রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল
তোমরা কি কখনো ভেবে দেখেছ আমাদের চারপাশের জিনিসগুলো কী দিয়ে তৈরি? তোমার শরীরই বা কী দিয়ে তৈরি? হ্যাঁ, তোমাদের মতো প্রাচীন দার্শনিকেরাও এ নিয়ে বহু চিন্তা-ভাবনা করেছেন। প্রাচীন গ্রিক দার্শনিকেরা ভাবতেন মাটি, পানি, বায়ু এবং আগুন ইত্যাদি মৌলিক পদার্থ আর অন্য সকল বস্তু এদের মিশ্রণে তৈরি। গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন, প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন এটম।
রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন |
কোনো
বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে 1803 সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন
পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে, প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সমন্বয়ে গঠিত। তিনি দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এ একক কণার
নাম দেন Atom, যার অর্থ পরমাণু। এর পরে প্রমাণিত
হয় যে, পরমাণু অবিভাজ্য নয়।এদের ভাঙলে পরমাণুর চেয়েও ক্ষুদ্র কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি পাওয়া যায়। পরমাণুর বিভিন্ন মডেল, পরমাণুর ইলেকট্রন বিন্যাস ইত্যাদি রসায়ন তৃতীয় অধ্যায়ে আলোচনা করা হবে।
বিভিন্ন সালের এসএসসি বোর্ড প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে নবম দশম শ্রেণীর রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো চর্চা করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন রসায়ন তৃতীয় অধ্যায় হতে কমন থাকবে ইনশাআল্লাহ।
জ্ঞানমূলক প্রশ্ন
১.
পারমাণবিক সংখ্যা কাকে বলে?
২.
নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা
কাকে বলে?
৩.
অরবিট/শক্তিস্তর ও অরবিটাল/ উপস্তর
কাকে বল?
৪.
আইসোটোপ, আইসোটন ও আইসোবার কাকে
বল?
৫.
মৌলিক অনু ও যৌগিক অনু
কাকে বলে?
৬.
ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভর
কত?
৭.
আপেক্ষিক গড় পারমানুবিক ভর
কাকে বলে?
৮.
তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে?
৯.
অনু ও পরমানু কাকে
বলে?
১০.
হাইড্রোজেনর মোট আইসোটোপ কয়টি ও স্থায়ী আইসোটোপ
কয়টি?
১১.
সালফার অনুর সংকেত কি?
১২.
আউফবাউ নীতি কী?
আরো পড়তে পারেন
অনুধাবনমূলক প্রশ্ন
১. চিকিৎসা
ও কৃষি ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লিখ?
২. যৌগের
আপেক্ষিক আণবিক ভর এর ব্যাখ্যা
দাও।
৩. মৌলিক অনু ও যৌগিক অণু
মধ্যে পার্থক্য লিখ?
৪. অণু ও পরমাণুর মধ্যে
পার্থক্য লিখ?
৫. 4S
অপেক্ষায় 3d অরবিটালে শক্তি বেশি কেন? ব্যাখ্যা করো।
৬. ফ্লোরিন
পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন? ব্যাখ্যা করো।
৭. আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন?
৮. অক্সিজেন ও সালফারের আপেক্ষিক
পারমাণবিক ভর 16 ও 32 বলতে কী বোঝ?
৯. ক্রোমিয়াম ও কপারের ইলেকট্রন
বিন্যাস স্বাভাবিক নিয়মে মেনে চলে না কেন?
১০. পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কেন?
১১. অরবিট ও অরবিটালের মধ্যে
পার্থক্য লিখ?
১২.
H2SO4, NaHCO3, Al2(SO4)3, CaCO3, H2S2O7 মূলকণিকা
নির্ণয় কর।
১৩. 2d এবং 3dউপস্তরের মধ্যে কোন উপস্তরটি সম্ভব নির্ণয় কর।
১৪. 4p ও 6s মধ্যে কোন উপস্তরটি অধিক শক্তিশালী ব্যাখ্যা কর।
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
১.
X একটি মৌল যার নিউক্লিয়াসের ভর `4.01\times10^{-23}` g এবং এর নিউট্রন সংখ্যা
12 হলে X মৌলটি সনাক্ত কর।
২.
A একটি মৌল যার নিউক্লিয়াসের ভর `4.51\times10^{-23}` g এবং এর নিউট্রন সংখ্যা
14 হলে A মৌলটি সনাক্ত কর।
৩.
M একটি মৌল যার নিউক্লিয়াসের ভর `3.85\times10^{-23}` g এবং এর প্রোটন সংখ্যা
11 হলে M মৌলটি সনাক্ত কর।
৪.
C, O, Cl, Al, এবং Cr
এর আপেক্ষিক পারমানবিক ভর নির্ণয় কর।
৫. `{}^{10}B` ও
`{}^{11}B` পরস্পর দুটি আইসোটোপ হলে B এর গড় আপেক্ষিক
পারমানুবিক ভর নির্ণয় কর।
৬.
`{}^{35}Cl` এবং
`{}^{37}Cl` পরস্পর দুটি আইসোটোপ হলে Cl এর গড় আপেক্ষিক
পারমানুবিক ভর নির্ণয় কর।
৭.
`{}^{16}O`, `{}^{17}O`, `{}^{18}O` এদের
শতকরা পরিমান যথাক্রমে 96%, 2.85% এবং 1.15% হলে O এর গড় আপেক্ষিক
পারমানুবিক ভর নির্ণয় কর
৮.
`{}^{16}O`, `{}^{17}O`, `{}^{18}O` এদের
শতকরা পরিমান যথাক্রমে 96%, 2.85% এবং 1.15% হলে কোন পরমানুটি অধিক সুস্থিত?
৯.
`{}^{14}N`, `{}^{15}N`, `{}^{16}N` এদের
শতকরা পরিমাণ যথাক্রমে 97.5%, 1.75%
এবং 0.75% হলে N এর গড় আপেক্ষিক
পারমানুবিক ভর নির্ণয় করে
কোন পরমানুটি অধিক সুস্থিত ব্যখ্যা কর।
১০. 63Cu ও 65Cuপরস্পর দুটি আইসোটোপ। Cu এর গড় আপেক্ষিক
পারমানবিক ভর 63.5 হলে প্রকৃতিতে এদের শতকরা পরিমান নির্ণয় কর।
১১. 35CI এবং 37CI পরস্পর দুটি আইসোটোপ। Cl এর গড় আপেক্ষিক
পারমানবিক ভর 36.15 হলে প্রকৃতিতে এদের শতকরা পরিমান নির্ণয় কর।
১২. রাদার্ফোড
ও বোর মডেলের মধ্যে তুলনা কর।
১৩. K
ও Ca এর ইলেকট্রন বিন্যাস
`2n^2` নীতি মেনে চলে না কেন? বিশ্লেষণ
কর। ১৪। Na এর তৃতীয় কক্ষপথের
কৌণিক ভরবেগ নির্ণয় কর।
১৫. Na এর তৃতীয় কক্ষপথে ব্যাসার্ধ 3.2×10 m হলে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় কর।
রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল নমুনা
১. i) Xএকটি মৌল যার নিউক্লিয়াসের ভর `3.85\times10^{-23}` g এবং এর নিউট্রন সংখ্যা
12 ii). 12C ও 13C পরস্পর দুটি আইসোটোপ
ক.
নিউট্রন সংখ্যা কী?
খ.
NaHCO3 এর মূল কনিকা নির্ণয় কর।
গ)
উদ্দীপকের X মৌলটি সনাক্ত কর।
ঘ.
ii) নং উদ্দীপকের C পরমানুর গড় আপেক্ষিক পারমানবিক ভর নির্ণয় কর।
২. i) M4 একটি অনুর ভর `2.07\times10^{-22}`
g এবং ii)
`{}^{16}O`, `{}^{17}O`, 18O ও
এদের শতকরা পরিমান 95%, 3.5% 1.5%
ক)
মৌলিক অনু কাকে বলে?
খ)
আপেক্ষিক পারমানবিক ভরের একক থাকে না কেন?ব্যাখ্যা
কর।
গ)
i নং উদ্দীপকের M যৌগের আনবিক ভর নির্ণয় কর।
ঘj
ii) নং উদ্দীপকের আলোকে O এর গড় আপেক্ষিক
পারমানবিক ভর নির্ণয় কর
এবং আইসোটোপগুলোর মধ্যে কোনটি অধিক সুস্থিত বিশ্লেষণ কর ।
৩. i) 14N ও 15N পরস্পর দুটি আইসোটোপ।
(ii) A এর
পারমানবিক সংখ্যা 20.
ক)
আইসোটোপ কাকে বলে?
খ.
মৌলিক অনু ও যৌগিক অনুর
মধ্যে পার্থক্য বর্ণনা কর।
গ)
A মৌলটির ইলেকট্রন বিন্যাস `2n^2` নীতি অনুসরণ করে না কেন?ব্যাখ্যা
কর।
ঘ)
ii নং উদ্দীপকের মৌলটির গড় আঃপাঃভর নির্ণয় কর।
৪.
A মৌল = 60Co, B মৌল = 32P, C যৌগ = H2SO4
ক)
অরবিটাল কাকে বলে?
খ)
অরবিট ও অরবিটালে মধ্যে
পার্থক্য লিখ।
গ)
C যৌগের মূলকণিকা নির্ণয় কর।
ঘ)
A এবং B এর আইসোটোপগুলো আমাদের
জীবনে গুরুত্বপূর্ণ
বোর্ড
প্রশ্ন: চট্টগ্রাম - ২১, ঢাকা- ২১ যশোর - ২১,
কুমিল্লা- ২১ দিনাজপুর - ২১
ময়মনসিংহ - ২১
আমাদের শেষ কথা
আশা করি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। আর কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আরো
পড়তে পারো
উত্তর গুলো কোথায়?
উত্তরমুছুন