এ প্লাস প্রত্যাশীদের জন্য রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল ( হ্যান্ডনোট হতে সংকলিত )

রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল

আমরা জানি, পদার্থের প্রকৃতি, ধর্ম এবং তাদের পরিবর্তন রসায়ন পাঠের মূল বিষয়। আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ভিন্ন অবস্থায় পরিণত হওয়াকে ভৌত পরিবর্তন এবং সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থে পরিণত হওয়াকে রাসায়নিক পরিবর্তন বলে। এই পরিবর্তনগুলো ঘটে নানা ধরনের ভৌত পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়ার কারণে। রসায়ন ৭ম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ, রাসায়নিক বিক্রিয়ার হার ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল
রাসায়নিক বিক্রিয়া
বিভিন্ন সালের এসএসসি বোর্ড প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে নবম দশম শ্রেণীর রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো চর্চা করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায় হতে কমন থাকবে ইনশাআল্লাহ।

জ্ঞানমূলক প্রশ্ন

১. জারণ মান কাকে বলে? 

২. সংযোজন বিক্রিয়া কাকে বলে? 

৩. দহন বিক্রিয়া কাকে বলে?

৪. প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? 

৫. পানিযোজন বিক্রিয়া কাকে বলে? 

৬. আর্দ্র বিশ্লেষন বিক্রিয়া কাকে বলে?

৭. তাপহারী ও তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে? 

৮. উভয়মুখী। বিক্রিয়া কাকে বলে?

৯. লা শাতেলিয়ার নীতি কী? 

১০. জারক ও বিজারক কী?

১১. জারন ও বিজারন কী? 

১২. সমানুকরন বিক্রিয়া কী?

১৩. ভৌত পরিবর্তন কাকে বলে? 

১৪. রাসায়নিক পরিবর্তন কাকে বলে?

১৫. প্রশমন বিক্রিয়া কাকে বলে? 

১৬. বিক্রিয়ার হার কী? 

১৭. একমুখী ও উভমুখী বিক্রিয়া কাকে বলে?

অনুধাবন মূলক প্রশ্ন

১. জারন সংখ্যা ও যোজনী একই নয় কেন? ব্যাখ্যা কর।

২. যোজনী ও জারন মানের মধ্যে পার্থক্য লিখ। 

৩. আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ও পানি যোজন বিক্রিয়া এক নয় ব্যাখ্যা কর।

৪. ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখ? 

৫. তাপহারী ও তাপোৎপাদী বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখ।

৬. অধঃক্ষেপণ বিক্রিয়া ব্যাখ্যা কর।

৭. একমুখী ও উভমুখী বিক্রিয়া মধ্যে পার্থক্য লিখ।

৮. রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বুঝ ব্যাখ্যা কর। 

৯. লোহার উপর মরিচা পড়া কি ধরনের পরিবর্তন ব্যাখ্যা কর

আরো পড়তে পারেন

জারন মান নির্ণয় কর

1. H2SO4         2.  CaCO3        3. H2S2O7       4. Na2SO4     5. AICL3  6.C6H12O6    7.  CaCO3     8.  Al2(SO4)3      9.HNO3,        10. C12H22O11  প্ৰত্যেকটি যৌগের কেন্দ্রীয় মৌলের জারন মান নির্ণয় কর।

Redox বিক্রিয়া (জারন-বিজারন বিক্রিয়া নির্ণয় কর)

1. CH4+O2 = CO2+H2O

2.  H2S+Cl2 ⇒ HCH+ S 

3. FeCl2+ Cl2 = FeCl3

4. Zn+H2SO4 =  ZnSO4 + H2 

5. Al+ O2 = AL2O3

6.  SnCl2 + Cl2 ⇒ SnCl4 

7. HgCl2 +  Hg  = Hg2Cl2 

8. C+O2 ⇒ CO₂

9. S+O2 = SO2

10. FeCl3 + SnCl2 → FeCl2 +SnCl4 

11. H₂S + SO2 = H₂O + S

12.  KClO3 = KCl + O2

Non-Redox বিক্রিয়া 

1. NaOH + HCl = NaCl + H2O

2. AgNO3 + NaCl =  AgCl + NaNO3

3.  AgNO3 + KI ⇒ AgI + KNO3

4. HCl + Mg(OH)2 = MgCl2 + H2O

5.  AgCl + H2O = AgOH + HCl

6.  AlCl3 + 3H2O = Al(OH)3 + 3HCI

সকল প্রশমন, অধঃক্ষেপণ ও আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হলো Non redox বিক্রিয়া।

বিক্রিয়ার উপর লা শাতেলিয়ার নীতি বিশ্লেষণ

1.  N2 + 3H2 = NH3 বিক্রিয়াটির উপর লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর।

2. N2 + O2 =  2NO  বিক্রিয়াটির উপর লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর। 

3. PCl5 ⇒ PCl + Cl2 বিক্রিয়াটির উপর লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর।

4.  S+O2 = SO2 এই বিক্রিয়া উপর লা শাতেলিয়ার নীতি অনুসারে তাপ, চাপ ও ঘনমাত্রার প্রভাব বিশ্লেষণ কর।

রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল প্রশ্নের নমুনা

1. (i) Na2SO4 (aq) + Ba(NO3)2 (aq) → BaSO4 (s) +NaNO3 (aq) 

(ii) 2AB2 (g) + B2 = 2AB 3 (g) + 197 KJ 

গ. (i) নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রয়া? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের (ii) নং বিক্রিয়াটিতে রাসায়নিক সাম্যবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ কর। 

2. (i) H2S + Cl2 = 2A + S 

(ii) AlCl3(s) + H2O (l)  = A+B 

গ."উদ্দীপকের (i) নং বিক্রিয়া একটি রেডক্স বিক্রিয়া" ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের (ii) নং বিক্রিয়াকে অধঃক্ষেপণ বিক্রিয়া ও পানি বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে কিনা? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

3. FeCl2 + X2 → FeCl3 

গ. উদ্দীপকের X2 অণুর গঠন চিত্রসহ ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের বিক্রিয়ায় জারণ-বিজারণ একই সাথে সংঘটিত হয় - বিশ্লেষণ করো।

4. (i) ZnSO4 (aq) + Ba (NO3)2 (aq) = BaSO4 (s) + Zn(NO3)(aq) 

(ii) SiCl4 + H2O = Si(OH)4 + HCI 

(iii) ZnSO4 + 7H2O  = ZnSO4.7H2O 

গ. উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়াকে সমর্থন করে? বর্ণনা করো।

ঘ. (ii) ও (iii) নং বিক্রিয়া পানির উপস্থিতিতে সম্পন্ন হলেও বিক্রিয়া দুটির ধরন একই কী বিশ্লেষণ করো।

5. (i) H₂S + Cl2 =  S + 2HC1

(ii) CH3CH2COOCH3 + H2O =  CH3CH2OH + CH3COOH

গ. (ii) নং বিক্রিয়াকে আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া বলার কারণ ব্যাখ্যা কর।

ঘ. (i) নং বিক্রিয়াকে একইসাথে জারণ-বিজারণ ও প্রতিস্থাপন বিক্রিয়া বলা যায় কি? সমীকরণসহ বিশ্লেষণ করো।

6. (i) Mg(OH)2 + 2HCl =  MgCl2 + 2H2O 

(ii) CaO + CO2 = CaCO3

(iii) Ca + F2 → CaF2 

গ.আমাদের দৈনন্দিন জীবনে (i) নং প্রকৃতির বিক্রিয়ার ভূমিকা ব্যাখ্যা কর। 

ঘ. সকল সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয় (ii) ও (iii) নং এর আলোকে বিশ্লেষণ করো।

7.  অ্যালুমিনিয়ামের দহনের ফলে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। [Al এর পারমাণবিক ভর = 27] 

4Al(s) +3O2 (g) → 2Al2O3(s)

ঘ, বিক্রিয়াটিতে জারণ-বিজারণ যুগপৎ ঘটে- ইলেকট্রনীয় ধারণার আলোকে ব্যাখ্যা কর

8. N2(g) + 3H(g) = 2NH3 (g)  ΔH = -92 KJ

ঘ. উদ্দীপকের বিক্রিয়াটির উপর লা-শাতেলিয়ারের নীতির প্রভাব বিশ্লেষণ করো।

9.  i) N2(g) + O2(g) = 2NO(g) ΔH = 180KJ

ii) N2(g) + 3H2(g) = 2NH3 (g);    ΔH = -92KJ

ঘ. সাম্যাবস্থায় (i) নং বিক্রিয়াটির উপর তাপ ও (ii) নং বিক্রিয়াটির উপর চাপের প্রভাব আলোচনা কর।

10. HgCl2 + Hg → HgCl2

গ. উদ্দীপকের বিক্রিয়ার আলোকে দেখাও যে, জারণ-বিজারণ যুগপৎ ঘটে।

11. (i) N2(g) + O2(g) = 2NO(g)  ΔH = 180KJ

(ii) N2(g) + 3H2(g) = 2NH3(g)  ΔH =  - 92KJ

গ. প্রমাণ অবস্থায় (ii) নং বিক্রিয়াটির উৎপাদ যৌগটির 10g এ অণুর সংখ্যা নির্ণয় করো।

ঘ. সাম্যাবস্থায় (i) নং বিক্রিয়াটির উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো

আমাদের শেষ কথা

আশা করি রসায়ন ৭ম অধ্যায় সৃজনশীল গুলো তোমাদের ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন