জ্ঞন - বিজ্ঞনের ব্যপক প্রসার ও দ্রুত উন্নয়নে তথ্য ও উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রেখে চলেছে । তথ্য ও উপাত্তের ওপর ভিত্তি করে পরিচালিত হয় গবেষণা এবং অব্যাহত গবেষণার ফল হচ্ছে বিজ্ঞানের অভাবনীয় উন্নয়ন । তথ্য ও উপাত্ত উপস্থাপনে ব্যাপকতা লাভ করেছে সংখ্যার ব্যবহার । তাই পরিসংখ্যানের মৌলিক ধারণা থাকা প্রত্যেক শিক্ষার্থীর জন্য অপরিহার্য ।
অষ্টম শ্রেণির পরিসংখ্যান |
অষ্টম শ্রেণির যে কোনো পরীক্ষার জন্য অষ্টম শ্রেণির পরিসংখ্যান অধ্যায় ১১ : তথ্য ও উপাত্ত অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় । অষ্টম শ্রেণির গণিত পরীক্ষায় অষ্টম শ্রেণির পরিসংখ্যান থেকে দুটি সৃজনশীল প্রশ্ন আসে যার মধ্য থেকে একটিটি প্রশ্নের উত্তর করা বাধ্যতামূলক । আজকের আর্টিকেলে আমরা ধারাবাহিক ভাবে অষ্টম শ্রেণির পরিসংখ্যান সমন্ধে বিস্তারিত বর্ণনা করেছি ।
যাতে করে পরীক্ষার্থীরা অষ্টম শ্রেণির পরিসংখ্যান অধ্যায় থেকে যে কোনো প্রশ্নের উত্তর করতে সক্ষম হয় । এছাড়াও অষ্টম শ্রেণির পরিসংখ্যান - এর ১০০% কমন উপযোগী মাত্র তিনটি নমুনা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো চর্চার মাধ্যমে পরীক্ষার্থীরা অষ্টম শ্রেণির পরিসংখ্যান অধ্যায় থেকে কীভাবে সৃজনশীল প্রশ্ন আসবে সে সমন্ধে ধারণা লাভ করতে পারবে ।
তথ্য ও উপাত্ত কাকে বলে
সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান । আর পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যেসকল সংখ্যা দ্বারা প্রকাশ ও উপস্থাপন করা হয়, তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত । অন্যদিকে তথ্যকে প্রক্রিয়া করণ করে যে অর্থবহ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে ।
উপাত্ত দুই প্রকার । ১. বিন্যস্ত উপাত্ত ২. অবিন্যস্ত উপাত্ত
বিন্যস্ত উপাত্ত : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
অবিন্যস্ত উপাত্ত : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে।
অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করার পদ্ধতি :
অবিন্যস্ত উপাত্তকে তিনটি পদ্ধতিতে বিন্যস্ত করা যায় । ১. উর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ২. অধঃক্রম অনুসারে সাজিয়ে ৩. গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করে ।
আরো পড়তে পারো
গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করার পদ্ধতি
উপাত্তের গণসংখ্যা সারণি তৈরি করার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় ।
১. পরিসর নির্ণয় ২. শ্রেনি ব্যাপ্তই ব্যবহার করে শ্রেণি সংখ্যা নির্ণয় ৩. ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় ।
যেমন : ৮ম শ্রেণির ২০ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো :
৪৫, ৪২, ৫৬, ৬১, ৫৮, ৫৩, ৪৮, ৫২, ৫১, ৪৯, ৫২, ৫৭, ৬৪, ৪৯, ৫৬, ৪৮, ৬৭, ৬৩, ৫৯, ৫৪
প্রদত্ত উপাত্তের সর্বোচ্চ সংখ্যা = ৬৭
সর্বনিম্ন সংখ্যা = ৪২
আমরা জানি,
পরিসর = ( সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা )+১
= ( ৬৭ - ৪২ ) + ১
= ২৬
আমরা জানি,
শ্রেণি সংখ্যা = পরিসর ÷ শ্রেণি ব্যাপ্তি
∴ শ্রেণি ব্যাপ্তি ৫ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণিসংখ্যা = ২৬ ÷ ৫
= ৫.২ বা ৬ টি
∴ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণি :
শ্রেণি ব্যাপ্তি | ট্যালি | গণসংখ্যা |
---|---|---|
৪২ - ৪৬ | ।। | ২ |
৪৭ - ৫১ | ।।।।। | ৫ |
৫২ - ৫৬ | ।।।।।। | ৬ |
৫৭ - ৬১ | ।।।। | ৪ |
৬২ - ৬৬ | ।। | ২ |
৬৭ - ৭১ | । | ১ |
মোট | ২০ |
কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে
গড় কাকে বলে
গড় তিন প্রকারে নির্ণয় করা যায় । যথা : ১. সরাসির গড় ২. গাণিতিক গড় ৩. সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়
সরাসরি গড় নির্ণয়ের পদ্ধতি
সরাসির রাশির গুলোকে যোগ করে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাই সরাসরি গড় । যেমন : ২, ৩, ৪, এর সরাসরি গড় = (২+৩+৪ ) ÷ ৩ = ৩
গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি
উপাত্ত সমূহ যদি অবিন্যস্ত দেওয়া থাকে তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে হলে উপাত্ত সমূহকে প্রথমে বিন্যস্ত করতে হবে । আমরা নিচে বিন্যস্ত উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করে দেখালাম ।
শ্রেণি | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 |
---|---|---|---|---|
গণসংখ্যা | 4 | 16 | 20 | 25 |
শ্রেণি ব্যাপ্তি | মধ্যমান xi | গণসংখ্যা fi | fixi |
---|---|---|---|
11 - 20 | 15.5 | 4 | 62 |
21 - 30 | 25.5 | 16 | 408 |
31 - 40 | 35.5 | 20 | 710 |
41 - 50 | 45.5 | 25 | 1137.5 |
মোট | 65 | 2317.5 |
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের পদ্ধতি
মধ্যক কাকে বলে
মধ্যক নির্ণয়ের পদ্ধতি
অবিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের পদ্ধতি
বিন্যস্ত উপাত্তের মধ্যক নির্ণয়ের পদ্ধতি
প্রচুরক কাকে বলে
প্রচুরক নির্ণয়ের পদ্ধতি
অবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের পদ্ধতি
বিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয়ের পদ্ধতি
আয়তলেখ কাকে বলে
আয়তলেখ অঙ্কনের পদ্ধতি
শ্রেণি | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 |
---|---|---|---|---|
গণসংখ্যা | 4 | 16 | 20 | 25 |
শ্রেণি ব্যাপ্তি | অবিচ্ছিন্ন শ্রেণি ব্যাপ্তি | গণসংখ্যা |
---|---|---|
11 - 20 | 10.5 - 20.5 | 4 |
21 - 30 | 20.5 - 30.5 | 16 |
31 - 40 | 30.5 - 40.5 | 20 |
41 - 50 | 40.5 - 50.5 | 25 |
পাইচিত্র কাকে বলে
পাইচিত্র অঙ্কের পদ্ধতি
দুর্ঘটনা | বাস | ট্রাক | গাড়ি | নৌযান | মোট |
---|---|---|---|---|---|
মৃতের সংখ্যা | ৪৫০ | ৩৫০ | ২৫০ | ১৫০ | ১২০০ |
অষ্টম শ্রেণির পরিসংখ্যান সৃজনশীল প্রশ্ন
টাকা | ৪১ - ৫০ | ৫১ - ৬০ | ৬১ - ৭০ | ৭১ - ৮০ | ৮১ - ৯০ | ৯১ - ১০০ |
---|---|---|---|---|---|---|
গণসংখ্যা | ৬ | ৮ | ১৩ | ১০ | ৮ | ৫ |
সাকিব | তামিম | মিরাজ | মাহমুদুল্লাহ | মুশফিক | লিটন |
---|---|---|---|---|---|
২৫ | ৩০ | ৪৫ | ৪৬ | ৩২ | ৩৫ |