পরিমিতি সৃজনশীল প্রশ্ন : অধ্যায় ১৬.১ - ১৬.৪

দশম শ্রেণির গণিত পরীক্ষায় পরিমিতিত্রিকোণমিতি থেকে তিনটি প্রশ্ন আসে যার মধ্যে দুটি প্রশ্নের উত্তর করতে হয় । এর মধ্যে পরিমিতি সৃজনশীল প্রশ্নের উত্তর করা সহজ হয় । আর সেটি বিবেচনায় রেখে অধ্যায় ১৬.১ - ১৬.৪ বিশ্লেষণ করে পরিমিতির প্রশ্নগুলো তৈরি করা হয়েছে । যাতে পরিমিতির সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত থাকে । তাই পরিমিতির উক্ত সৃজনশীল প্রশ্নগুলো ভালেো ভাবে অনুশীলন করলে আশা করা যায় পরীক্ষায় ১০০% আসবে। 

পরিমিতি
পরিমিতি সৃজনশীল প্রশ্ন

পরিমিতি - এর সাহায্যে রেখার দৈর্ঘ্য, তলের ক্ষেত্রফল, ঘনবস্তুর আয়তন, বৃত্তের পরিধি - ক্ষেত্রফল, বেলনের পরিমাপ  ইত্যাদি নির্ণয় করা যায় । তাই আমাদের বাস্তব জীবনের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করতে পরিমিতির জ্ঞান ব্যাবহার করতে হয় । 
বিশেষ ভাবে লক্ষ্যনীয় বিষয় হলো

পরিমিতি সৃজনশীল প্রশ্ন সমাধান করতে হলে তোমাকে পরিমিতির সুত্র গুলো  জানতে হবে তার জন্য আমাদের নিচের আর্টিকেলটি পড়ে আসতে পারো

পরিমিতি সৃজনশীল প্রশ্ন

১. 
পরিমিতি সৃজনশীল প্রশ্ন
ক. BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ।

খ. BD এর মান নির্ণয় কর ।

গ. △ABD ও △BCD এর ক্ষেত্রফল দ্বয়ের অনুপাত নির্ণয় কর ।

২. একটি  সমবাহু ত্রিভুজের প্রত্যেক ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে এর ক্ষেত্রফল `6\sqrt3` বর্গ মিটার বেড়ে যায় ।

ক. প্রদত্ত তথ্যানুসারে ত্রিভুজটি অঙ্কন করে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখ ।

খ. ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ।

গ. ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে এর ক্ষেত্রফল `14\sqrt3`

আরো পড়তে পারেন

নবম - দশম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন

৩. একটি নির্দিষ্ট বিন্দু A হতে ফাহিম ও জিয়ান যথাক্রমে 10 কি.মি. ও 8 কি.মি. বেগে যাত্রা শুরু করে 120° কোণ উৎপন্ন করে । 5 ঘন্টা পর তারা যথাক্রমে B ও C বিন্দুতে পৌঁছায় ।

ক. প্রদত্ত তথ্যানুসারে আনুপাতিক চিত্র আঁক ।

খ. B ও C এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় কর ।

গ. ফাহিম যদি ঘন্টায় 7 কি.মি বেগে জিয়ানের বিপরীত দিকে যায় এবং 4 ঘন্টা পর D বিন্দুতে পৌঁছায় তবে B, C, D বিন্দু দ্বারা আবদ্ধ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর । 

৪. একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 cm, 7cm, এবং 8cm

ক. প্রদত্ত তথ্যানুসারে ত্রিভুজটি আঁক ।

খ. ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. ত্রিভুজটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 20 cm হলে এর ভূমির দৈর্ঘ্য নির্ণয় কর ।

আরো পড়তে পারো

৫. একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5:12:13 এবং এর পরিসীমা 30 cm 

ক. ত্রিভুজটি অঙ্কন কর এবং কোণ ভেদে ত্রিভুজটি কোন ধরণের তা লেখ ।

খ. ত্রিভুজটির বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতর বাহুকে প্রস্থ ধরে অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর ।

গ. উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?


৬. একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গমিটার ক্ষেত্রটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে । আবার জমিটির মাঝখানে 20 cm ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো । বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যা এর অর্ধেকের চেয়ে 2 cm কম ।

ক. জমিটির দৈর্ঘ্যকে x এবং প্রস্থকে y ধরে প্রদত্ত তথ্যগুলোর সমীকরণ কর ।

খ. জমিটির পরিসীমা নির্ণয় কর ।

গ. বৃত্তটির জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় কর ।


৭. 
পরিমিতি সৃজনশীল প্রশ্ন
ক. আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর ।

খ. ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. সমবাহু ত্রিভুজটির গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় কর । 

৮. একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার । যদি এর দৈর্ঘ্য 60 মিটার কম হয় তবে এটি একটি বর্গ হয়

ক.

খ. আয়তকার ক্ষেত্রটির পরিসীমা নির্ণয় কর ।

গ. আয়তকার ক্ষেত্রটির ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা আছে রাস্তটির ক্ষেত্রফল নির্ণয় কর ।


৯. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 31 cm ও 11 cm এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 10 cm এবং 12 cm ।

ক. প্রদত্ত তথ্যানুসারে আনুপাতিক চিত্র আঁক এবং এর পরিসীমা নির্ণয় কর ।

খ. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 5 cm হলে এর পরিসীমা নির্ণয় কর ।


১০. তথ্য : ১ একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 cm এবং এদের লম্ব দূরত্ব 24cm । ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সে.মি. । তথ্য : ২  

পরিমিতি সৃজনশীল প্রশ্ন
ক. ট্রাপিজিয়ামের সংজ্ঞা দাও ।

খ. তথ্য : ১ হতে ট্রাপিজিয়ামটির পরিসীমা নির্ণয় কর ।

গ. তথ্য : ২ হতে চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর ।


১১. একটি সমান্তরিকের বাহুর দৈর্ঘ্য 30 cm এবং 26 cm । সামান্তরিকটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 28 cm 

ক. প্রদত্ত তথ্যানুসারে আনুপাতিক চিত্র আঁক ।

খ. অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর ।

গ. সমান্তরিকটির ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে বর্গটির বাহু দৈর্ঘ্য নির্ণয় কর ।


১২. ABCD একটি সামান্তরিকের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 cm এবং 8cm । এর ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য 10 cm

ক. সামান্তরিক কাকে বলে ?

খ. সামান্তরিকটির উচ্চতা নির্ণয় কর ।

গ. সমান্তরিকটির অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় কর ।


১৩. একটি রম্বসের পরিসীমা 52 cm এবং বৃহত্তর কর্ণের দৈর্ঘ্য 24 cm । রম্বসটির পরিসীমা অপেক্ষা 168 cm বেশি পরিধি বিশিষ্ট একটি বৃত্তে একটি আন্তর্লিখিত বর্গক্ষেত্র আঁকা হলো ।

ক. একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার,  28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার বাহু দ্বয়ের আন্তর্ভুক্ত কোণ নির্ণয় কর ।

খ. রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ।


১৪. একটি বৃত্তের পরিধি 44 মিটার ।

ক. বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় কর ।

খ. বৃত্তে অন্তর্লিখিত বর্গটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ।

গ. বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় কর ।

১৫. একটি বৃত্তস্থ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 m এবং 5 m । আয়তক্ষেত্রটি বাদে বৃত্তের মধ্যে অবশিষ্ট খালি জায়গায় ঘাস লাগানো হয়েছে ।

ক. প্রদত্ত তথ্যের আনুপাতি চিত্র আঁক ।

খ. বৃত্তাকার ক্ষেত্রের পরিধি নির্ণয় কর ।

গ. প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে 50 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে ?


১৬. একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 cm এবং পিছনের চাকার ব্যাস 35 cm চাকাদ্বয় 88 মিনিট পথ অতিক্রম করলো ।

ক. প্রথম চাকার পরিধি নির্ণয় কর ।

খ. সমানেরে চাকা পেছনের চাকা অপেক্ষা কত বার বেশি ঘুরবে ?

গ. দ্বিতীয় চাকার পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল চাকাদ্বয়ের ক্ষেত্রফলের কত শতাংশ ?


১৭. 5 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার স্থান একটি বর্গাকার মাঠে অন্তর্লিখিত রয়েছে । বৃত্তে 160° এবং 200° করে বৃত্ত কলার ক্ষেত্রে যথাক্রমে সবজি ও ফুলের চাষ করা হয়েছে ।

ক. একটি চাকা 400π সে.মি. পথ যেতে 40 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় কর ।

খ. মাঠটির প্রতিটি কোণে বৃত্তাকার স্থানের অনধিকৃত জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 4 টাকা হিসেবে কত টাকা খরচ হয় ?

গ. বৃত্তাকার জায়গায়র কতটুকু স্থানে সবজি ও কতটুকু স্থানে ফুলের চাষ করা হয়েছে ?


১৮. 

পরিমিতি
ক. একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 cm হলে এর ক্ষেত্রফল নির্ণয় কর ।

খ. ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. ত্রিভুজটির ক্ষেত্রফল ও অর্ধবৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় কর ।


১৯. 

পরিমিতি
ক. রম্বসের সংজ্ঞা দাও ।

খ. বৃত্তচাপ DE নির্ণয় কর ।

গ. সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর ।

আরো পড়তে পারো

২০. ঢাকনাসহ একটি বাক্সের বাইরের মাপ যথাক্রমে 10 cm, 9cm, এবং 7cm । বাক্সটির ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 262 বর্গ সে.মি. । বাক্সটির পুরুত্ব সমান । আবার একটি বেলনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান এবং বেলনের উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের দ্বিগুণ ।

ক. বাক্সটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর ।

খ. বাক্সটির দেওয়ালের পুরুত্ব নির্ণয় কর ।

গ. বেলনের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর ।

২১. একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 cm, ও 16 cm এবং পাইপের উচ্চতা 5 মিটার । 1 ঘন সে.মি. লোহার পাইপের ওজন 7.2 গ্রাম । আবার অন্য একটি বৃত্তের পরিধি 600 মিটার ।

ক. উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর ।

খ. পাইপের লোহার ওজন নির্ণয় কর ।

গ. উদ্দীপকের আলোকে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর ।


২২. 

পরিমিতি

চিত্রে একটি ট্রফি দেখানো হয়েছে । এর উপরের অংশের আকৃতি বৃত্তাকার, মাঝের অংশের আকৃতি বর্গাকার এবং নিচের অংশের আকৃতি আয়াতাকার ঘনবস্তু । উপরের অংশের বাইরের পরিধি 22 cm এবং মাঝের অংশের পরিসীমা 20 cm । উপরের অংশের সবুজ ক্ষেত্রের ক্ষেত্রফল লাল ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ । ট্রফিটির নিচের অংশের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 5 : 4 : 3 এবং কর্ণের দৈর্ঘ্য `10\sqrt2` cm 

ক. ট্রফিটির মাঝের অংশের ক্ষেত্রফল নির্ণয় কর ।

খ. ট্রফিটির উপরের অংশের লাল ক্ষেত্রের ব্যাসার্ধ নির্ণয় কর ।

গ. ট্রফিটির নিচের অংশটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর ।


২৩. একটি বেলনের আয়তন 471.24 ঘন সে.মি. এবং উচ্চতা 10 cm ।

ক. বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লেখ ।

খ. বেলনের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. বেলনকে গলিয়ে ঘনকে পরিনত করা হলে, ঘনকের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর।


২৪. 

পরিমিতি

ক. ABCD আয়তক্ষত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় কর ।

খ. ADF ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. ক্ষেত্রটির সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় কর ।


২৫. একটি আয়তাকার বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 cm, 6cm ও 3 cm । এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সে.মি. ।

ক. এর বাইরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত ?

খ. বাক্সটির কাঠের পুরুত্ব কত ?

গ. বাক্সের ভিতরের কর্নের দৈর্ঘ্য এবং কাঠের আয়তন নির্ণয় কর ।

২৬. একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 9 বর্গমিটার বেড়ে যায় ।

ক. একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 75 সে.মি. হলে  এর ক্ষেত্রফল কত ?

খ. উদ্দীপকের ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর ।

গ. ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 20% বাড়ালে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

আরো পড়তে পারেন

২৭. একটি লোহার পাইপের ভিতর এবং বাইরের ব্যাস যথাক্রমে 24 cm ও 28 cm এবং পাইপের উচ্চতা 5 মিটার । 1 ঘন সে.মি. লোহার ওজন 7.2 গ্রাম ।

ক. পাইপের পুরুত্ব নির্ণয় কর ।

খ. পাইপে ব্যবহৃত লোহার আয়তন নির্ণয় কর ।

গ. পাইপের ভিতরের ফাঁপা অংশের আয়তন নির্ণয় কর ।

ঘ. যদি পাইপটিকে গলিয়ে 12 cm ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দন্ডে পরিণত করা হয় তবে দন্ডটির দৈর্ঘ্য নির্ণয় কর ।

ঙ. যদি পাইপটিকে গলিয়ে গোলক তৈরি করা হয় তবে গোলকের ব্যাসার্ধ নির্ণয় কর ।

চ. যদি পাইপটিকে গলিয়ে একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট পাইপ তৈরি করা হয় তবে নিরেট পাইপটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় কর ।


আশা করি পরিমিতি সৃজনশীল প্রশ্ন তোমাদের উপকারে আসবে  ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও । এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো । আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে । মানুষ ভুলের উর্ধ্বে নয় তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে । কোনো তথ্যে ভুল পরিলক্ষিত হলে আমাদেরকে কমেন্টে মাধ্যমে জানালে আমরা উপকৃত হবো ।

আরো পড়তে পারো
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

2 মন্তব্যসমূহ

  1. আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় স্যার। সসীম ধারার অংকগুলোর সমাধান দরকার ছিল। সমাধান দিলে কৃতজ্ঞ থাকবো।

    উত্তরমুছুন
  2. আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন