যার একটি গান আপনার পছন্দ হলো তাহলে আপনি সহজেই এটির মাধ্যমে উক্ত মুভি থেকে গানটি কেটে নিতে পারবেন ।
২. Video to MP3 Converter - mp3 cutter and merger
Video থেকে MP3 Converter করার এটিও একটি দারুন অ্যাপ । ৩৭৬৪৩৭ ব্যবহারকারী এবং ৪.৮ রেটিং পয়েন্ট নিয়ে গুগল প্লে স্টোরে Video to MP3 Converter app গুলোর মধ্যে এর অবস্থান দ্বিতীয় ।
Video to MP3 Converter - mp3 cutter and merger - এর ফিচার সমূহ
>> দ্রুত সময়ে ভিডিও থেকে অডিও কনভার্ট করা যায় ।
>> একবারে ১৫ টি ভিডিও কনভার্ট করা যায় ।
>> অডিও এবং ভিডিও কাটা যায় ।
>> যে কোন ফরম্যাটের ভিডিও কনভার্ট করা যায় । যেমন: WMV, MP4,, 3gp, FLV, AVI
>> যে কোন ফরম্যাটের অডিও সমর্থন করে যেমন: mp3, wav, ogg, m4a, acc, flac ইত্যাদি
>> রিংটোন মেকার ।
আশা করি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন । আজ এ পর্যন্ত ভালো থাকবেন । সুস্থ্য থাকবেন । অন্বেষা.নেট এর সাথে থাকবেন ।
আরো পড়তে পারেন
খুব সুন্দর ও দরকারি একটি পোস্ট
উত্তরমুছুনধন্যবাদ আপনাকে ।
মুছুন