ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায়
ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় - এ বীজগণিতীয় রাশির মাধ্যমে সমীকরণ গঠন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। গাণিতিক সমস্যা সমাধানে সমীকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য বাস্তবভিত্তিক সমস্যা সমাধানে সমীকরণ গঠন ও সমাধান সম্পর্কে জ্ঞান অর্জন করা অবশ্য প্রয়োজন।
ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় |
ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় বিশ্লেষণ করে নিচের সৃজনশীলগুলো প্রণয়ন করা হয়েছে। যাতে ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায়ের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত থাকে। যার কারণে উক্ত সৃজনশীলগুলো ভালোভাবে চর্চা করলে এ অধ্যায় থেকে পরীক্ষায় যেকোনো সৃজনশীল আসলে শিক্ষার্থীরা উত্তর করতে সক্ষম হবে।
এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা
- সমীকরণ কী তা ব্যাখ্যা করতে পারবে।
- সরল সমীকরণ ব্যাখ্যা করতে পারবে এবং তা সমাধান করতে পারবে।
- বাস্তবভিত্তিক সমস্যার সমীকরণ করতে পারবে এবং তা সমাধান করতে পারবে।
ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় সৃজনশীল
১. নাবিল দোকান থেকে মোট 30 টাকার একটি খাতা ও একটি পেন্সিল কিনল। খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ।
ক. পেন্সিলের দাম x টাকা হলে, খাতা ও পেন্সিলের মোট দাম x এর মাধ্যমে লেখ।
খ. খাতার দাম কত?
গ. খাতা ও পেন্সিলের মোট দাম দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় কর।
২. একটি সংখ্যার চারগুণ থেকে ঐ সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়।
ক. প্রদত্ত তথ্যালোকে সমীকরণ গঠন কর।
খ. সংখ্যাটি নির্ণয় কর।
গ. প্রাপ্ত সংখ্যাটি দুটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি হলে সংখ্যা দুটি নির্ণয় কর।
৩. কনিকার কাছে যতগুলো চকলেট আছে, তার চারগুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25 টি চকলেট আছে।
ক. সমীকরণ কাকে বলে?
খ. কনিকার কতগুলো চকলেট আছে?
গ. ১ টি চকলেটের দাম 5 টাকা হলে মনিকার নিকট মোট যত টাকার চকলেট আছে তা দুইটি স্বাভাবিক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি হলে সংখ্যা দুইটি নির্ণয় কর।
৪. দুইটি সংখ্যার বিয়োগফল 30 এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার চারগুণের সমান।
ক. সরল সমীকরণ কাকে বলে?
খ. বড় সংখ্যাটি কত?
গ. সংখ্যা দুটি কোনো বাগানের দৈর্ঘ্য প্রস্থ হলে বাগানটির পরিসীমা নির্ণয় কর।
৫. তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27
ক. ছোট সংখ্যাটিকে x ধরে, তিনটি সংখ্যাকে x এর মাধ্যমে প্রকাশ কর।
খ. সংখ্যা তিনটি নির্ণয় কর।
গ. ছোট সংখ্যাটির দ্বিগুণ কোনো ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি হলে সংখ্যা দুটি নির্ণয় কর।
আরো পড়তে পারেন
৬. 7x-2 = x+16 একটি সরল সমীকরণ।
ক. 2x+1=2 হলে x এর মান নির্ণয় কর।
খ. x এর মান নির্ণয় কর।
গ. সমীকরণটির শুদ্ধি পরীক্ষা কর।
৭. একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম।
ক. বাগানটির দৈর্ঘ্য প্রস্থ x এর মাধ্যমে প্রকাশ কর।
খ. বাগানটির পরিসীমা 27 মিটার হলে এর দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় কর।
গ. বাগানটিতে প্রতি বর্গ মিটারে 3.50 টাকা দরে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
৮. 5y-2 = 3y+8 একটি সরল সমীকরণ
ক. সমীকরণ কাকে বলে?
খ. সমীকরণটির মূল নির্ণয় কর।
গ. সমাধানের শুদ্ধি পরীক্ষা কর।
৯. দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং সমষ্টি 25
ক. 5-x = 7 সমীকরণটির মূল নির্ণয় করে শুদ্ধি পরীক্ষা কর।
খ. সংখ্যা দুটি নির্ণয় কর।
গ. অনুপাতটির পূর্বরাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে?
আমাদের শেষ কথা
আশা করি আর্টিকেলটির মাধ্যমে ষষ্ঠ শ্রেণির গণিত ৫ম অধ্যায় সৃজনশীল তোমাদের উপকারে আসবে । ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।
আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদেরকে বাজারের নিম্ন মানের গাইড নির্ভরতা কমানো। শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে সঠিক পথ দেখানো । তাই আশা করি আমাদের অগ্রগতিতে আপনাদের সহযোগিতা লাভ করবো।
আরো পড়তে পারেন