ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২য় অধ্যায়

ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন 

আজকের ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন নামক আর্টিকেলে ষষ্ঠ শ্রেণির গণিত বইয়ের ২য় অধ্যায় সম্পূর্ণ বিশ্লেষণ করে সৃজনশীল প্রশ্নগুলো প্রণয়ন করা হয়েছে । ষষ্ঠ শ্রেণির গণিত ২.১ অনুপাত, ২.২ শতকরা ২.৩ ঐকিক নিয়ম ।

 ষষ্ঠ শ্রেণির গণিত ২.১ অনুপাত অধ্যায় শেষে শিক্ষার্থীরা

  • অনুপাত কী তা ব্যাখ্যা করতে পারবে ।
  • সরল অনুপাত সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে ।
  • অনুপাতকে শতকরায় ও শতকরাকে অনুপাতে প্রকাশ করতে পারবে ।
ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২০২১
ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন 

ষষ্ঠ শ্রেণির গণিত ২.২ শতকরা অধ্যায় শেষে শিক্ষার্থীরা

  • শতকরা সমন্ধে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে ।
ষষ্ঠ শ্রেণির গণিত ২.৩ ঐকিক নিয়ম অধ্যায় শেষে শিক্ষার্থীরা

  • ঐকিক নিয়মের সাহায্যে সময়, কাজ, খাদ্য, দূরত্ব বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে ।

ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২.১ : অনুপাত

১. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১৪:৩

ক. অনুপাত কাকে বলে ?

খ. পিতার বয়স ৫৬ হলে পুত্রের বয়স কত ?

গ. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর হলে তাদের প্রত্যেকের বয়স কত ?

২. দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫:৭

ক. ১ বছর ২ মাস ও ৭ মাসকে অনুপাতে প্রকাশ কর ।

খ. দ্বিতীয় বইটির মূল্য ৮৪ টাকা হলে ১ম বইটির মূল্য কত ?

গ. ১ম বইটি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে ?

৩. ১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত ৩:১

ক. খালি ঘর পূরণ কর ।

খ. ঐ গহনায় সোনা ও খাদের পরিমান নির্ণয় কর ।

গ. ওজন ঠিক রেখে কত গ্রাম খাদ মিশালে সোনা ও খাদের অনুপাত ৩:২ হবে ?

৪. দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৫:৬

ক. অনুপাত কর : ৭`\frac১{‌৩}` ও ৯`\frac১{‌৫}`

খ. ১ম কম্পিউটারের দাম ২৫০০০ টাকা হলে দ্বিতীয়টির দাম কত ?

গ. যদি প্রথমটির দাম ৫০০০ টাকা বেড়ে যায় তাহলে তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে ?

আরো পড়তে পারেন

ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২.২ : শতকরা

৫. ফাহিদ বইয়ের দোকান থেকে ১টি বাংলা রচনার বই ৮৪ টাকায় ক্রয় করল বইটির কভার মূল্য ছিল ১২০ টাকা

ক. শতকরায় প্রকাশ কর : ১২:২৫

খ. সে শতকরা কত টাকা কমিশন পেল ?

গ. ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিলে, বইটির প্রকৃত মূল্য কত ?

৬. একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৮০০ জন

ক. ছাত্রীর সংখ্যা ৪০% হলে ছাত্র সংখ্যা কত ?

খ. শিক্ষার্থীদের মধ্যে ৫% অনুপস্থিত থাকলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত ?

গ. বছরের শুরুতে ৫% নতুন শিক্ষার্থী ভর্তি হলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত ?

৭. ১টি সংখ্যা অপর সংখ্যার ৭৫% । একটি সংখ্যা ২৫৫০

ক. `\frac{৪}{২৫}` কে শতকরায় প্রকাশ কর ।

খ. অপর সংখ্যাটি কত ?

গ. অপর সংখ্যাটি থেকে ৩৪০০ বিয়োগ করলে সংখ্যা দুটি কোন ধরনের অনুপাত হবে ?

৮. কলার দাম ১৪`\frac{২}{৭}`% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়।

ক. একটি সংখ্যার ১৪`\frac{২}{৭}`% = ১০ হলে সংখ্যাটি নির্ণয় কর ।

খ. প্রতি ডজন কলার বর্তমান দাম কত ?

গ. প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে ৩৩`\frac{১}{৩}`% লাভ হবে ?

ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২.৩ : ঐকিক নিয়ম

৯. ১২০ কেজি চালে ১০ জন লোকের ২৭ দিন চলে ।

ক. ৩:২০ কে শতকরায় প্রকাশ কর ।

খ. ১৫ জন লোকের ৪৫ দিন চলতে হলে কত কেজি চাল লাগবে ?

গ. ১৪০ কেজি চালে ২৫ জন লোকের কত দিন চলবে ?

১০. ২ কুইন্টাল চালে ১৫ জন ছাত্রের ৩০ দিন চলে ।

ক. ২ কুইন্টাল কত কেজি ?

খ. ঐ পরিমান চালে ২০ জন ছাত্রের কত দিন চলবে ?

গ. ৩ কুইন্টাল চাল ৩০ দিনে কত জন ছাত্র ২খেতে পারবে ?

১১. ৯ জন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করতে পারে ।

ক. ১ জন শ্রমিক একদিনে ঐ কাজের কত অংশ করে ?

খ. দুই দিন কাজ করার পর খারাপ আবহাওয়ার কারণে ৩ দিন কাজ বন্ধ থাকে বাকী কাজ নির্দিষ্ট দিনে শেষ করতে অতিরিক্ত কত জন শ্রমিক লাগবে ?

১২. ২০ জন লোক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করে ।

ক. ২৫০ এর ৮% কত ?

খ. ১০ জন লোক দৈনিক ৮ ঘন্টা পরিশ্রম করে কত দিনে উক্ত কাজটি শেষ করতে পারবে ?

গ. ঐ কাজটি ১৫ জন লোকের ১০ দিনে শেষ করতে দৈনিক কত ঘন্টা করে পরিশ্রম করতে হবে ?

১৩. ২ জন পুরুষ ৩ জন বালকের সমান । ৪ জন পুরুষ ও ১০ জন বালক মিলে একটি কাজ ২১ দিনে করতে পারে ।

ক. ১২ জন পুরুষ কত জন বালকের সমান ?

খ. ঐ কাজটি ৬ জন পুরুষ ও ২৫ জন বালক কত দিনে করতে পারবে ?

গ. ১ জন পুরুষের দৈনিক মজুরি ৩৫০ টাকা হলে ঐ কাজটি করতে কত টাকা লাগবে ?

১৪. একজন ঠিকাদার ১০০ কি.মি. রাস্তা ২০ দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন। ২৫০ জন শ্রমিক নিয়োগ করে ১০ দিনে রাস্তার ৬২.৫% সম্পন্ন করলেন।

ক. প্রথম রাশি দ্বিতীয় রাশির ৬২.৫% হলে, দ্বিতীয় রাশি ও প্রথম প্রথম রাশির অনুপাত নির্ণয় কর ।

খ. যদি ১০০ জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে ১৫ দিনে কত কি.মি. রাস্তা তৈরি করা যেত?

গ. দেখাও যে, কাজটি নির্দিষ্ট সময়ের ৪ দিন আগেই সম্পন্ন হবে ?

১৫. কোনো কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে । তাদের দৈনিক মজুরি যথাক্রমে ৫০০ টাকা এবং ৪০০ টাকা । তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে।

ক. আলিফ ও খালিদ একত্রে ১ দিনে কতটুকু কাজ করতে পারবে ?

খ. কাজটি কত দিনে শেষ হয়েছিল ?

গ. যদি প্রত্যেক আলাদা ভাবে কাজটির `\frac{৫}{১৬}` অংশ সম্পন্ন করে তাহলে, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় কর ।

আশা করি আর্টিকেলটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির গণিত সৃজনশীল প্রশ্ন ২০২২ তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন