শুধু SSC/HSC নয় BCS সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় Changing sentence হতে পরীক্ষায় প্রশ্ন আসে। Changing sentence এর গুরুত্বপূর্ণ একটি অংশ হলো Assertive to Interrogative । Assertive to Interrogative, Conversion of sentence এর অন্তর্গত। এক প্রকার sentence কে অন্যপ্রকার sentence এ রূপান্তর করাকে Conversion of sentence বলে। Transformation of sentence এ অর্থের পরিবর্তন না হলেও Conversion of sentence এ অর্থের পরিবর্তন হয়।
assertive থেকে interrogative করার নিয়ম |
Interrogative sentence কাকে বলে
যে sentence দ্বারা কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে জানার জন্য প্রশ্ন করা হয় তাকে Interrogative sentence বলে। যেমন: Did I go to school?
চলুন কতগুলো সহজ নিয়মে assertive থেকে interrogative করার নিয়ম জেনে নেওয়া যাক
সহজে assertive থেকে interrogative করার নিয়ম
1. বাক্যের মধ্যে Auxiliary verb বা to be verb বা to have verb থাকলে সেই verb টি বাক্যের শুরুতে বসবে। বাক্যটি affirmative হলে তা Negative হবে, আর Negative হলে তা affirmative হবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসবে। যেমন:
i) assertive: Noman was a kind person.
interrogative: Wasn't Noman a kind person?
ii) assertive: We are not listening to music.
interrogative: Are We listening to music?
ব্যখ্যা: i)
বাক্যে Auxiliary
verb, was রয়েছে
এবং বাক্যটি affirmative । তাই বাক্যের
শুরুতে was +not =
Wasn't বসিয়ে interrogative
করা হয়েছে। আবার ii) Auxiliary
verb, are রয়েছে
এবং বাক্যটি Negative । তাই বাক্যের
শুরুতে Are বসিয়ে interrogative করা হয়েছে। Not বাদ দেওয়া হয়েছে।
2. বাক্যে যদি কোনো Auxiliary verb না থাকে এবং বাক্যটি যদি affirmative হয় তাহলে tense ও person অনুযায়ী বাক্যের শুরুতে Don't/Doesn't/Didn't বসবে।
note: * sentence টি present indefinite tense এবং এর subject টি 3rd person, singular number হলে does not বসবে এবং verb এর শেষের s বা es উঠে যাবে। present indefinite tense এর অন্যক্ষেত্রে do not বসবে।
* sentence টি
past indefinite tense হলে did
not বসে। তবে মনে রাখতে হবে এ ক্ষেত্রে v2 এর
স্থলে v1 হবে। যেমন:
i) assertive: Nafisa plays very well.
interrogative: Doesn't Nafisa play very well?
ii) assertive: I saw a honest man.
interrogative: Didn't I see a honest man?
ব্যাখ্যা: i)
নং বাক্যে Auxiliary verb
নেই। বাক্যটি past
indefinite tense এবং
subject (Nafisa) 3rd person, singular number তাই
বাক্যের শুরুতে Doesn't বসিয়ে interrogative করা হয়েছে।
আবার ii)
নং বাক্যটি past
indefinite tense তাই বাক্যের শুরুতে Didn't বসিয়ে interrogative করা হয়েছে এবং এ ক্ষেত্রে v2 এর
স্থলে v1 হয়েছে।
আরো পড়তে পারেন
3. বাক্যে যদি কোনো Auxiliary verb না থাকে এবং বাক্যটি যদি negative হয় তাহলে tense ও person অনুযায়ী বাক্যের শুরুতে Do/Did বসবে। যেমন:
assertive: Nodi did not recite excellently.
interrogative: Did Nodi recite excellently?
4. বাক্যের (Subject) শুরুতে Everybody, Everyone, all থাকলে এদের পরিবর্তে tense অনুসারে Who + does not/did not বসিয়ে interrogative করতে হয়। যেমন:
i) assertive: Everybody likes an honest man.
interrogative: Who does not like an honest man?
ii) assertive: All respected Mr Zaman.
interrogative: Who didn't respect Mr Zaman?
ব্যাখ্যা: i)
নং বাক্যটি
present indefinite tense তাই বাক্যে Does বসিয়ে interrogative করা হয়েছে। আবার ii) নং বাক্যটি past indefinite tense তাই বাক্যে Did বসিয়ে interrogative করা হয়েছে এবং এ ক্ষেত্রে v2 এর
স্থলে v1 হয়েছে।
5. বাক্যের (Subject) শুরুতে Nobody, No one, None থাকলে এদের পরিবর্তে Who বসিয়ে interrogative করতে হয়। যেমন:
assertive: Nobody likes an honest man.
interrogative: Who does like an honest man?
6. বাক্যে There is no থাকলে এর স্থানে ব্যাক্তির ক্ষেত্রে Who is এবং বস্তুর ক্ষেত্রে What is বসে। যেমন:
i) assertive: There is no use of it.
interrogative: What is the use of it?
ii) assertive: There is no man perfectly honest here.
interrogative: Who is man perfectly honest here?
7. বাক্যের subject, Nothing হলে এর পরিবর্তে What বসে। যেমন:
assertive: Nothing will be fruitful here.
interrogative: What will be fruitful here?
8. Nothing যদি object হিসেবে হয় তাহলে তার পরিবর্তে anything বসবে।
9. Nobody, No one, None যদি object হিসেবে হয় তাহলে শুধু No এর পরিবর্তে any বসবে। যেমন:
assertive: I know nobody here.
interrogative: Do I know anybody here?
Transform the following sentence from Assertive to Interrogative
1. Everybody loves him.
2. Rahat plays cricket.
3. He is not a good student.
4. Everybody hates a liar.
5. I can write the paragraph.
6. I have nothing to say.
7. Everyone wishes to be happy.
8. It is a big school.
9. He is playing.
10. Ratul is a good boy.
11. Kona sings very well.
12. Nobody believes a liar.
13. I never drink coffee.
14. There was nothing to do.
15. She is present in the class.
16. No one can do this.
17. All loved her.
18. Jim was responsible.
19. I never went there.
20. Humayun Ahmed was a great author.
আমাদের শেষ কথা
আশা করি সহজে assertive থেকে interrogative করার নিয়ম আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন । আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে । ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আরো পড়তে পারেন