অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি

অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি

কল্পনার তুলিতে যত রং আঁকা যায়, তত রঙেরই প্রজাপতি থাকা সম্ভব । প্রজাপতির মতো এতো সুন্দর পতঙ্গ পৃথিবীতে আর একটিও নেই । পতঙ্গ বিশেষজ্ঞদের মতে পৃথিবীতে ১৫ - ২০ হাজার প্রজাতির প্রজাপতি রয়েছে । বিজ্ঞানীদের ধারণা বাংলাদেশে ৫০০ - ৫৫০ প্রজাতির প্রজাপতি থাকতে পারে । তবে এর মধ্যে প্রায় ৪০০ প্রজাতির প্রজাপতি সনাক্ত করা গেছে ।


প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
প্রজাপতি লেপিডপটেরা ( Lepidoptera ) বর্গের প্রাণী । বাংলাদেশে যে প্রজাতি গুলো দেখা যায় সেগুলোর কয়েকটির নাম হলো :
প্রজাপতির ছবি
লাঠিয়াল

প্রজাপতির ছবি
উদয়াবল্লী

প্রজাপতির ছবি
সপ্তপদ্মরাগ

প্রজাপতির ছবি
Indian Monarch

প্রজাপতির ছবি
ঝালর

প্রজাপতির ছবি
সাত ডোরা

প্রজাপতির ছবি
চিতা বাঘ

প্রজাপতির ছবি
বনবেদে

প্রজাপতির ছবি
সেনাপতি

প্রজাপতির ছবি
     হলুদ ময়ূরী

প্রজাপতির ছবি
বনরঞ্জী

প্রজাপতির ছবি
হেমশূভ্র

প্রজাপতির ছবি
মেঘকুমারী

প্রজাপতির ছবি
কৃষ্ণ তরজ্ঞ

প্রজাপতির ছবি
ফিতে ফুলকি

প্রজাপতির ছবি
হলদে সান্ত্রী

প্রজাপতির ছবি
রাগ নকশী

প্রজাপতির ছবি
তিলাইয়া

প্রজাপতির ছবি
কৃষ্ণযুবা

প্রজাপতির ছবি
নীলকমল

প্রজাপতির ছবি
স্বর্ণবিহন

প্রজাপতির ছবি
রূপসী

প্রজাপতির ছবি
মোহনা



প্রজাপতির ছবি
হলুদ

প্রজাপতির ছবি
হারলে কুইন

প্রজাপতির ছবি
কৃষ্ণ মনি

প্রজাপতির ছবি
সাজুন্তি

প্রজাপতির ছবি
মনিমালা

প্রজাপতির ছবি
ছায়াকরণ
‌হাতির যেমন শুঁড় রয়েছে তেমনি প্রজাপতিরও শুঁড় রয়েছে । এরা এই শুঁড় দিয়ে ফুলের ভিতর থেকে মধু শোষণ করে । পৃথিবীর সবচেয়ে বড় প্রজাপতির নাম রানি আলেকজান্ডার বিহন । এবং সবচেয়ে ছোটটির নাম পশ্চিমা বামন নীল ।
প্রজাপতির ছবি
রানি আলেকজান্ডার বিহন

প্রজাপতির ছবি
পশ্চিমা বামন নীল
পৃথিবীর প্রায় সকল দেশে প্রজাপতি নিয়ে কিছু মিথ রয়েছে । যেমন : বাংলাদেশে কোনো প্রাপ্ত বয়স্ক অবিবাহিত লোকের দেহে প্রজাপতি বসলে তার বিয়ের ফুল ফুটল বলে ধরে নেওয়া হয় ।
প্রজাপতির ছবি
প্রজাপতি নিয়ে মজার মিথ
গ্রিকরা বিশ্বাস করেন মথ থেকে প্রজাপতি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের আত্মার জন্ম হয় । 
প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
জাপানিরা মনে করে যার ঘরে প্রজাপতি প্রবেশ করে সবচেয়ে পছন্দের ব্যাক্তিটি তাকে দেখতে আসে ।
প্রজাপতির ছবি
প্রজাপতি
দুটি প্রজাপতি এক সঙ্গে উড়াকে চিনার ভালোবাসার প্রতীক বলে মনে করে ।
প্রজাপতির ছবি
ভালোবাসার প্রতীক
ফিলেপাইনে মনে করা হয় কোনো ঘরে যদি কালো প্রজাপতি প্রবেশ করে বা এর জন্ম হয় , তবে ঐ পরিবারের কেউ মারা গেছে বা শিঘ্রই মারা যাবে ।
প্রজাপতির ছবি
কালো প্রজাপতি
প্রাচীন ইউরোপীয়রা মনে করত মানুষের আত্মা নেওয়া হয় প্রজাপতির রূপে । তাই তারা প্রজাপতিকে খুবই শ্রদ্ধা করতো ।
প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
আইরিশরা মনে করে মৃত ব্যাক্তি স্বর্গে প্রবেশ করার আগ পর্যন্ত প্রজাপতি হয়ে থাকে ।
প্রজাপতির ছবি
কারো কাছে প্রজাপতি স্বর্গীয় রূপ
মেক্সিকোর কোনো কোনো আদিবাসী প্রজাপতিকে উর্বরতার প্রতীক মনে করে ।
প্রজাপতির ছবি
প্রজাপতি উর্বরতার প্রতীক
মায়া আদিবাসীরা মনে করে মৃত যোদ্ধাদের আত্মা প্রজাপতি হয়ে পৃথিবীতে ঘুরে বেড়ায় ।
প্রজাপতির ছবি
কারো কাছে প্রজাপতি মৃতের আত্মা
আসামের নাগাস অঞ্চলের লোক বিশ্বাস এই যে আত্মা পৃথিবীতে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, যার সর্বশেষ রূপ হলো প্রজাপতি ।
প্রজাপতির ছবি
প্রজাপতি ও ফুল
প্রজাপতির জীবন চক্র চার ভাগে বিভক্ত । ১. ডিম ২. শূককীট ৩. মুককীট ৪. পূর্ণাঙ্গ প্রজাপতি।
প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
স্ত্রী প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে । কয়েক দিন পর ডিম ফুটে শূককীট বের হয় । শূককীট দেখতে পোকার মতো ও এদর চোখ প্রজাপতির মতো যৌগিক নয় বরং সরল । গাছের পাতা খেয়ে ও কয়েক বার খোলস পাল্টিয়ে শূককীট বড় হয়ে মুককীটে পরিণত হয় ।
প্রজাপতির ছবি
প্রজাপতির রূপান্তর
মুককীট কয়েক কয়েক মাস সুপ্ত অবস্থায় থেকে প্রজাপতিতে রূপান্তর হয় ।
প্রজাপতির ছবি
একটি প্রজাপতি হয়ে উঠতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ।
বেশির ভাগ প্রজাপতি দু সপ্তাহের বেশি বাঁচে না । তবে কোনো কোনো প্রজাপতি বছর খানেক বেঁচে থাকে ।
প্রজাপতির ছবি
প্রজাপতির আয়ু খুবই কম

প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
পূর্ণবয়স্ক প্রজাপতির মাথায় এক জোড়া যৌগিক চোখ বা পুঞ্জাক্ষি থাকে । যা দিয়ে এরা চারদিক দেখতে পায় । প্রজাপতি পুঞ্জাক্ষির সাহায্যে ভিন্ন ভিন্ন রং ও বস্তু সনাক্ত করতে পারে ।
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর পতঙ্গ প্রজাপতি
প্রজাপতির দেহ তিনটি ভাগে বিভক্ত । সেগুলো হলো মাথা, বুক ও পেট । পেট লম্বা বেলনাকার যা দশটি ভাগে বিভক্ত । 
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর প্রজাপতি
সাধারণত প্রজাপতির দেহ এবং ডানার উপর ও নিচের দিকের রং এবং কারুকাজে পার্থক্য থাকে । মাথার দু পাশে একটি করে অ্যান্টেনা থাকে । 
প্রজাপতির ছবি
প্রজাপতি ভালোবাসার প্রতীক
প্রজাপতির চোখ বাদে পুরো দেহ ছোটো ছোটো লোম ও চ্যাপটা আঁশ দিয়ে ঢাকা থাকে । এদের চারটি ডানা  ও পা তিন জোড়া ।
প্রজাপতির ছবি
প্রজাপতি প্রকৃতির সৌন্দর্য
প্রজাপতি ফুলের পরাগায়নে সাহায্য করে । এদের পঞ্চ ইন্দ্রিয় বেশ উন্নত । ঠান্ডা মৌসুমে প্রজাপতিরা উড়তে পারে না । এদের স্বাভাবিক চলাচলের জন্য পরিবেশের তাপমাত্রা ২৮° - ২৯° থাকা উচিত ।
প্রজাপতির ছবি
প্রজাপতি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী
পরিবেশের তাপমাত্রা যদি ১৩
° এর কম হয় তাহলে এর নড়াচড়া করতে পারে না । এমন কি নিজেদের জন্য খাদ্য ও সংগ্রহ করতে পারে না ।
প্রজাপতির ছবি
প্রকৃতি থেকে প্রজাপতি বিলুপ্ত হয়ে যাচ্ছে
বিশ্বের বিভিন্ন দেশে প্রজাপতি পার্ক রয়েছে । আমাদের দেশে এখন পর্যন্ত প্রজাপতির পার্ক তিনটি । ১. চট্টগ্রামের পতেঙ্গায় ২. গাজিপুরের ভাওয়াল জাতীয় উদ্যান  ৩. গাজিপুরের বাঘের বাজারে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভিতর ।
প্রজাপতির ছবি
বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে প্রজাপতি পার্ক
চলুন এখন বাহারি রূপের কিছু প্রজাপতি দেখে আসি
প্রজাপতির ছবি
ফুল, পাখি, প্রজাপতি প্রকৃতির সুন্দর সৃষ্টি

প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
অসাধারণ সুন্দর কিছু প্রজাপতির ছবি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
শিল্পীর তুলিতে আঁকা প্রজাপতি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
শিল্পীর তুলিতে আঁকা প্রজাপতি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
শিল্পীর তুলিতে আঁকা প্রজাপতি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল পাখি প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি

রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি
রং বেরঙের প্রজাপতি
প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি


প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি

প্রজাপতির ছবি


বৈশ্বিক উষ্ণায়ণ ও কৃষি কাজে ব্যবহৃত কীটনাশকের কারণে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি হারিয়ে যাচ্ছে । তাই এটিকে রক্ষা করতে এখনি আমাদের কে সচেতন হতে হবে ।
এখানে ব্যবহৃত প্রজাপতির ছবি গুলো pixabay , unsplash, pexels থেকে সংগৃহিত করা হয়েছে । আশা করি ভালো লেগেছে ।
জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন