সহজ পদ্ধতিতে tense এর গঠন প্রণালি

English Grammar শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো tense। tense এর গঠন প্রণালী জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য একান্ত অপরিহার্য। tense এর গঠন প্রণালি জানা ইংরেজি শিক্ষার প্রথম ধাপ। নিচে tense সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হলো।

tense এর গঠন প্রণালি
tense এর গঠন প্রণালি

Tense

ক্রিয়া সংঘটনের সময়কে  Tense বলে Tense তিন প্রকার যথা: 1. Present Tense 2. Past Tense 3. Future Tense আবার এই প্রত্যেক প্রকার Tense কে চার ভাগে ভাগ করা যায়

Present Tense

present indefinite tense : কোনো ক্রিয়ার কাজ বর্তমানে হয় এরূপ বুঝাতে এবং অভ্যাসগত ঘটনা, চিরন্তন সত্য, ঐতিহাসিক ঘটনা, নিকট ভবিষ্যৎ ইত্যাদি বুঝালে present indefinite tense হয় যেমন: I love my country.

present indefinite tense এর গঠন প্রণালী

Affirmative sentence : Subject + verb এর present form + object. 

 Negative sentence : Subject + do not/does not + verb এর present form + object. 

 Interrogative : Do/does + Subject + verb এর present form + object + ? 

 Neg-Int : Don't/doesn't + Subject + verb এর present form + object + ?

Note : present indefinite tense Subject 3rd person, singular number হলে verb এর শেষে s বা es বসে

verb এর শেষে s বা es বসানোর নিয়ম

1. যেসব verb এর শেষে o, s, ss, x, t, ch, sh হয় সেগুলোর ক্ষেত্রে es বসে যেমন: go goes, push  pushes, teach  teaches

2. যেসব verb এর শেষে y হয় এবং y এর পূর্বে consonant ( a, e, i, o, u ছাড়া বাকী গুলো ) হয় সেগুলোর ক্ষেত্রে y ওঠে গিয়ে তার পরিবর্তে ies হয় যেমন: carry  carries, cry  cries.

Present continuous tense এর গঠন প্রণালী

Present continuous tense : বর্তমান সময়ে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বুঝালে Present continuous হয়

Affirmative sentence : Subject + am/is/are + verb এর present form + ing + object.

 Negative sentence : Subject + am/is/are + not + verb এর present form + ing + object. 

 Interrogative : am/is/are + Subject + verb এর present form + object + ? 

 Neg-Int : am/is/are + n' t + Subject + verb এর present form + object + ?

Note: I - এর পর am বসে He, She, It এবং অন্য সব 3rd person singular number এরপর is বসে We, You, They এবং Plural subject এরপর are বসে

ing বসানোর নিয়ম

1. verb এর শেষে যদি একটি মাত্র "E" থাকে তাহলে "E" লোপ হয়ে ing বসবে কিন্তু  verb এর শেষে যদি "E" হয় এবং "E" এর পূর্বে যদি "I" হয় তাহলে E লোপ পাবে এবং "I" টি "Y" পরিণত হবে যেমন: come  coming, give  giving, tie  tying 

তবে verb এর শেষে দুটি e থাকলে e লোপ পায় না যেমন: Agree  agreeing

2. verb এর শেষে যদি একটি মাত্র consonant থাকে এবং consonant এর আগে যদি vowel থাকে তাহলে consonant টি double হয়ে ing বসে যেমন: Bat  Batting, stop  stopping, run  running

3. Last syllable - সাধারণত consonant এর আগে vowel থাকলেও consonant টি double হয় না যেমন: listen  listening

Present perfect tense এর গঠন প্রণালী

Present perfect tense : যে verb এর কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু তার কর্মফল এখনো বর্তমান রয়েছে তাকে Present perfect tense বলে

Affirmative sentence : Subject + have/has + verb এর past participle form + object.

Negative sentence : Subject + have/has + not + verb এর past participle form + object. 

 Interrogative : have/has + Subject + verb এর past participle form + object + ? 

Neg-Int : have/has + n' t + Subject + verb এর past participle form + object + ?

Note : subject যদি 3rd person, singular number হয় তাহলে has বসে অন্য সব ক্ষেত্রে have বসে

Present perfect continuous tense এর গঠন প্রণালী

Present perfect continuous tense : বর্তমানে কোনো কাজ পূর্ব সময় হতে শুরু হয়ে এখনও হচ্ছে  বা চলছে বুঝালে তাকে Present perfect continuous tense বলে

Affirmative sentence : Subject + have/has + been + verb এর present form + ing + object. 

 Negative sentence : Subject + have/has + not + been + verb এর present form + ing + object. 

 Interrogative : have/has + Subject + been + verb এর present form + ing+ object + ? 

 Neg-Int : have/has + n' t + Subject + been + verb এর present form + ing + object + ?

past tense এর গঠন প্রণালী

Past indefinite tense এর গঠন প্রণালি

Past indefinite tense : অতীত কালে কোনো কাজ সম্পন্ন হয়েছিল কিন্তু এখন আর হয় না অথবা অতীত কালের কোনো অভ্যাসগত কাজ বুঝালে Past indefinite হয়

Affirmative sentence : Subject + verb এর past form + object. 

Negative sentence : Subject + did not + verb এর present form + object. 

Interrogative : Did + Subject + verb এর present form + object + ? 

Neg-Int : Didn't + Subject + verb এর present form + object + ?

Past continuous tense এর গঠন প্রণালি

Past continuous tense : অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বুঝালে Past continuous tense হয়

Affirmative sentence : Subject + was/were + verb এর present form + ing + object. 

Negative sentence : Subject + was/were + not + verb এর present form + ing + object. 

Interrogative : was/were + Subject + verb এর present form + object + ? 

Neg-Int : was/were + n' t + Subject + verb এর present form + object + ?

Note : you, we, they এবং plural subject এরপর were বসে এবং অন্যসব ক্ষেত্রে was বসে

আরো পড়তে পারেন

Past perfect tense এর গঠন প্রণালি

Past perfect tense : অতীতকালে কোনো একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল বোঝালে যেটি আগে ঘটেছে সেটি Past perfect tense হয় এবং যেটি পরে ঘটেছে সেটি Past indefinite হয় যেমন: The patient had died before the doctor came.

Affirmative sentence : Subject + had + verb এর past participle form + object.

Negative sentence : Subject + had + not + verb এর past participle form + object. 

Interrogative : Had + Subject + verb এর past participle form + object + ? 

Neg-Int : Had + n' t + Subject + verb এর past participle form + object + ?

Past perfect continuous tense এর গঠন প্রণালি

Past perfect continuous tense : অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে কিছু সময় ধরে চলছিল এরূপ বুঝালে Past perfect continuous tense হয়

Affirmative sentence : Subject + had + been + verb এর present form + ing + object.

Negative sentence : Subject + had + not + been + verb এর present form + ing + object. 

Interrogative : Had + Subject + been + verb এর present form + ing+ object + ? 

Neg-Int : Had+ n' t + Subject + been + verb এর present form + ing + object + ?

Future tense

Future indefinite tense এর গঠন প্রণালী

Future indefinite tense :কোনো কাজ ভবিষ্যতে হবে বুঝালে Future indefinite tense হয়

Affirmative sentence : Subject + shall/will + verb এর present form + object.

Negative sentence : Subject + shan't/won't + verb এর present form + object. 

Interrogative : shall/will + Subject + verb এর present form + object + ? 

Neg-Int : shan't/won't + Subject + verb এর present form + object + ?

Note : I এবং We এরপর shall বসে বাকি সকল ক্ষেত্রে will বসে।

Future continuous tense এর গঠন প্রণালি

Future continuous tense : ভবিষ্যতে কোনো একটি কাজ হতে থাকবে বুঝালে Future continuous tense হয়

Affirmative sentence : Subject + shall/will + be + verb এর present form + ing + object. 

Negative sentence : Subject + shan't/won't + be + verb এর present form + ing + object. 

Interrogative : shall/will + Subject + be + verb এর present form + ing + object + ? 

 Neg-Int : shan't/won't + Subject + be + verb এর present form + ing + object + ?

Future perfect tense এর গঠন প্রণালী

Future perfect tense : ভবিষ্যতে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে Future perfect tense হয়

Affirmative sentence : Subject + shall/will + have + verb এর past participle form + object. 

Negative sentence : Subject + shan't/won't + have + verb এর past participle form+ object. 

Interrogative : shall/will + Subject + have + verb এর past participle form + object + ? 

Neg-Int : shan't/won't + Subject + have + verb এর past participle form + object + ?

Future perfect continuous tense এর গঠন প্রণালি

Future perfect continuous tense : ভবিষ্যতে একটি কাজ হওয়ার পূর্বে অন্য একটি কাজ চলতে থাকবে এরূপ বুঝালে Future perfect continuous tense হয় যেমন : I shall have been working it for two hours.

Affirmative sentence : Subject + shall/will + have + been + verb এর present form + ing + object. 

Negative sentence : Subject + shan't/won't + have + been + verb এর present form + ing + object. 

Interrogative : shall/will + Subject + have + been + verb এর present form + ing + object + ? 

Neg-Int : shan't/won't + Subject + have + been + verb এর present form + ing + object + ?

আমাদের শেষ কথা

আশা করি tense এর গঠন প্রণালি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।
আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন