২০২৩ সালের সেরা ৩টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার


মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

হায় বন্ধু, 
আমাদের মধ্যে আজকে অনেকেই ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের তৈরি ভিডিও আপলোড করে থাকি । এর মধ্যে অনেকে এ সকল ভিডিও গুলো অ্যান্ড্রয়েড মোবাইলে তৈরি এবং এডিটিং করে থাকে । আপনি কি জানেন একটি ভিডিও জনপ্রিয়তা অর্জন করার জন্য এর বিষয় বস্তুর সাথে সাথে এর সম্পাদনাও যথেষ্ট ভালো হতে হয় । মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার
কম্পিউটারের মতো মোবাইলেও কিছু অ্যাপসের মাধ্যমে উন্নত মানের ভিডিও এডিট করা যায় । তবে কম্পিউটারের অধিকাংশ অ্যাপসগুলো পেইড । অর্থ্যাৎ সেগুলো টাকা দিয়ে কিনতে হয় । শুধু তাই নয় এ সকল অ্যাপসগুলো ব্যবহার করা যথেষ্ট কঠিন । কিন্তু সেই তুলনায় মোবাইলের ভিডিও এডিটিং অ্যাপসগুলো ব্যবহার করা যথেষ্ট সহজ । এবং এগুলোর অধিকাংশই ফ্রি ব্যবহার করা যায় ।

সেরা ৩টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার

ভিডিও এডটিং এর জন্য অনেক ভালো মানের ফ্রি অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে  । তবে আজ আমি তার মধ্যে আপনাদেরকে আমার দেখা  সেরা ৩টি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর সম্পর্কে বলবো । যেগুলোর মাধ্যমে আপনি প্রফেশনাল ভাবে আপনার ভিডিও এডিটিং করতে পারবেন । তবে এর মধ্যে আমি ৩ নম্বরটিকে এগিয়ে রাখবো । 

বলে রাখা ভালো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে ৩টি অ্যাপই এক সাথে ব্যবহার করতে পারেন । কেননা অ্যাপগুলো ফ্রিতে হওয়ায় সবগুলোতে আপনি সব ফিচার পাবেন না । তাই প্রফেশনাল ভাবে উন্নত মানের ভিডিও তৈরি করার জন্য ৩টি অ্যাপসই একসাথে ব্যবহার করতে পারেন । তো চলুন জেনে নেওয়া যাক মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার সমন্ধে ।

১.  KineMaster - Video Editor 

মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার এর এটি একটি জনপ্রিয় সফটওয়্যার । ৪৬,৬০,৬৫০ এর বেশী ব্যবহারকারী এবং ৪.৪ রেটিং পয়েন্ট দেখে আপনি সহজে এই অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণ করতে পারেবন । এখন চলুন এর ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক ।

KineMaster - Video Editor এর ফিচার সমূহ

>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস । 
>> ইউটিউব, টিকটক, ফেসবুক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সহজে ভিডিও তৈরি করা যায় 
>> ভিডিও গানে নাম লেখা বা ছবি বসানোসহ যে কোন কাজ করা যায় ।
>> 4k রেজুলেশনের ভিডিও তৈরি করা যায় ।
>> ছবি দিয়ে ভিডিও তৈরি করা যায় ।
>> ভিডিওতে বিভিন্ন রকম স্টিকার, এফেক্ট যুক্ত করা যায় । 
>> ভিডিও তে ব্যবহার করা অডিও সম্পাদনা করা যায় ।

২.  Video Editor & Maker VideoShow

আগের মতো এটিও জনপ্রিয় মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার  । 5,751,416 েএর বেশি ব্যবহারকারী এবং ৪.৬ রেটিং পয়েন্ট নিয়ে এটিও গুগল প্লে স্টোরে ভিডিও এডিটর অ্যাপসের মধ্যে শীর্ষস্থানে রয়েছে । 

Video Editor & Maker VideoShow এর ফিচার সমূহ

>> এর মধ্যে রয়েছে সকল প্রফেশনাল ভিডিও এডিটর টুলগুলো ।
>> All in one টুল । এর মাধ্যমে আপনি প্রায় সকল ভিডিও এডিটিং টুল গুলো পেয়ে যাবেন । 
>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ।
>> ভিডিওর মধ্যে যে কোন অডিও যুক্ত করা যায় ্
>>  ইউটিউব, টিকটক, ফেসবুক সহ যে কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সহজে ভিডিও তৈরি করা যায়  । এবং শেয়ার করা যায় ।

৩. VivaVideo - Video Editor&Maker

চিন্তা করুণ একটি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার 13,099,458 এর বেশি ব্যবহারকারী এবং ৪.৫ রেটিং পয়েন্ট তাহলে এটির কতটা জনপ্রিয়তা থাকতে পারে ? প্লে স্টোরের ভিডিও এডিটিং অ্যাপসগুলোর মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয় অ্যাপসগুলোর একটি ।

VivaVideo - Video Editor&Maker এর ফিচার সমূহ

>> দুর্দান্ত ভিডিও এডিটর অ্যাপ । 
>> ভিডিও সম্পাদনার বিভিন্ন বৈশিষ্ট্য প্রদান করে যেমন: কাট, মার্জ, কপি, পেস্ট, স্প্লিট, টেনে আনা, ভিডিও ক্লিপ মুছে ফেলা ।
>> ফটো মিউজিক ইত্যাদি দিয়ে ভিডিও তৈরি করা যায় । 
>> ভিডিএর গুনগত মান নষ্ট না করে ভিডিও কাটা যায় ।
>> ভিডিও তে চমৎকার সব এফেক্ট যুক্ত করা যায় ।
>> ভিডিও তে টেক্সট যুক্ত করা যায় ।
>> 720p, Full HD 1080p এবং 4K-সহ যে কোন ফরম্যাটের ভিডি তৈরি করা যায় ।
এছাড়াও আপনি এটির আরো অসংখ্য ইন্টারফেস পাবেন । যা ভিডিও ইডিটিং এর ক্ষেত্রে আপনাকে নতুন অভিজ্ঞতা দিবে । ( মোবাইলের সেরা ভিডিও এডিটিং সফটওয়্যার )

আরো জানতে পারেন
বোনাস হিসেবে রইল
 Video to MP3 Converter app

বিভিন্ন সময়ে আমাদেরকে ভিডিও থেকে অডিও কনভার্ট করতে হয় । এ কাজটি আগে শুধু কম্পিউটারের মাধ্যমে করা গেলেও বর্তমানে যে কোন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সহজেই করা যায় । এর জন্য অবশ্য একটি অ্যাপসের প্রয়োজন হয় যার মাধ্যমে সহজে ভিডিও থেকে অডিও কনভার্ট করা যাবে ।  ভিডিও থেকে অডিও কনভার্ট করার অসংখ্য অ্যাপ প্লে স্টোরে রয়েছে । তবে আমি মনে করি  তার মধ্যে নিচের দুটি অ্যাপসই সেরা । 

১. থেকে mp3 রূপান্তরকারী ভিডিও

এই অদ্ভুত নামের Video to MP3 Converter app টি আমার দেখা   ভিডিও থেকে অডিও করার অ্যাপসের মধ্যে সবচেয়ে ভালো । এর মাধ্যমে আপনি সহজে যে কোন ফরম্যাটের ভিডিওকে অডিওতে রূপান্তর করতে পারবেন । ৫,০৫,৭০৬ এর বেশি ডাউনলোড কারী এবং ৪.৫ রেটিং পয়েন্ট থেকে সহজেই অ্যাপটির জনপ্রিয়তা সম্পর্কে ধারণা পাওয়া যায় ।

থেকে mp3 রূপান্তরকারী ভিডিও - এর ফিচার সমূহ

>> ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস । অর্থ্যাৎ যে কোন ব্যাক্তিই সহজে এটি ব্যবহার করতে পারবে।
>> দ্রুত Video to MP3 Converter করা যায় ।
>> যে কোন ফরম্যাটের ভিডিও কনভার্ট করা যায় । যেমন: WMV, MP4,, 3gp, FLV, AVI
>> আডিও থেকে কেটে রিংটোন তৈরি করা যায় । 
>> যে কোন মুভি থেকে গান কেটে নিতে পারবেন । মনে করুন আপনি কোন একটি মুভি দেখছেন যার একটি গান আপনার পছন্দ হলো তাহলে আপনি সহজেই এটির মাধ্যমে উক্ত মুভি থেকে গানটি কেটে নিতে পারবেন ।

২. Video to MP3 Converter - mp3 cutter and merger

Video থেকে MP3 Converter করার এটিও একটি দারুন অ্যাপ । ৩৭৬৪৩৭ ব্যবহারকারী এবং ৪.৮ রেটিং পয়েন্ট নিয়ে গুগল প্লে স্টোরে Video to MP3 Converter app গুলোর মধ্যে এর অবস্থান দ্বিতীয় ।

Video to MP3 Converter - mp3 cutter and merger - এর ফিচার সমূহ

>> দ্রুত সময়ে ভিডিও থেকে অডিও কনভার্ট করা যায় ।
>> একবারে ১৫ টি ভিডিও কনভার্ট করা যায় ।
>> অডিও এবং ভিডিও কাটা যায় ।
>> যে কোন ফরম্যাটের ভিডিও কনভার্ট করা যায় । যেমন: WMV, MP4,, 3gp, FLV, AVI
>> যে কোন ফরম্যাটের অডিও সমর্থন করে যেমন: mp3, wav, ogg, m4a, acc, flac ইত্যাদি
>> রিংটোন মেকার ।

আশা করি মোবাইলে ভিডিও এডিটিং সফটওয়্যার মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন ।   আজ এ পর্যন্ত ভালো থাকবেন । সুস্থ্য থাকবেন । অন্বেষা.নেট এর সাথে থাকবেন ।

আরো পড়তে পারেন

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন