খ্রিষ্টপূর্ব ৫৮০ সালের কাছাকাছি গ্রিসের মিলেটাস থেকে কয়েক মাইল দূরে সাময় নামক একটি ক্ষুদ্র দ্বীপে পিথাগোরাসের জন্ম । এই দ্বীপের তৎকালীন বসিন্দাদের পূর্বপুরুষগণ আনুমানিক খ্রিষ্টপূর্ব ১০০০ সালের দিকে সেখানে প্রথম বসতি স্থাপন করেন ।
বর্তমানে যে কোন গণিতের বইয়ে পিথাগোরাসের নাম দেখতে পাওয়া যায় । তাঁর শৈশব ও যৌবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায না । শুধু এইটুকু জানা যায় যে তিনি বিখ্যাত গণিতজ্ঞ থেলাসের কাছে অধ্যায়ন করেছিলেন । প্রায় পঞ্চাশ বছর বয়সে তিনি সাময় ত্যাগ করে ইটালির ক্রোটন শহরে গিয়ে বসবাস করা শুরু করেন ।
পিথাগোরাসের বড় বড় গবেষণার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো ১. সংখ্যার তত্ত্ব ও প্রকৃতি নির্ণয় । ২. যে কোনো দুটি দৈর্ঘ্যের একটি সুনির্দিষ্ট বিভাজক আছে কি না ? ৩. যে কোনো সমতলের উপর কোনো নির্দিষ্ট আকৃতির ক্ষেত্রে বারংবার স্থাপন করে ঐ তলটি একদম ভরে ফেলা যায় কি না ? ইত্যাদি ।
তবে সারা পৃথিবীর সকল শিক্ষার্থীদের নিকট পিথাগোরাস পরিচিত তার বিখ্যাত সমকোণী ত্রিভুজ সম্পর্কি পিথাগোরাসের উপপাদ্য - টির জন্য ।
পিথাগোরাসের উপপাদ্য |
পিথাগোরাসের উপপাদ্য
পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্যটিতে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান ।
আমাদের দেশের অষ্টম শ্রেনির গণিতের একটি অধ্যায় ( নবম অধ্যায় ) পিথাগোরাসের উপপাদ্য সংশ্লিষ্ট । শুধু তাই নয় এস এস সি শিক্ষার্থীদের জন্য ও পিথাগোরাসের উপপাদ্য যথেষ্ঠ গুরুত্বপূর্ণ ।
শুধু জ্যামিতি নয় বিজ্ঞানের অন্যান্য শাখায় ও পিথাগোরাসের উপপাদ্য - এর ব্যবহার লক্ষ্য করা যায় । বিভিন্ন ভাবে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করা যায় । তবে আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখানে কয়েকটি সহজ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করে দেখাবো ।
আরো পড়তে পারেন
পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ - দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে
এ পদ্ধতিতে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে
১. একটি সমকোণী ত্রিভুজের সমান করে একই সাথে আরেকটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে ।
২. ত্রিভুজ দুটিকে সর্বসম প্রমাণ করতে হবে । যার মাধ্যমে একটি অনুসিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে ।
৩. অঙ্কিত দুটি ত্রিভুজের সমষ্টিকে একটি ট্রাপিজিয়াম প্রমাণ করতে হবে ।
৩.অতপর ট্রাপিজিয়ামটি হতে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে হবে ।
বিশেষ নির্বচন :
অঙ্কন :
pdf koi
উত্তরমুছুন