৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান

৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল গুলো এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে ৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কি সমস্যাবলি অধ্যায়ের সকল নিয়ম অন্তুর্ভূক্ত রয়েছে । যার কারণে ৫ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন অধ্যায় ৩ প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে একজন পরীক্ষার্থী ৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় : চার প্রক্রিয়া সম্পর্কি সমস্যাবলি থেকে পরীক্ষায় আসা যে কোনো প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে ।
এছাড়াও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল PDF দেওয়া হয়েছে । যেন তারা ডাউনলোড করে অফলাইনে পরিপূর্ণ ভাবে অনুশীলন করতে পারে।

৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল
৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল

৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল

১. মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৯০ বছর । মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ । 

 ক. মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কতগুণ ? 

 খ. কন্যার বয়স কত ? 

 গ. মাতার বয়স কত ? 

 ঘ. ১০ বছর পর মা ও কন্যার মোট বয়স কত হবে ?

সমাধান :

ক. মনে করি,

কন্যার বয়স = ১ গুণ

∴ মাতার বয়স = ৪ গুণ

∴ মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের = (১+৪) গুণ 

= ৫ গুণ ( উঃ)

. "" হতে পাই,

মাতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের = ৫ গুণ

∴  কন্যার বয়স = ( ৯০ ÷ ৫ ) বছর

                       = ১৮ বছর ( উঃ)

. "" হতে পাই,

কন্যার বয়স = ১৮ বছর

∴ মাতার বয়স = (১৮×৪) বছর

                        = ৭২ বছর ( উঃ)

. "" হতে পাই,

কন্যার বয়স = ১৮ বছর

"গ" হতে পাই,

মাতার বয়স = ৭২ বছর

১০ বছর পর কন্যার বয়স = ( ১৮+১০ ) বছর

                                      = ২৮ বছর

১০ বছর পর মাতার বয়স = ( ৭২ + ১০ ) বছর

                                      = ৮২ বছর

∴ ১০ বছর পর মাতা ও কন্যার মোট বয়স = ( ২৮+৮২) বছর

                                                                     = ১১০ বছর ( উঃ)

২. হাসিবের বয়স জিয়ানের বয়সের তিন গুণ । হাসিবের বয়স ১৭ বছর । 

 ক. ভাজক ১৫ ও ভাগফল ২৭ হলে ভাজ্য কত ? 

 খ. হাসিবের বয়স ও জিয়ানের বয়সের পার্থক্য কত ? 

 গ. ১৩ বছর পর দুজনের মোট বয়স কত হবে ?

সমাধান :

ক. দেওয়া আছে,

ভাজক = ১৫

ভাগফল = ২৭

আমরা জানি,

ভাজ্য = (ভাজক × ভাগফল)+ ভাগশেষ

         = ১৫×২৭

         = ৪০৫ (উঃ)

. দেওয়া আছে,

জিয়ানের বয়স = ১৭ বছর

হাসিবের বয়স জিয়ানের বয়সের তিন গুণ

∴ হাসিবের বয়স = ১৭×৩

                           = ৫১ বছর

∴ হাসিবের বয়স ও জিয়ানের বয়সের পার্থক্য = ( ৫১-১৭ ) বছর 

                                                                   = ৩৪ বছর

. “” হতে পাই,

বর্তমানে হাসিবের বয়স = ৫১ বছর

∴ ১৩  বছর পর হাসিবের বয়স = (৫১ +১৩)

                                               = ৬৪ বছর

বর্তমানে জিয়ানের বয়স = ১৭ বছর

∴ ১৩  বছর পর জিয়ানের বয়স = ( ১৭+১৩ ) বছর

                                               = ৩০ বছর

∴ ১৩ বছর পর দুজনের মোট বয়স = ( ৬৪+৩০) বছর

                                                 = ৯৪ বছর

৩. নাসিরের রান কায়েসের রানের ৫গুণ । দুজনের রানের সমষ্টি ১২০ বছর । 

 ক. কায়েসের রান কত ? 

 খ. নাসিরের রান কত ? 

 গ. দুই জনের রানের পার্থক্য কত ?

সমাধান :

ক. মনে করি,

কায়সের রান = ১ গুণ

∴ নাসিরের রান = ৫গুণ

নাসিরের ও কায়েসের মোট রান = ( ১+৫ ) গুণ

                                               = ৬ গুণ

 কায়েসের রান = ( ১২০ ÷ )

                             = ২০ রান ( উঃ)

. "" হতে পাই,

কায়েসের রান = ২০

∴ নাসিরের রান = ( ২০×৫ )

                        = ১০০ রান ( উঃ)

. "" হতে পাই,

কায়েসের রান = ২০

"খ" হতে পাই,

নাসিরের রান = ১০০ রান 

দুই জনের রানের পার্থক্য = ( ১০০ - ২০ ) রান

                                        = ৮০ রান ( উঃ)

৪. ১২টি প্লেট এবং ২০টি কাপের মূল্য ৩৯২০ টাকা । একটি কাপের মূল্য ১৪৫ টাকা। 

 ক. ২০ টি কাপের মূল্য কত ? 

 খ. ১টি প্লেটের মূল্য কত ? 

 গ. ৫ টি প্লেট এবং ৭ টি কাপের মোট মূল্য কত ?

সমাধান :

ক. ১ টি কাপের মূল্য = ১৪৫ টাকা

     ২০ টি কাপের মূল্য = (১৪৫×২০) টাকা

                                    = ২৯০০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

২০ টি কাপের মূল্য = ২৯০০ টাকা

∴  ১২ টি প্লেটের মূল্য = (৩৯২০-২৯০০) টাকা

                                    = ১০২০ টাকা

১২ টি প্লেটের মূল্য = ১০২০ টাকা

∴ ১ টি প্লেটের মূল্য = (১০২০÷১২) টাকা

                                = ৮৫ টাকা ( উঃ)

. "" হতে পাই,

১ টি প্লেটের মূল্য = ৮৫ টাকা

∴ ৫ টি প্লেটের মূল্য = (৮৫×৫) টাকা

                                 = ৪২৫ টাকা

আবার, ১ টি কাপের মূল্য = ১৪৫ টাকা

             ∴ ৭ টি কাপের মূল্য = (১৪৫×৭) টাকা

                                    = ১০১৫ টাকা

∴ ৫ টি প্লেট ও ৭ টি কাপের মোট মূল্য = (৪২৫+১০১৫) টাকা

                                                               = ১৪৪০ টাকা ( উঃ)

আরো পড়তে পারেন

৫. ২ টি গরু এবং ৩ টি ছাগলের মোট মূল্য ৪৫০৮০ টাকা । একটি ছাগলের মূল্য ৪৫৬০ টাকা 

 ক. ৩ টি ছাগলের মূল্য কত ? 

 খ. ১ টি গরুর মূল্য কত ? 

 গ. প্রতটি গরুর মূল্য ১৩০০ টাকা বেশি হলে ৮,৫০,০০০ টাকায় কতটি গরু পাওয়া যাবে ?

সমাধান :

ক. ১ টি ছাগলের মূল্য = ৪৫৬০ টাকা

∴ ৩ টি ছাগলের মূল্য = (৪৫৬০×৩) টাকা

                                    = ১৩,৬৮০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

৩ টি ছাগলের মূল্য = ১৩,৬৮০ টাকা

∴ ২ টি গরুর মূল্য = (৪৫,০৮০-১৩,৬৮০) টাকা

                              = ৩১,৪০০ টাকা

২ টি গরুর মূল্য = ৩১,৪০০ টাকা

∴  ১ টি গরুর মূল্য = (৩১৪০০÷২) টাকা

                             = ১৫,৭০০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

১ টি গরুর মূল্য = ১৫,৭০০ টাকা

১৩০০ টাকা বৃদ্ধি পাওয়ার কারণে ১ টি গরুর মূল্য = (১৫,৭০০+১৩০০) টাকা

                                                                               = ১৭,০০০ টাকা

১৭,০০০ টাকায় পাওয়া যায়  = টি গরু

∴ ৮,৫০,০০০ টাকায় পাওয়া যায় = ( ৮,৫০,০০০÷১৭,০০০) টাকা

                                                     = ৫০ টি গরু । ( উঃ)

৬. প্রতি কেজি গরুর গোস্তের দাম ৪৮০ টাকা এবং প্রতি কেজি খাসির গোস্তের দাম ৫৬০ টাকা । জিয়ান ৩ কেজি গরুর গোস্ত ও ২ কেজি খাসির গোস্ত ক্রয় করে বিক্রেতাকে ৩০০০ টাকা দিলেন । 

 ক. ৩ কেজি গরুর গোস্তের দাম কত ? 

 খ. ২ কেজি খাসির গোস্তের দাম কত ? 

 গ.ফাহিদ মোট কত টাকার গোস্ত ক্রয় করে ? 

 ঘ. বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে ?

সমাধান :

ক. ১  কেজি গরুর গোস্তের দাম = ৪৮০ টাকা

∴ ৩ কেজি গরুর গোস্তের দাম = (৪৮০×৩) টাকা

                                                      = ১৪৪০ টাকা ( উঃ)

.  কেজি খাসির গোস্তের দাম = ৫৬০ টাকা

∴ ২ কেজি খাসির গোস্তের দাম = (৫৬০×২) টাকা

                                                        = ১১২০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

৩ কেজি গরুর গোস্তের দাম = ১৪৪০ টাকা

"খ" হতে পাই,

২ কেজি খাসির গোস্তের দাম = ১১২০ টাকা

∴  ৩ কেজি গরুর গোস্ত ও ২ কেজি খাসির গোস্তের মোট দাম = (১৪৪০+১১২০) টাকা

                                                                                      = ২৫৬০ টাকা

∴ জিয়ান মোট ২৫৬০ টাকার গোস্ত ক্রয় করে । ( উঃ)

. "" হতে পাই,

 জিয়ান মোট ২৫৬০ টাকার গোস্ত ক্রয় করে ।

∴ বিক্রেতা তাকে ফেরত দিবে = (৩০০০-২৫৬০) টাকা

                                                       = ৪৪০ টাকা ( উঃ)

৫ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন অধ্যায় ৩

৭. মাহবুব বাজার থেকে ৪০ কেজি চাল , ২৬৫ টাকার সয়াবিন তেল এবং ৫৮৮ টাকার মাছ কিনলেন । ১ কেজি চালের মূল্য ৩৮ টাকা । 

 ক. তিনি মোট কত টাকার চাল কিনলেন ? 

 খ. তিনি মোট কত টাকার বাজার করলেন ? 

 গ. তিনি দোকানদারকে ৩০০০ টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? 

 ঘ. ৬৪৬ টাকায় কত কেজি চাল পাওয়া যাবে ?

সমাধান :

ক. ১ কেজি চালের মূল্য = ৩৮ টাকা ।

∴  ৪০ কেজি চালের মূল্য = (৪০×৩৮) টাকা

                                             = ১৫২০ টাকা ( উঃ)

খ. তিনি মোট বাজার করলেন = (১৫২০+২৬৫+৫৮৮) টাকা

                                                    = ২৩৭৩ টাকা ( উঃ)

. "" হতে পাই,

তিনি মোট বাজার করলেন = ২৩৭৩ টাকা

∴ দোকানদার তাকে ফেরত দিবে = (৩০০০-২৩৭৩) টাকা

                                                           = ৬২৭ টাকা ( উঃ)

. ৩৮ টাকায় পাওয়া যায় = কেজি চাল

∴ ৬৮০ টাকায় পাওয়া যায় = (৬৪৬÷৩৮) কেজি চাল

                                               = ১৭ কেজি চাল ( উঃ) 

৮. ফাহিদ সাহেবের মাসিক বেতন ৯৮৭০ টাকা । প্রতি মাস তিনি ৩৮০০ টাকা বাসা ভাড়া এবং ৫৬৫০ টাকা পরিবারের প্রয়োজনে খরচ করেন । অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন । 

 ক. তিনি মোট কত টাকা খরচ করেন ? 

 খ. ১ মাসে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ? 

 গ. ১ বছরে তিনি ব্যাংকে কত টাকা জমা রাখেন ?

সমাধান :

ক. তিনি মোট খরচ করেন = (৩৮০০+৫৬৫০) টাকা

                                                = ৯৪৫০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

তিনি মোট খরচ করেন = ৯৪৫০ টাকা

∴ ১ মাসে তিনি ব্যাংকে জমা রাখেন = ( ৯৮৭০-৯৪৫০) টাকা

                                                                = ৪২০ টাকা ( উঃ)

. "" হতে পাই,

১ মাসে তিনি ব্যাংকে জমা রাখেন = ৪২০ টাকা

আমরা জানি,

১ বছর = ১২ মাস

১ মাসে ব্যাংকে জমা রাখেন = ৪২০ টাকা

১২ মাসে তিনি ব্যাংকে জমা রাখেন = (৪২০×১২) টাকা

                                                                = ৫০৪০ টাকা ( উঃ)

৯. একটি পানির ট্যাংকে প্রতি মিনিটে ৫ লিটার পানি আসে এবং ২ লিটার পানি খরচ হয় । পানির ট্যাংকটিতে ৬০০ লিটার পানি ধরে । 

 ক. ( ৬+ক )×৩=৩০ হলে "ক" এর মান কত ? 

 খ. ১০ মিনিটে পানির ট্যাংকটিতে কত লিটার পানি থাকবে ? 

 গ. পানির ট্যাংকটি পূর্ণ হতে কত সময় লাগবে ?

সমাধান :

ক. ( ৬+ক )×৩=৩০

বা, ৬+ক=৩০÷৩

বা, ৬+ক=১০

বা, ক=১০-৬

বা, ক=৪          (উঃ)

.  মিনিটে পানি আসে = লিটার

     ১ মিনিটে খরচ হয় = ২ লিটার

∴ ১ মিনিটে জমা হয় = (৫-২) লিটার

                            = ৩ লিটার

∴ ১০ মিনিটে জমা হয় = (৩×১০) লিটার

                                  = ৩০ লিটার

. “” হতে পাই,

৩ লিটার পানি জমা হয় = ১ মিনিটে

৬০০ লিটার পানি জমা হয় =  (৬০০÷৩)

                                       = ২০০ মিনিটে

                                         বা, ৩ ঘন্টা ২০ মিনিট     (উঃ)

১০. মিনা এবং রিনার ৭৫৩২ টাকা আছে । রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। 

 ক. মিনার কত টাকা আছে ? 

 খ. রিনার মা রিনাকে আরো ২৫০ টাকা দিলেন, এখন রিনার কত টাকা হলো ? 

 গ. দুজনের টাকা ১৬ জনকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতক টাকা করে পাবে?

সমাধান :

ক. মনে করি,

রিনার আছে = “ক” টাকা

∴ মিনার আছে = ক +৫৬০ টাকা

প্রশ্নমতে,

রিনার টাকা + মিনার টাকা = ৭৫৩২ টাকা

বা, ক+ক+৫৬০ = ৭৫৩২ টাকা

বা, ২ক = ৭৫৩২-৫৬০ টাকা

বা, ২ক = ৬৯৭২ টাকা

বা, ক = ৬৯৭২÷২ টাকা

বা, ক = ৩৪৮৬ টাকা

∴ রিনার আছে = ৩৪৮৬ টাকা

∴ মিনার আছে = ৩৪৮৬ +৫৬০ টাকা

                      = ৪০৪৬ টাকা

. “” হতে পাই,

রিনার আছে = ৩৪৮৬ টাকা

রিনার মা রিনাকে টাকা দেওয়া রিনার হলো = (৩৪৮৬+২৫০) টাকা

                                                               = ৩৭৩৬ টাকা

. ১৬ জনকে দেওয়া হলো৭৫৩২ টাকা

১ জন পেল = (৭৫৩২÷১৬) টাকা

                                    = ৪৭০.৭৫ টাকা ( উঃ)

১১. ভাজক ৭৮, ভাগফল ২৫, এবং ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ । 

 ক. ভাগশেষ কত ? 

 খ. ভাজ্য কত ? 

 গ. ভাজ্য ৮৯০৩, ভাজক ৮৭ এবং ভাগশেষ ২৯ । ভাগফল কত?

সমাধান :

ক. দেওয়া আছে,

ভাজক = ৭৮

ভাগশেষ হলো ভাজকের এক তৃতীয়াংশ

∴ ভাগশেষ = ৭৮×

                 = ২৬

. আমরা জানি,

ভাজ্য = (ভাজক × ভাগফল)+ ভাগশেষ

∴ ভাজ্য = ( ৭৮×২৫ ) + ২৬

            = ১৯৫০+২৬

            = ১৯৭৬ ( উঃ)

. আমরা জানি,

ভাগফল = (ভাজ্য- ভাগশেষ) ÷ ভাজক

              = (৮৯০৩-২৯)÷৮৭

               = ৮৮৭৪÷৮৭

                = ১০২

১২. ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য ৯৬০ টাকা । 

 ক. ১ কেজি পোলাওয়ের চালের মূল্য কত ? 

 খ. ৪৮০০ টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যাবে ? 

 গ. ১২ কেজি চাল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে?

সমাধান :

ক. ৮ কেজি পোলাওয়ের চালের মূল্য = ৯৬০ টাকা

 ∴ ১ কেজি পোলাওয়ের চালের মূল্য = (৯৬০÷৮) টাকা

                                                    = ১২০ টাকা

. “” হতে পাই,

১২০ টাকায় পাওয়া যায় = ১ কেজি চাল

∴ ৪৮০০ টাকায় পাওয়া যায় = (৪৮০০÷১২০) কেজি

                                           = ৪০ কেজি

. “” হতে পাই,

১ কেজি পোলাওয়ের চালের মূল্য = ১২০ টাকা

∴ ১২ কেজি চালের মূল্য = (১২০×১২) টাকা

                                     = ১৪৪০ টাকা

∴  দোকানদার ফেরত দিবে = (১৫০০-১৪৪০) টাকা

                                         = ৬০ টাকা

আরো পড়তে পারেন

৫ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন অধ্যায় ৫ সমাধানসহ

অফলাইনে অনুশীলনের জন্য নিচ থেকে ৫ম শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন অধ্যায় ৩ PDF ডাউনলোড করে নিতে পারো

আশা করি ৫ম শ্রেণির গণিত ৩য় অধ্যায় সৃজনশীল নামক আজকের আর্টকেলটি  তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও । এছাড়াও আরো কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের প্রশ্ন করতে পারো । আমার চেষ্টা করো শিঘ্রই তোমাদের প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন