রসায়ন ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন
রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, যা গুণগত বিশ্লেষণ এবং পরিমাণগত বিশ্লেষণ। কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার পদ্ধতির নাম গুণগত বিশ্লেষণ এবং কোনো পদার্থের পরিমাণ নির্ণয়ের পদ্ধতির নাম পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব-নিকাশ করা হয়। এসব হিসাব-নিকাশকে একত্রে রাসায়নিক গণনা বলা হয়। রাসায়নিক গণনায় কোনো পদার্থ এর পরিমাণ অনেক সময়েই মোল এককে প্রকাশ করা হয়। রসায়ন ৬ষ্ঠ অধ্যায়ে তোমরা মোল কী, মোল দিয়ে হিসাব-নিকাশ কীভাবে করা হয়, মোলের হিসাব-নিকাশ থেকে কীভাবে ঘনমাত্রার হিসাব করা হয়। এই বিষয়গুলো জানতে পারবে।
মোলের ধারনা ও রাসায়নিক গণনা |
বিভিন্ন সালের এসএসসি বোর্ড
প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে
নবম দশম শ্রেণীর রসায়ন ৫ম অধ্যায় সৃজনশীল প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো
চর্চা করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায় হতে কমন থাকবে ইনশাআল্লাহ।
জ্ঞানমূলক প্রশ্ন
১. মোল কী?
২. মোলারিটি ও মোরালিটি
কাকে বলে?
৩. শতকরা সংযুতি কাকে বলে?
৪. লিমিটিং বিক্ৰিয়াক
কাকে বলে?
৫. প্রমাণ দ্রবন কী?
৬. অ্যানালার কী?
৭. মোলার দ্রবন কী?
৮. মোলার আয়তন কাকে বলে
?
৯. সেমিমোলার দ্রবন কাকে
বলে?
১০. কেলাস পানি কী?
১১. সম্পৃক্ত দ্রবন কী?
১২. স্ফটিক কী?
১৩. গাঢ় দ্রবণ কাকে বলে?
১৪. লঘু প্রবণ কাকে বলে?
১৫. সম্পৃক্ত দ্রবণ কী?
১৬. পিপিএম (ppm) একক কি?
১৭. মৌলের আণবিক ভর কাকে
বলে?
১৮. মোল ভগ্নাংশ কি?
১৯. বাষ্প ঘনত্ব কাকে বলে?
২০. মোলারিটি কীসের উপর
নির্ভরশীল?
২১. NTP কি?
২২. ppm কাকে বলে?
২৪. আণবিক সংকেত কাকে বলে?
২৫. যৌগের সংযুতি বলতে
কি বোঝায়?
আরো পড়তে পারেন
অনুধাবন মূলক প্রশ্ন
১. একই স্কুল সংকেত একাধিক
যৌগের ক্ষেত্রে প্রযোজ্য ব্যাখ্যা কর।
২. আনবিক সংকেত জানার জন্য
স্থূল সংকেত প্রয়োজন ব্যাখ্যা কর।
৩. এক মোল CO: বলতে কি
বুঝ?
৪. সেমিমোলার দ্রবন একটি
প্রমান এখন ব্যাখ্যা কর।
৫. CO2 মোলার আয়তন ব্যাখ্যা
কর।
৬. স্থুল সংকেত ও আনবিক
সংকেতের মধ্যে পার্থক্য লিখ?
৭. "মোলর দ্রবন একটি
প্রমাণ দ্রবন" ব্যাখ্যা কর।
৮. ডেসিমোলার দ্রবণের ব্যাখ্যা
দাও।
৯. ডেসিমোলার দ্রবণ প্রমাণ
দ্রবণ কেন?
১০. অক্সিজেনের বাষ্প ঘনত্ব
16 এর অর্থ কি?
১১. রসায়নে মোল ধারণার
গুরুত্ব ব্যাখ্যা কর।
১২. নাইট্রোজেনের আণবিক
ভর 28 এর অর্থ কি?
১৩. প্রমাণ তাপমাত্রা ও
চাপ বলতে কী বুঝায়?
অনুর সংখ্যা নির্ণয়
১. 10g H2SO4
এর অনুর সংখ্যা নির্ণয় কর।
২। 5g HNO3
এর অনুর সংখ্যা নির্ণয় কর।
৩. 3g CaCO3
অনুর সংখ্যা নির্ণয় কর।
৪. 14g Na2SO4
এর অনুর সংখ্যা নির্ণয় কর।
৫. 5g CO2 এর অনুর
সংখ্যা নির্ণয় কর।
৬. 10g AL(SO4)3
অনুর সংখ্যা নির্ণয়
পরমানুর সংখ্যা নির্ণয়
১. 10g H2SO4
এর পরমানুর সংখ্যা নির্ণয় কর।
২. 5g
HNO3 এর পরমানুর সংখ্যা নির্ণয় কর।
৩. 13g CaCO3 এর
পরমানুর সংখ্যা নির্ণয় কর।
৪. 14g Na2SO4 এর
পরমানুর সংখ্যা নির্ণয় কর।
৫. 5g CO2 এর পরমাণুর
সংখ্যা নির্ণয় কর।
৬. 10g
Al2(SO4)3 এর পরমানুর সংখ্যা নির্ণয় কর।
মোল সংখ্যা নির্ণয়
১. 10g H2SO4
এর মোল সংখ্যা নির্ণয় কর।
২. 5g HNO3
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৩. 3g CaCO3
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৪. 4g NaSO4
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৫. 10g
AL2(SO3)3 এর মোল সংখ্যা নির্ণয় কর।
৬. 15g CO2 এর মোল
সংখ্যা নির্ণয় কর।
আয়তন নির্ণয়
১. 10g H2SO4
এর মোল সংখ্যা নির্ণয় কর।
২. 5g HNO3
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৩. 3g CaCO3
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৪. 4g NaSO4
এর মোল সংখ্যা নির্ণয় কর।
৫. 10g
AL2(SO3)3 এর মোল সংখ্যা নির্ণয় কর।
৬. 15g CO2 এর মোল
সংখ্যা নির্ণয় কর।
৬। 10g Al(SO4) আয়তন নির্ণয়
কর।
ঘনমাত্রা সম্পর্কিত গানিতিক সমস্যা বলি।
১. 100ml সেমিমোলার দ্রবন
তৈরী করতে কত গ্রাম C6H12O6 প্রয়োজন?
২. 250ml ডেসিমোলার দ্রবন
তৈরী করতে কত গ্রাম C12H12O11 প্রয়োজন?
৩. 200ml সেন্টিমোলার দ্রবন
তৈরী করতে কত গ্রাম NaNO3 প্রয়োজন?
৪. 200ml সেমিমোলার দ্রবন
তৈরী করতে কত গ্রাম CaCO3 প্রয়োজন?
ঘনমাত্রা নির্ণয়
১. 10g HeSO4 এর
200ml ঘনমাত্রা নির্ণয় কর।
২. 5g HNO3
এর 150ml ঘনমাত্রা নির্ণয় কর।
৩. 4g
CaCO3, 250ml ঘনমাত্রা নির্ণয় কর।
৪. 5g সেমিমোলার CaCO3
এর আয়তন নির্ণয় কর।
৫. 5g H₂SO4 এবং 5g KOH এর 200mL দুটির
ঘনমাত্রা সমান কিনা যাচাই কর।
৬. 5g HCI
এর 150 ml এবং 4g NaOH এর 200 ml পাত্রদ্বয়ের ঘনমাত্রা সমান কিনা যাচাই
কর।
৭. 10g H2SO4 এর 100
ml এবং 8g NaOH এর 100 ml পাত্রদ্বয়ের ঘনমাত্রা সমান কিনা যাচাই কর।
লিমিটিং বিক্রিয়ক ও বিক্রিয়ার প্রকৃতি নির্ণয়
১. A = 5g H₂SO4 200 ml, B = 5g KOH 200 ml
i) A ও B এর মধ্যে কোনটি
লিমিটিং বিক্রিয়ক নির্ণয় কর। ii) মিশ্রিত দ্রবনের প্রকৃতি নির্ণয় কর।
২. A = 5g HCI
150ml B = 4g NaOH 200mL
i) A ও B এর মধ্যে কোনটি
লিমিটিং বিক্রিয়ক নির্ণয় কর। ii) মিশ্রিত ধবনের প্রকৃতি নির্ণয় কর।
৩. A = 10g H2SO4
100ml, B = 8g NaOH 100ml
i) কোনটি লিমিটিং বিক্রিয়ক
নির্ণয় কর। ii) মিশ্রিত ধবনের প্রকৃতি নির্ণয় কর।
শতকরা সংযুতি নির্ণয়
১. 1. H2SO4
2. CaCO3 3. H2SO7 4. NaSO4
5. A lCl3 6. CH12O6 7.
CaCO3 8. Al2(SO4)3 9. HNO3 10. C12H22O11
11.Ca(HCO3)2
২. 90 ভর বিশিষ্ট যৌগ
M এর 15g বিশ্লেষণ করে 33g হাইড্রোজেন 4g কার্বন এবং 10.67g অক্সিজেন হলে
উক্ত যৌগের শতকরা সংযুতি নির্ণয় কর।
৩. 180 ভর বিশিষ্ট যৌগ
N এর 6.75g বিশ্লেষণ করে 0.45g হাইড্রোজেন, 2.7g কার্বন 3.6g অক্সিজেন হলে উক্ত যৌগের
শতকরা সংযুক্তি নির্ণয় কর।
স্থুল আনবিক সংকেতের নির্ণয়
১. A একটি যৌগ যার
C=40%, H=6.67% এবং O=53.33% হলে A যৌগটি আনবিক সংকেত নির্ণয় কর এখানে আনবিক ভর
180
২. H = 1.5%, N =
22.22%, O = 76.19%, এবং যৌগটির আনবিক ভর 63 হলে যৌগটির আনবিক সংকেত নির্ণয় কর।
৩. M একটি জৈব এসিড,
যার বাষ্পঘনত্ব 75 এবং C = 32% O = 64% হলে M যৌগের আনবিক সংকেত নির্ণয় কর।
৪. একটি যৌগের শতকরা সংযুতি
হলো N = 36.8% এবং O = 63.2% হলে যৌগের আনবিক ভর = 76 হলে যৌগের আনবিক সংকেত নির্ণয়
কর।
৫. 106 আনবিক ভর বিশিষ্ট
একটি যৌগে Na = 43.40% C = 11.32% এবং O = 45.28% হলে যৌগটির আনবিক সংকেত নির্ণয় কর।
৬. 90 ভর বিশিষ্ট যোগ
M এর 15g বিশ্লেষণ করে 33 g হাইড্রোজোন 4g কার্বন এবং 10.67g অক্সিজেন হলে উক্ত যৌগের
আনবিক সংকেত নির্ণয় কর।
৭. 180 ভর বিশিষ্ট যৌগ
N এর 6.75g বিশ্লেষণ করে 0.45g হাইড্রোজেন, 2.7g কার্বন 3.6g অক্সিজেন হলে উক্ত যোগের
আনবিক সংকেত নির্ণয় কর।
প্রত্যাশিত উৎপাদ নির্ণয়
১. 21g MgCO3 প্রস্তুত
করার লক্ষ্যে 8g MgO এবং 11g CO2 নেয়া হলো, প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব কিনা গানিতিক
ভাবে বিশ্লেষণ কর।
২. 5.05g Mg এবং
14g Cl কে মিশিয়ে 20g MgCl2 প্রস্তুত করা হলো। উক্ত বিক্রিয়া 20g উৎপাদ পাওয়া সম্ভব
কিনা গানিতিক ভাবে বিশ্লেষণ কর।
৩. 20g CaCO3 প্রস্তুত
করার জন্য 10g CaO ও 8g CO2 নেয়া হলো উক্ত বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া সম্ভব
কিনা গানিতিক ভাবে বিশ্লেষণ কর।
৪. 40.5g
Ca(HCO3)2 প্রস্তুত করার লক্ষ্যে 25g CaCO3, 4.5g H2O এবং 8g CO2 মিশ্রণে করা
হয়, বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ না পাওয়ার কারণ বিশ্লেষণ
উৎপাদের শতকরা পরিমান নির্ণয় কর
১. 80g CaCO3 কে তাপ দিয়ে
39 g CaO পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমান নির্ণয় কর।
২. 80g KCIO3
কে তাপ দিয়ে 38g KCI পাওয়া গেল উৎপাদের শতকরা পরিমান নির্ণয় কর।
৩। 70g ZnCO কে উত্তপ্ত
করে 30g ZnO পাওয়া গেল। উৎপাদের শতকরা পরিমান নির্ণয় কর।
ভেজালের পরিমান ও ভেজালের শতকরা পরি মান নির্ণয় কর।
১. 80g CaCO3 কে তাপ দিয়ে
39g CaO পাওয়া যায়। CaCO এর ভেজালের পরিমান ও ভেজালের শতকরা পরিমান নির্ণয় কর।
2. 80g KCIO3 কে তাপ দিয়ে
38g KCI পাওয়া গেল KCIO3 এ ভেজালের পরিমান ও ভেজালের শতকরা পরিমান নির্ণয় কর।
৩. 170g ZnCO3 কে উত্তপ্ত
করে 30g ZnO পাওয়া গেল। ZnCO3 এর ভেজালের পরিমানও ভেজালের শতকরা পরিমান নির্ণয় কর।
রসায়ন ৬ষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্নের নমুনা
যশোর বোর্ড -২০,১৭,১৬, দিনাজপুর বোর্ড ২০, ১৭,১৬, সকল বোর্ড ১৮, ঢাকা বোর্ড ১৭, কুমিল্লা
বোর্ড ১৭, চট্টগ্রাম বোর্ড-১৬
আমাদের শেষ কথা
আশা করি রসায়ন ৬ষ্ঠ
অধ্যায় সৃজনশীল প্রশ্ন গুলো তোমাদের ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে কমেন্টের
মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি
হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আরো পড়তে পারো
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
উত্তরমুছুন