অনুপাত কাকে বলে ? সমানুপাত ও অনুপাতের অংক সৃজনশীল ( ১১.১ এবং ১১.২ )

অনুপাত সমানুপাতের ধারণা থাকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার প্রতিনিয়তই নির্মাণ সামগ্রী বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তৈরীতে , ভোগ্যপণ্য উৎপাদনে, জমিতে সার প্রয়োগে, কোনোও কিছুর আকার-আয়তন দৃষ্টিনন্দন করতে এবং দৈনিন্দিন কার্যক্রমের আরো অনেক ক্ষেত্রে অনুপাত সমানুপাতে ধারণা প্রয়োগ করা হয়

অনুপাত কাকে বলে

দশম শ্রেণির গণিত বইয়ের অধ্যায় ১১ : বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত অধ্যায় বীজণিতের অংশ । এছাড়াও যে কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় অনুপাত ও সমানুপাত থেকে অংক থাকে । বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত অধ্যায় বিশ্লেষণ করে অনুপাতের অংক সৃজনশীল প্রশ্ন এমন ভাবে তৈরি করা হয়েছে যেন অনুপাত ও সমানুপাতের সকল নিয়মগুলো এর মধ্যে অন্তর্ভূক্ত থাকে । 

আরো পড়তে পারেন

যাতে এ অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন আসলে শিক্ষার্থীরা সহজেই উত্তর প্রদান করতে সক্ষম হয় । এছাড়াও এ আর্টিকেলে অনুপাত কি?, সমানুপাত কি?, অনুপাতের প্রকার সমূহ এবং অনুপাত করার নিয়মগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । যাতে অনুপাত ও সমানুপাত অংত করতে গিয়ে শিক্ষার্থীরা এ সমন্ধে বিস্তারিত ধারনা লাভ করতে পারে ।

অনুপাত ( Ratio ) কাকে বলে ? বা অনুপাত কী ?

একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় । এ ভগ্নাংশকে রাশি দুইটির অনুপাত ( Ratio ) বলে ।

অনুপাতের প্রকার সমূহ

দুইটি রাশি p ও q এর অনুপাতকে p : q = `\frac p{q}` লেখা হয় । যেখানে p ও q দুইটি সমজাতীয় এবং একই এককে প্রকাশিত । এখানে  p কে পূর্ব রাশি ও q কে উত্তর রাশি বলে ।

সমতুল অনুপাত : যে অনুপাতের পূর্ব ও উত্তর রাশি কে শূন্য ( ০ ) ব্যাতীত যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না তাকে সমতুল অনুপাত বলে ।

সরল অনুপাত : যে অনুপাতে কেবল মাত্র দুটি রাশি থাকে তাকে সরল অনুপাত বলে । যেমন : ৩ : ৫

লঘু অনুপাত : যে অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট তাকে লঘু অনুপাত বলে । যেমন : ৩ : ৫

গুরু অনুপাত : যে অনুপাতের পূর্ব রাশি ুউত্তর রাশি থেকে বড় তাকে গুরু অনুপাত বলে । যেমন : ৫ : ৩

একক অনুপাত : যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে । যেমন : ৫ : ৫

ব্যস্ত অনুপাত : কোনো অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশি কে পূর্ব রাশি করা হলে নতুন যে অনুপাত তৈরি হয় তাকে ব্যস্ত অনুপাত বলে । যেমন : ৭ : ৮ এর ব্যস্ত অনুপাত ৮ : ৭

মিশ্র অনুপাত : একাধিক সরল অনুপাতের পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির গুণফল কে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে যেমন : : এবং : এর মিশ্র অনুপাত × : × = :

বহু রাশিক অনুপাত : তিন বা ততোধিক রাশির অনুপাতকে বহুরাশিক অনুপাত বলে । যেমন : ৮ : ৫ : ৩

ধারাবাহিক অনুপাত : দুটি ভিন্ন অনুপাতকে ধারাবাহিক ভাবে প্রকাশ করাকে ধারাবাহিক অনুপাত বলে যেমন : : = : এবং : = : এদের ধারাবাহিক অনুপাত প্রকাশ করলে হয় = × : × = : এবং × : × = :

∴ এদের ধারাবাহিক অনুপাত = ৩ : ৬ : ৮


আরো পড়তে পারেন

সমানুপাতিক কাকে বলে

যদি চারটি রাশি এরূপ হয় যে, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাতের সমান হয় তবে এ ধরনের রাশিকে সমানুপাত ( Proportion ) বলে । সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতী  বা সমানুপাতিক বলে ।

ত্রৈরাশিক কাকে বলে ?

সমানুপাতের তিনটি রাশি জানা থাকলে ৪র্থ রাশি নির্ণয় করা যায় । এই ৪র্থ রাশি নির্ণয় করার পদ্ধতিকে ত্রৈরাশিক বলে

ক্রমিক সমানুপাত

তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে । রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে । 

অনুপাতের সূত্র

ত্রৈরাশিক সূত্র : ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি

অনুপাতের একটি অংশের পরিমান = প্রদত্ত রাশি × ( ঐ অনুপাতের সংখ্যা ÷ অনুপাতের রাশি গুলোর যোগফল )

এছাড়াও অনুপাত বিভিন্ন প্রক্রিয়া অনুপাতের রূপান্তর করা

১. ব্যস্তকরণ যেমন : a : b = c : d এর ব্যস্তকরণ b : a = d : c

2. একান্তরকরণ যেমন : a : b = c : d এর একান্তরকরণ a : c = b : d

৩. যোজন যেমন : a : b = c : d এর যোজন `\frac{a+b}b=\frac{c+d}d`

৪. বিয়োজন যেমন : a : b = c : d এর বিয়োজন `\frac{a-b}b=\frac{c-d}d‌‌`

৫. যোজন - বিয়োজন যেমন : a : b = c : d এর যোজন - বিয়োজন `\frac{a+b}{a-b}=\frac{c+d}{c-d}`

আরো পড়তে পারেন

সূচক ও লগারিদম অংক সৃজনশীল এবং লগারিদমের সূত্র : ( ৪.১ - ৪.৩ )

অনুপাতের অংক

১. `\frac{\sqrt{1+x}+\sqrt{1-x}}{\sqrt{1+x}-\sqrt{1-x}}=p`

ক. `\frac{a^3+b^3}{a-b+c}=a(a+b)` হলে প্রমাণ কর যে, a, b, c ক্রমিক সমানুপাতি ।

খ. উদ্দীপকের আলোকে প্রমাণ কর যে , `p^2-\frac{2p}x+1=0`


. a, b, c ক্রমিক সমানুপাতি

ক. প্রমাণ কর যে, `\frac{abc(a+b+c)^3}{(ab+bc+ca)^3}=1`

খ. প্রমাণ কর যে, `\frac{a^2+b^2}{b^2+c^2}=\frac{(a+b)^2}{(b+c)^2}`

গ.  `\frac{a^2+b^2}{b^2+c^2}=\frac{(a+b)^2}{(b+c)^2}` হলে দেখাও যে, a, b, c ক্রমিক সমানুপাতি ।


. a, b, c, d ক্রমিক সমানুপাতি

ক. প্রমাণ কর যে, `\frac{a^3+b^3}{b^3+c^3}=\frac{b^3+c^3}{c^3+d^3}`

খ. দেখাও যে, `(a^2+b^2+c^2)(b^2+c^2+d^2)=(ab+bc+cd)^2`

গ. সামাধান কর : `\frac{1-ax}{1+ax}\sqrt{\frac{1+bx}{1-bx}}=1`

. `x=\frac{4ab}{a+b}`

ক. a, b, c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ কর যে, `\frac a{c}=\frac{a^2+b^2}{b^2+c^2}`

খ. দেখাও যে, `\frac{x+2a}{x-2a}+\frac{x+2b}{x-2b}=2`

গ. `\frac{x+2a}{x-2a}+\frac{x+2b}{x-2b}=2` হলে প্রমাণ কর যে, `a^{-1}+b^{-1}=2x^{-1}`


. `\frac{6}{y}=\frac1{p}+\frac1{q}`

ক. দেখাও যে, `y=\frac{6pq}{p+q}`

খ. প্রমাণ কর যে, `\frac{y+3p}{y-3p}+\frac{y+3q}{y-3q}=2`

গ. সমাধান কর : `\frac{a+x-\sqrt{a^2-x^2}}{a+x+\sqrt{a^2-x^2}}=\frac b{x}` যেখানে 2a>b>0


আরো পড়তে পারেন

. `x^3-3mx^2+3x-m=0`

ক. a, b, c, d ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ কর যে, `a-2b+c=\frac{(a-b)^2}a=\frac{(b-c)^2}c`

খ. প্রমাণ কর যে,

গ.  হলে প্রমাণ কর যে , `x^3-3mx^2+3x-m=0`



. `x=\frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}`

ক. সামাধান কর : `\frac{1-\sqrt{1-x}}{1+\sqrt{1-x}}=\frac1{3}`

খ. প্রমাণ কর যে, `3bx^2-4ax+3b=0`

গ. `3bx^2-4ax+3b=0` হলে দেখাও যে, `x=\frac{\sqrt{2a+3b}+\sqrt{2a-3b}}{\sqrt{2a+3b}-\sqrt{2a-3b}}`


. a=x+y+z, b=y+z-x, c=z+x-y, d=x+y-z

ক. দুইটি সংখ্যার অনুপাত 5 : 7 এবংএদের গ.সা.গু হলে, সংখ্যা দুইটির ল.সা.গু নির্ণয় কর।

খ. `\frac b{y+z}=\frac c{z+x}=\frac d{x+y}` হলে প্রমাণ কর যে, x=y=z

গ. ap=bq=cr=ds হলে দেখাও যে, `\frac 1{q}=\frac 1{r}=\frac 1{s}=\frac 1{p}`

. একটি জমির ক্ষেত্রফল 192 বর্গ মিটার জমিটির দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে  

ক. জমিটির দৈর্ঘ্য x এবং প্রস্থ y ধরে সমীকরণ নির্ণয় কর ।

খ. জমিটির পরিসীমা নির্ণয় কর ।

গ. জমিটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি হবে ?

আরো পড়তে পারেন

১০. (i) `p=\frac{4mn}{m+n}` (ii) `\frac6{a}=\frac1{x}+\frac1{y}`

ক. `\frac{p+1}{p-1}` এর মান নির্ণয় কর ।

খ.  (i)  হতে দেখাও যে, `\frac{p+2m}{p-2m}+\frac{p+2n}{p-2n}=2`

গ. (ii) ব্যবহার করে , `\frac{a+3x}{a-3x}+k=\frac{a+3y}{a-3y}` হলে k এর মান নির্ণয় কর ।


১১. একটি আয়তকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাক্রমে 3 : 4 এবং 2 : 3

ক. প্রদত্ত আয়তকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার ।

খ. অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় কর ।

গ. প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় কর ।

অফলাইনে অনুশীলন করার জন্য নিচ থেকে অনুপাতের অংক গুলোর ছবি ডাউনলোড করে নিতে পারো

অনুপাতের অংক
অনুপাতের অংক
অনুপাতের অংক
অনুপাতের অংক

অনুপাতের অংক

অনুপাতের অংক

অনুপাতের অংকরে
অনুপাতের অংক

অনুপাত কাকে বলে

অনুপাত কাকে বলে

অনুপাত কাকে বলে
অনুপাতের অংক

আশা করি সমানুপাত অনুপাতের অংক সৃজনশীল প্রশ্ন তোমাদের উপকারে আসবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও  এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে

আরো পড়তে পারেন

তাহলে কি আমাদের ঘুমের কোন প্রয়োজন নেই !

সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ pdf

ব্লগ পোস্টে Table Of Content যুক্ত করার পদ্ধতি

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন