Pre অর্থ পূর্বে আর Position অর্থ অবস্থান অর্থ্যাৎ Preposition অর্থ পূর্বে অবস্থান। যে word গুলো Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্যান্য Word এর সাথে Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে, তাদেরকে Preposition বলে।
চিত্রে ডায়াগ্রামে preposition এর ব্যবহার দেখানো হয়েছে। |
English Grammar এ
Preposition খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের
ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় Preposition থেকে প্রশ্ন থাকে। এই আর্টিকেলে
পর্যাপ্ত preposition examples সহ preposition rules in bangla বর্ণানা করা হয়েছে।
এছাড়াও preposition rules in bangla pdf দেওয়া হয়েছে। যাতে শিক্ষার্থীরা যেন অফলাইনে
অনুশীলন করতে পারে।
Preposition কাকে বলে?
যে Word কোন Noun বা
Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্যান্য Word এর সাথে সম্পর্ক স্থাপন করে,
তাকে Preposition বলে।
Preposition কোথায় বসে?
1. Noun এর পূর্বে
Preposition বসে।
2. Pronoun এর পূর্বে
Preposition বসে।
3. Objective Pronoun এর
পূর্বে Preposition বসে।
4. Gerund এর পূর্বে
Preposition বসে।
preposition rules in bangla
1. In/On/At
অপেক্ষাকৃত বড় স্থান বা বেশি সময় হলে In অপেক্ষাকৃত ছোট স্থান বা অল্প সময় বা কোনো ঘটানার স্থান (Point) বোঝাতে at ব্যবহৃত হয়।
In-On-At এর ব্যবহার |
যেমন: মিরপুর ঢাকার অন্তর্গত একটি ছোট স্থান। এজন্য মিরপুর এর পূর্বে at এবং ঢাকার পূর্বে in বসবে। preposition examples:
Jian lived in Dhaka
at Mirpur.
আবার,
5 p.m. হলো evening এর
একটি অংশ। অর্থ্যাৎ 5 p.m. হলো evening এর তুলানায় অল্প সময়। এজন্য 5 p.m. এর পূর্বে
at এবং evening এর পূর্বে in বসবে। যেমন:
Jian went to market
at 5 p.m. in the evening.
note: সকাল, বিকাল, সন্ধ্যা, ঋতু, মাস, এবং বছরের পূর্বে in বসে। যেমন: In the morning, in the afternoon
2. On/Over/Above
1. তল স্পর্শ করে থাকলে on বসে। যেমন: The ball is on my head.
তল স্পর্শ করে থাকলে on |
2. তলের উপরে গতিশীল থাকলে over বসে। যেমন: The shade is over my head.
তল স্পর্শ না করে গতিশীল থাকলে over |
3. আরো উপরে বোঝাতে স্থির above বসে। যেমন: The sky is above us.
তল স্পর্শ না করে স্থির থাকলে above |
3. In/Into/out of
কোনো কিছুর ভেতরে অবস্থিত বুঝালে In বসে। যেমন: The student are in the classroom.
ভেতর গতিশীল না হলে in |
ভেতরে গতিশীল বা ভেতরে প্রবেশ করছে বা অবস্থার পরিবর্তন বুঝালে Into বসে। যেমন: Jian walked into the room.
ভেতরে প্রবেশ করছে বুঝালে into |
into এর বিপরীত বোঝাতে out of |
যে করে তার পূর্বে by এবং
যে যন্ত্র দ্বারা করে তার পূর্বে with বসে।
The dog was bitten by
the boy with a stick.
5. Between/Among
দুজন ব্যক্তি বা বস্তুর
মধ্যে বুঝালে between এবং দুয়ের অধিক বুঝালে among বসে। যেমন:
Divide the bananas
between the two boys.
Divide the bananas
among the boys.
6. On/in
দিন বা তারিখের পূর্বে
on এবং মাস বা বছরের পূর্বে in বসে। যেমন:
I went to Dhaka on
Sunday in December.
7. In/To/On
সীমার মধ্যে বুঝাতে In
সীমার বাইরে বুঝাতে To এবং সীমার মধ্যে উপরিভাগে বুঝাতে On বসে। preposition examples:
Barisal is in the
south of Bangladesh.
Bhutan is to the
north of Bangladeesh.
Barisal stands on the
Kirtonkhola river.
8. Below/ Under
তল স্পর্শ করে থাকলে Below এবং তল স্পর্শ না করে থাকলে Under বসে।
তল স্পর্শ করে থাকলে Below এবং তল স্পর্শ না করে থাকলে Under |
Keep the basket under the table.
Under |
below |
9. Since/For
Since = নির্দিষ্ট সময়
For = অনির্দিষ্ট সময়
যেমন: ডিসেম্বর থেকে পরীক্ষা
চলছে বললে সময়টা নির্দিষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে since । আবার, এক মাস ধরে পরীক্ষা চলছে
বললে সময়টা কিন্তু আর নির্দিষ্ট থাকে না এ ক্ষেত্রে for বসে।
Our examination has
been running since December.
Our examination has
been running for a month.
10. In/ By
in = নির্দিষ্ট সময়ের পরে
By = নির্দিষ্ট সময়ের পূর্বে
নির্দিষ্ট সময়ের পরে বুঝাতে
in এবং নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে by বসে। যেমন:
I shall come back in
a week.
Can you reading the
book by 10 o'clock.
আরো পড়তে পারেন
11. To/from
to / from |
কোনো নির্দিষ্ট দিকে গতি বুঝালে, বা কোনো নির্দিষ্ট স্থান বা বিন্দুতে গন্তব্য বোঝাতে to ব্যবহৃত হয়। to এর ঠিক বিপরীত বোঝাতে from ব্যবহৃত হয়। যেমন: Jian is going to Dhaka.
নির্দিষ্ট দিকে গতি বুঝালে |
He is coming home from school.
to এর বিপরীত হয় from |
বাংলা বিভক্তি দেখে preposition বসানোর নিয়ম
1. to ➡ কে/দিকে/জন্য/ প্রতি
১. কলমটি জিয়ানকে দেয়া
হয়েছিল = The pen was giving to Jian.
২. জিয়ান ঢাকার দিকে যাচ্ছে
= Jian is going to Dhaka.
৩. ধূমপান
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর = Smoking is injurious to health.
৪. কোনো ক্ষতিকর জিনিসের
প্রতি প্রবল আকর্ষণকে নেশায় আসক্তি বলে। = Drug addiction means strong attraction
to any harmful things.
2. By ➡ দ্বারা/ পাশে/ যাতায়াত
১. জিয়ান দ্বারা সাপটিকে
হত্যা করা হয়েছে = The snake was killed by Jian.
২. সে আমার পাশে বসল =
He sat by me.
৩. আমি সেখানে গিয়েছিলাম
আকাশ পথে = I went there by air.
note: কোনো কাজ নিজের শক্তিতে
করা বুঝালে on কিন্তু নিজের শক্তিতে করা না বুঝালে by বসে। যেমন:
I went there on foot.
He will go abroad by
air.
3. With ➡ সাথে/নিয়ে/দিয়ে/অধিকারী
১. তুমি কি আমার সাথে যাবে
? = Do you go with me?
২. একটি ছাতা নিয়ে আমি
স্কুলে গিয়েছিলাম = I went to school with an umbrella.
৩. সে বন্দুক দিয়ে একটি
পাখি শিকার করল = He killed a bird with a gun.
৪. আমি কালো চুলের অধিকারী
এক নারীকে দেখেছিলাম = I saw a woman with black hair.
4. For ➡ জন্য/কারণে
১. বেগম রোকেয়া নারীদের
কল্যাণের জন্য জীবন উৎসর্গ করেছেন। = Begum Rokeya dedicated her life for the
convenience of women.
২. জ্বরে আক্রান্ত হওয়ার
কারণে সে ওষুধ সেবন করছিল। = She took medicine for attacking fever.
5. From ➡ থেকে
১. সে স্কুল থেকে বাড়ি
আসছে। = He is coming home from school.
6. Than ➡ চেয়ে
১. জিয়ান মুহিমের চেয়ে
ভালো। = Jian is better than Muhim.
7. Of ➡ র,এর
১. আমি ইটের তৈরি বাড়ি পছন্দ করি। = I like houses made of brick.
8. About ➡ সমন্ধে/ প্রায়/ চারদিকে
১. সে তার পরীক্ষা সমন্ধে
উদ্বিগ্ন। = He was concerned about his examination.
২. আমার প্রায় ১ হাজার
টাকা প্রয়োজন। = I need about one thousand taka.
৩. বাগানের চারদিকে একটি
বেড়া আছে। = There is a fence about the garden.
9. During ➡ সময়ে
পরবর্তী শরতের ছুটির সময়ে
তুমি কী করতে যাচ্ছ? = What are you going to do during the next autumn vacation.
note: During এর পরিবর্তে
in ব্যবহার করা যায়।
10. In ➡ এ, য়, তে
১. পলিব্যাগ অনেক ভাবে
ব্যবহার করা যায়। = Polybags are used in many ways.
২. সে সর্বদা পরীক্ষায়
ভাল ফলাফল করে। = He always tries to cut a good figure in the examination.
৩. নদীতে প্রচুর মাছ আছে।
= There is a lot fish in the river.
আরো পড়তে পারেন
preposition examples
1. We live .......
jatraabari, which is ...... Dhaka. Ans: at, in
2. The Himalayas are
.... the north of India. Ans: in
3. Bhutan is .....
the north of Bangladesh. Ans: on
4. We cut the cake
...... four pieces. Ans: into
5. The book is ......
the table. Ans: on
6. Father in standing
...... the door. Ans: at
7. Don't live it
..... the floor. Ans: on
8. Kamal is coming
.... the room. Ans: into
9. Kamal and Jamal
are ..... the room. Ans: in
10. There is little
water ..... the glass. Ans: in
11. People bath
...... the river. Ans: in
12. The letter was
sent .... post. Ans: by
13. Please translate
this from Bengali ..... English. Ans: into
14. I filled the
bottle ..... milk. Ans: with
15. The tiger was
killed ..... the hunter. Ans: by
16. The tiger was
killed ..... a gun. Ans: with
17. The letter was
written ..... her ..... a pen. Ans: by, with
18. He stood .....
me. Ans: beside
19. I play football
..... cricket. Ans: beside
20. Divide the sweets
..... Tunna and Jian. Ans: between
21. Divide the sweets
..... Tunna, Tamanna and Jian. Ans: among
22. There is bridge
..... the Jamuna. Ans: over
23. The airplane flew
.... the sea. Ans: over
24. We are .....
confusion. Ans: in
25. The child fell
... the roof. Ans: from
26. The map was hung
...... the wall. Ans: on
27. Give the
newspaper ..... me. Ans: to
28. Get a newspaper
.... me. Ans: for
29. I'll reach there
..... Monday. Ans: on
30. You will reach
Chittagong ... night. Ans: at
31. We started for
Khulna ...... February 20. Ans: on
32. I'll go to Coax's
Bazar ..... summer. Ans: in
33. She lives here
..... 2009. Ans: since
34. We have been
living here ..... four years. Ans: for
35. He supplies the
poor ..... clothing. Ans: with
36. He is incapable
...... doing good work. Ans: of
37. He is involved
..... difficulties. Ans: in
38. I prefer tea ....
coffee. Ans: to
39. I am not envious
...... his success. Ans: of
40. We should rely
..... our own efforts. Ans: on
41. I insisted him
..... going to cinema. Ans: on
42. I am not
satisfied ...... your explanation. Ans: with
43. Alcohol is
injurious ...... health. Ans: to
44. The stories in
the book are full ..... interest. Ans: of
45. He is dependent
..... his parents. Ans: in
46. He is vexed ....
me. Ans: with
47. He is devoid ....
sense. Ans: of
48. He is very
different ..... his brother. Ans: from
49. Contentment is
essential ..... happiness. Ans: to
50. Only graduates
are eligible .... the post Ans: for
ছবি: ইউটিউব থেকে নেওয়া হয়েছ।
preposition rules in bangla pdf
preposition rules inbangla pdf ডাউনলোড করুণ এখান থেকে
আমাদের শেষ কথা
আশা করি preposition
rules in bangla আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও
জানার সুযোগ করে দিবে । আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন
। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে ।
আরো পড়তে পারেন