অব্যয় পদ কাকে বলে শ্রেণিবিভাগসহ বিস্তারিত

বাংলা পদ মূলত দুই প্রকার। যথা: ১. সব্যয় পদ ২. অব্যয় পদ। সব্যয় অর্থ পরিবর্তনীয় অর্থ্যাৎ যে পদগুলো বচন, লিঙ্গ, প্রত্যয় ও বিভক্তি দ্বারা পরিবর্তন করা যায় তাদেরকে সব্যয় পদ বলে আর অব্যয় অর্থ অপরিবর্তনীয় অর্থ্যাৎ যে পদগুলো বচন, লিঙ্গ, প্রত্যয় ও বিভক্তি দ্বারা পরিবর্তন করা যায় না তাদেরকে অব্যয় পদ বলে। অব্যয়কে ইংরেজীতে বলে Preposition । পদ সমন্ধে ধারাবাহিক লেখার আজকের আলোচ্য বিষয় অব্যয় পদ কাকে বলে এবং প্রয়োজনীয় উদাহরণসহ অব্যয় পদের শ্রেণিবিভাগসহ বিস্তারিত আলোচনা।

অব্যয় পদ কাকে বলে
অব্যয় পদ কাকে বলে

অব্যয় পদ কাকে বলে? 

অব্যয় পদ: ন বয় = অব্যয়। যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থ্যাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা  বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে।

 অব্যয় পদের বৈশিষ্ট্য

i. অব্যয় পদের সঙ্গে কোনো বিভক্তি যুক্ত হয় না।

ii. অব্যয় পদের একবচন বা বহু বচন হয় না।

iii. অব্যয় পদের স্ত্রী ও পুরুষবাচকতা নির্ণয় করা যায় না।

অব্যয় পদের প্রকারভেদ

বাংলা ভাষায় তিন প্রকার অব্য়য় পদ রয়েছে। যথা: ১. বাংলা অব্যয় পদ, ২. তৎসম অব্যয় পদ এবং ৩. বিদেশি অব্যয় পদ। 

১. বাংলা অব্যয় পদ: আর, আবার, ও, হ্যাঁ, না ইত্যাদি।

২. বিদেশি অব্যয় পদ: আলবত, বহুত, খুব, শাবাশ,খাসা, মাইরি, মারহাবা ইত্যাদি।

৩. তৎসম অব্যয় পদ: যদি, যথা, সদা, সহসা, হঠাৎ, অর্থাৎ, দৈবাৎ, বরং, পুনশ্চ, আপাতত, বস্তুত ইত্যাদি। 'এবং' ও 'সুতরাং' তৎসম শব্দ হলেও বাংলায় এগুলোর অর্থ পরিবর্তিত হয়েছে। সংস্কৃতে "এবং" শব্দের অর্থ এমন, আর 'সুতরাং' অর্থ অত্যন্ত, অবশ্য। কিন্তু এবং = ও (বাংলা), সুতরাং = অতএব (বাংলা)

অব্যয় পদ গঠন হওয়ার উপায়

বিবিধ উপায়ে অব্যয় পদ গঠিত হয়।

১. একাধিক অব্যয় শব্দযোগে: কদাপি, নতুবা, অতএব, অথবা ইত্যাদি। 

২. আনন্দ বা দুঃখ প্রকাশক একই শব্দের দুইবার প্রয়োগে: ছি ছি, ধিক ধিক, বেশ বেশ ইত্যাদি।

৩. দুটি ভিন্ন শব্দযোগে: মোটকথা, হয়তো, যেহেতু, নইলে ইত্যাদি।

৪. অনুকার শব্দযোগে: কুহু কুহু, গুন গুন, ঘেউ ঘেউ, শন শন, ছল ছল, কন কন ইত্যাদি।

অব্যয়ের শ্রেণিবিভাগ

অব্যয় পদ প্রধানত চার প্রকার। যথা: ১. সমুচ্চয়ী অব্যয়, ২. অনন্বয়ী অব্যয়, ৩. অনুসর্গ অব্য়য় ৪. অনুকার বা ধ্বন্যাত্মক অব্য়য়

অব্যয় পদ কাকে বলে
চিত্রে অব্যয় পদের শ্রেণিবিভাগ দেখানো হয়েছে

সমুচ্চায়ী অব্যয় পদ কাকে বলে

সমুচ্চায়ী অব্যয়: যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলে।

সমুচ্চায়ী অব্যয় ৩ প্রকার

ক. সংযোজক অব্যয়

i. উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়। এখানে, 'ও' অব্যয়টি বাকাস্থিত দুটি পদের সংযোজন করছে।

ii. তিনি সৎ, তাই সকলেই তাকে এক করে। এখানে 'তাই' অব্যয়টি দুটি বাক্যের সংযোজন ঘটাচ্ছে। আর, অধিকন্ত, সুতরাং শব্দগুলোও সংযোজক অব্যয়।

খ. বিয়োজক অব্যয়

1. হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি পদের হাসেম এবং কাসেমের বিয়োগ সম্বন্ধ ঘটাচ্ছে।

ii. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। এখানে 'কিংবা' অব্যয়টি দুটি বাক্যাংশের বিয়োজক। আমরা চেষ্টা করেছি বটে, কিন্তু কৃতকার্য হতে পারিনি। এখানে 'কিন্তু' অব্যয় দুটি বাক্যের বিয়োজক। বা, অথবা নতুন, না হয়, নয়তো শব্দগুলো বিয়োজক অব্যয়।

গ. সংকোচক অব্যয়। 

তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। এখানে "অথচ অব্যয়টি দুটি বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করেছে। কিন্তু, বরং শব্দগুলোও সংকোচক অব্য়য় পদ

আরো পড়তে পারেন

নোট: অনুগামী সমুচ্চায়ী অব্য়য়: যে, যদি, যদিও, যেন প্রভৃতি কয়েকটি শব্দ সংযোজক অব্য়য়ের কাজ করে থাকে তাই এদের কে অনুগামী সমুচ্চায়ী অব্যয় পদ বলে। যেমন:

১. তিনি এত পরিশ্রম করেন যে তার স্বাস্থ্য ভঙ্গ হওয়ার আশঙ্কা আছে। 

২. আজ যদি (শর্ত বাচক) পারি, একবার সেখানে যান।

৩. এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার।

সমুচ্চায়ী অব্যয় বা যোজক সমন্ধে বিস্তারিত পড়ুন নিচের আর্টিকেলে

২. অনন্বয়ী অব্যয় পদ কাকে বলে

যে সকল অধ্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় পদ বলে। যেমন:

ক. উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি। কী সুন্দর প্রভাতের রূপ।

খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে: হ্যাঁ, আমি যাব। না, আমি যাব না। 

গ. সম্মতি প্রকাশে: আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব।

ঘ. অনুমোদনবাচকতায়: আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব। 

ঙ. সমর্থনসূচক জবাবে: আপনি যা জানেন তা তো ঠিকই বটে।

চ. যন্ত্রণা প্রকাশে: উঃ! পায়ে বড্ড লেগেছে। নাঃ এ কষ্ট সহ্য করা যায়। 

ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে: ছি ছি, তুমি এত নীচ। কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।

জ. সম্বোধনে: 'ওগো' আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

ঝ. সম্ভাবনায়: সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।

নোট: বাক্যালংকার অব্যয় পদ: কয়েকটি অব্যয় শব্দ নিরর্থকভাবে ব্যবহৃত হয়ে বাক্যের শোভাবর্ধন করে, এদের বাক্যালংকার অব্যয় বলে। যেমন: 

১. কত না হারানো স্মৃতি জাগে আজও মনে।

২. হায়রে ভাগ্য, হায়রে লজ্জা, কোথায় সভা, কোথায় সজ্জা 

৩. অনুসর্গ অব্যয় পদ কাকে বলে

অনুসর্গ অব্যয়: যে সকল অব্যয় পদ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে, তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন: ওকে দিয়ে হবে না। (দিয়ে অনুসর্গ অব্যয়)। অনুসর্গ অব্যয় পদান্বয়ী অব্যয় নামেও পরিচিত।

অনুসর্গ অব্যয়ের প্রকার

অনুসর্গ অব্যয় দুই প্রকার। যথা : ক. বিভক্তিসূচক অব্যয় এবং খ. বিভক্তি রূপে ব্যবহৃত অনুসর্গ অব্য়য়

৪. অনুকার অব্যয় কাকে বলে

অনুকার অব্যয়: যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার অব্যয় বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন :

বজ্রের ধ্বনি- কড় কড়

বৃষ্টির তুমূল শব্দ - ঝম ঝম

সিংহের হর্জন - গর গর

ঘোড়ার ডাক-চিহ্নি চিহি

স্রোতের ধ্বনি- কল কল 

বাতাসের গতি - শন শন

কাকের ডাক- কা কা

কোকিলের রব- কুহু কুহু

নোট: অনুভূতিমূলক অব্যয়ও অনুকার অব্যয়ের শ্রেণিভুক্ত। যেমন ঝাঁ ঝাঁ (প্রখরতাবাচক), খাঁ খাঁ (শুণ্যতাবাচক), কচ কচ, কট কট, ঝলমল, চক চক, ছম ছম. টন টন, খট খট ইত্যাদি।

বিশেষ ভাবে লক্ষ্যনীয়: বর্তমান নবম-দশম শ্রেণির নতুন বই অনুসারে পদ মোট ৮ প্রকার: ১. বিশেষ্য, ২. বিশেষণ, ৩. সর্বনাম, ৪. ক্রিয়া, ৫. ক্রিয়া বিশেষণ, ৬. আবেগ, ৭. অনুসর্গ, ৮. যোজক এগুলোর মধ্যে 

আবেগ মূলত অনন্বয়ী অব্যয়

অনুসর্গ মূলত অনুসর্গ অব্য়য়

যোজক মূলত সমুচ্চায়ী অব্য়য়

আমাদের শেষ কথা

আশা করি অব্যয় পদ কাকে বলে আর্টিকেলটি মাধ্যমে তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন