রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এরা স্থান দখল করে। চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস—এই সবগুলোই এক একটি পদার্থ। সকল পদার্থই কঠিন, তরল ও গ্যাসীয়-এ তিন অবস্থাতেই থাকতে পারে। এ তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এ বিষয়গুলো নিয়েই রসায়ন ২য় অধ্যায় এ আলোচনা করা হয়েছে।
বিভিন্ন
সালের এসএসসি বোর্ড প্রশ্ন এবং দেশের নামি-দামি স্কুলের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করে এসএসসি রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর প্রণয়ন করা হয়েছে যাতে এই প্রশ্নগুলো চর্চা
করলে এসএসসি পরীক্ষায় ১০০% রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন হতে কমন থাকবে ইনশাআল্লাহ।
জ্ঞানমূলক প্রশ্ন
১। ব্যাপন কী?
২। নিঃসরন কী?
৩। ২। উর্ধ্বপাতন কাকে বলে?
৪। স্ফুটনাঙ্ক কী?
৫। গলনাঙ্ক কী?
৬। মোম কী?
৭। পাতন কাকে বলে?
৮। বাষ্পীভবন কাকে বলে?
৯। ঘনীভবন কাকে বলে?
১০। শুষ্ক বরফ কী?
১১। ট্রিফয়েল কী?
আরো পড়তে পারো
১২। মরিচা কী?
১৩। আল-কেমি কী?
১৪। প্রিজারভেটিভস কী?
অনুধাবন মূলক প্রশ্ন
১.
NaCl উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন? ব্যাখ্যা কর।
২। ব্যাপন ও নিঃসরন মধ্যে পার্থক্য লিখ?
GICH CO2 মধ্যে করা ব্যাপন হার বেশী?
৪। আয়োডিন বা ন্যাপথলিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিনত হয় হয় কেন?
৫।নিশাদলকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয় কেন?ব্যাখ্যা কর।
৬।মোম দহন করলে কী উৎপন্ন হয়?
প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
1 CH4 এর ব্যাপন হার CO2 এর ব্যাপন হারের কত গুন গানিতিক ভাবে বিশ্লেষণ কর।
21 H2O (g) তাপীয় বক্ররেখা অংকন করে ব্যাখ্যা কর।
৩।H2O
(g) শীতলীকরণ বক্ররেখা অংকন করে ব্যাখ্যা কর।
৪। NaCl এর তাপীয় বক্ররেখা ও শীতলীকরণ বক্ররেখা অংকন করে ব্যাখ্যা কর।
৫। CO2 এর এর তাপীয় বক্ররেখা ও শীতলীকরণ বক্ররেখা অংকন করে ব্যাখ্যা কর।
রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নের নমুনা
ii) NaCl(s) NaCl (1) NaCl (g) ii) CO2(s) + CO2
গ)
(i) নং বিক্রিয়ায় শীতলীকরনের লেখচিত্রটি ব্যাখ্যা কর।
ঘ)
(ii) নং বিক্রিয়ায় শীতলীকরণের লেখচিত্র
(i) নং বিক্রিয়ার শীতলীকরণ লেখচিত্রটি ভিন্ন হওয়ার কারন বিশ্লেষণ কর।
রাজবাহী বোর্ড -২০১৫, যশোর- কুমিল্লা - ২০ ১৯, ১৭
আমাদের শেষ কথা
আশা
করি রসায়ন ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। আর কিছু জানার
থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
আরো পড়তে পারেন