রসায়ন ৪র্থ অধ্যায় সৃজনশীল
2016 সাল পর্যন্ত পৃথিবীতে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। রসায়ন অধ্যয়ন ও গবেষণার জন্য সব কয়টি মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। মৌলিক পদার্থগুলোর মধ্যে কিছু মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে। যে সকল মৌলিক পদার্থ একই রকম ধর্ম প্রদর্শন করে তাদেরকে একই গ্রুপে রেখে সমগ্র মৌলিক পদার্থের জন্য একটি ছক তৈরি করার চেষ্টা দীর্ঘদিন থেকেই চলছিল। কয়েক শত বছর ধরে বিভিন্ন বিজ্ঞানীর প্রচেষ্টা, অনেক পরিবর্তন, পরিবর্ধনের ফলে আমরা মৌলগুলো সাজানোর এই ছকটি পেয়েছি, যেটা পর্যায় সারণি বা Periodic table নামে পরিচিত। এ পর্যায় সারণি রসায়নের জগতে বিজ্ঞানীদের এক অসামান্য অবদান।
পর্যায় সারণি |
এ পর্যায় সারণি
এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে কারও ভালো ধারণা থাকলে শুধু এই 118টি মৌলের বিভিন্ন ধর্ম
নয় বরং এ সকল মৌল দ্বারা গঠিত অসংখ্য যৌগের ধর্মাবলি সম্পর্কে সাধারণ ধারণা জন্মে। রসায়ন
৪র্থ অধ্যায়ে পর্যায় সারণি এবং পর্যায় সারণিতে অবস্থিত মৌলসমূহের বিভিন্ন ধর্ম
ও বৈশিষ্ট্য সম্পর্কে একটি সাধারণ ধারণ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বিভিন্ন সালের এসএসসি বোর্ড
প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে
নবম দশম শ্রেণীর রসায়ন ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো
চর্চা করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায় হতে কমন থাকবে ইনশাআল্লাহ।
জ্ঞানমূলক প্রশ্ন
১. মেন্ডেলিফের পর্যায়
সূত্রটি লিখ?
২. মেন্ডেলিফের সংশোধিত
পর্যায় সূত্রটি লিখ?
৩. আয়ন কাকে বলে?
৪. পর্যায় সারণি কাকে
বলে?
৫. ডোবেরাইনার ত্রয়ী সূত্রটি
লিখ?
৬. আয়নিকরন শক্তি কাকে
বলে?
৭. আধুনিক পর্যায় সারণির
সূত্রটি লেখ?
৮.তড়িৎ ঋাণন্ত্রকতা কাকে
বলে?
৯. নিষ্ক্রিয় গ্যাস কাকে
বলে?
১০. ক্ষারধাতু ও মৃৎক্ষার
ধাতু কাকে বলে?
১১. ইলেকট্রন আসক্তি কাকে
বলে?
১২. অবস্থান্তর মৌল কী?
১৩. অভিজাত ধাতু কাকে বলে?
আরো পড়তে পারেন
অনুধাবনমূলক প্রশ্ন
১. সোভিযাম, পটাশিয়াম,
রুবিডিয়াম কে ক্ষার ধাতু বলা হয় কেন?ব্যাখ্যা কর।
২. ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামকে
মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? ব্যাখ্যা কর।কেন?ব্যাখ্যা কর।
৩. Sc ও Zn d ব্লক মৌল
কিন্তু অবস্থান্তর মৌল নয় কেন? ব্যাখ্যা কর।
৪. Be এর আয়নিকরন শক্তি
B অপেক্ষা বেশি কেন? ব্যাখ্যা কর।
৫.কর্ন সম্পর্ক কি?
৬. N এর আয়নিকরন শক্তি
O অপেক্ষা বেশি কেন?
৭. Na এবং Na+ আয়ন এর
মধ্যে কার আকার বড় ব্যাখ্যা
৮. ফ্লোরিন(F) তড়িৎ ঋণাত্নকতা
ক্লোরিন(CI) অপেক্ষা কম কেন? ব্যাখ্যা কর।
৯. হাইড্রোজেন মৌলকে 1
নং গ্রুপে রাখা হয়েছে কেন? ব্যাখ্যা কর।
১০. পর্যায় সারনির বৈশিষ্ট্য
সমূহ লিখ?
১১. বোরন(B) ও সিলিকন
(Si) কে অপধাতু বলা হয় কেন? ব্যাখ্যা কর।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
১. Na, Mg, K, Ca, N,
O, AI, S, Sc, Cr, Cu পর্যায় সারনিতে এদের অবস্থান নির্ণয় কর।
২. Li, Na, K, Mg, AI,
CI এর আকার / ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ কর।
৩. Li, Na, K, Mg, AI,
CI এর আয়নিকরন শক্তির ক্রম বিশ্লেষণ কর।
৪. 1A= `\left(n-1\right)p^6ns^2` B = `ns^2\left(n-1\right)d^7` C = `ns^2\left(n-1\right)p^3` সারনিতে এদের অস্থান নির্ণয় কর। যেখানে n = 4
রসায়ন ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নের নমুনা
বোর্ড প্রশ্নঃ ঢাকা ২১,২১,১৯
রাজশাহী ২১ যশোর ২১, ১৯ দিনাজপুর ২১,১৬ চট্টগ্রাম ২১, ১৯
আমাদের শেষ কথা
আশা করি রসায়ন ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আরো পড়তে পারো