আবেগ শব্দ কাকে বলে শ্রেণিবিভাগসহ বিস্তারিত

প্রচলিত বাংলা ব্যাকরণে আবেগ শব্দ স্বতন্ত্র কোনো পদ না হলেও আধুনিক বাংলা ব্যাকরণ অনুসারে আবেগ শব্দ আলাদা একটি পদ। প্রচলিত ব্যাকরণে আবেগ শব্দকে অনন্বয়ী অব্যয় বলে। আবেগ পদকে ইংরেজিতে Interjection বলে। পদ সমন্ধে ধারাবাহিক আলোচনার আজকের আলোচ্য বিষয় হলো আবেগ শব্দ কাকে বলে এবং প্রয়োজনীয় উদাহরণসহ আবেগ শব্দ সম্পরকে বিস্তারিত। তো চলুন জানা যাক আবেগ শব্দ কাকে বলে?

আবেগ শব্দ কাকে বলে
আবেগ শব্দ কাকে বলে

আবেগ শব্দ কাকে বলে

যে সকল শব্দ দ্বারা আবেগ (interjection) তথা মনের নানা ভাব  প্রকাশ করা হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্বয়ী, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয়ও বলা হয়।

আবেগ শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হয়ে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়ে নানাবিধ ভাব প্রকাশে সাহায্য করে।

আবেগ শব্দ কত প্রকার ও কী কী

মানুষের আবেগ বিচিত্র বলে আবেগ প্রকাশের সব শব্দ আকার পায় না। সাধারণত আবেগ শব্দকে আট ভাগে ভাগ করা যায়। যথা: 

ক. সিদ্ধান্তবাচক আবেগ শব্দ (assertive interjection), 

খ. প্রশংসাবাচক আবেগ শব্দ (appreciative interjection) 

গ. বিরক্তিসূচক আবেগ শব্দ (interjection of disgust), 

ঘ. বিস্ময়সূচক আবেগ শব্দ (interjection of surprise), 

ঙ. ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ (interjection of fear or suffering), 

চ. সম্বোধনবাচক আবেগ-শব্দ (vocative interjection), 

ছ. করুণাবাচক আবেগ-শব্দ (interjection of pity) এবং 

জ. আলংকারিক আবেগ-শব্দ (figurative interjection)

আরো পড়তে পারেন

ক. সিদ্ধান্তবাচক আবেগ শব্দ (assertive interjection) কাকে বলে

যে সকল আবেগ শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি-ভাব প্রকাশ করা হয় তাদেরকে সিদ্ধান্তবাচক আবেগ শব্দ (assertive interjection) বলে।

যেমন : হুঁ, যুক্তিটা মন্দ মনে হচ্ছে না। বেশ, তাই হবে। না, আমি তোমার কোনো কথাই শুনব না ।

খ. প্রশংসাবাচক আবেগ শব্দ (appreciative interjection) কাকে বলে

যে সকল আবেগ দ্বারা প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশ করা হয় তাদেরকে প্রশংসাবাচক আবেগ শব্দ (appreciative interjection)। 

যেমন : শাবাশ! একটা খেলার মতো খেলা দেখালে। বাহ্! বড় চমৎকার ছবি এঁকেছ তো।

গ. বিরক্তিসূচক আবেগ শব্দ (interjection of disgust) কাকে বলে

যে সকল আবেগ শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয় তাদেরকে বিরক্তিসূচক আবেগ শব্দ (interjection of disgust) বলে। 

যেমন : ছিঃ ছিঃ! তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।

ঘ. বিস্ময়সূচক আবেগ শব্দ (interjection of surprise) কাকে বলে

যে সকল আবেগ শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে তাদেরকে বিস্ময়সূচক আবেগ শব্দ (interjection of surprise) বলে। 

আবেগ শব্দ কাকে বলে
মানুষ বিভিন্ন রকম ভাবে আবেগ প্রকাশ করে

যেমন: আরে, তুমি আবার কখন এলে! অ্যাঁ, বলছ কী? ও ফিরে এসেছে!

ঙ. ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ (interjection of fear or suffering) কাকে বলে

যে সকল আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে তাদেরকে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ (interjection of fear or suffering) বলে।

যেমন : উঃ, কী যন্ত্রণা!  আঃ! কী বিপদ ।

চ. সম্বোধনবাচক আবেগ শব্দ (vocative interjection) কাকে বলে

যে সকল আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় তাদেরকে সম্বোধনবাচক আবেগ-শব্দ (vocative interjection) বলে। 

যেমন : হে বন্ধু, তোমাকে অভিনন্দন । ‘ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে। ওরে, তুই কোথায় চললি? ওহে বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই।

ছ. করুণাবাচক আবেগ শব্দ (interjection of pity) কাকে বলে 

যে সকল আবেগ-শব্দ করুণা বা সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে তাদেরকে করুণাবাচক আবেগ শব্দ (interjection of pity) বলে। 

যেমন : আহা! বেচারার কেউ নেই। হায়! হায়! এখন ওদের কে দেখবে! হায় হায়! বাংলাদেশের ক্রিকেটের এ কী হাল? আহা ! এতিম ছেলেটির এখন কী হবে? হায়! আমার কপালে যে কী আছে কে জানে। আহা! ছেলেটির মাথা ট্রেনে কাটা পড়েছে।

জ. আলংকারিক আবেগ শব্দ (figurative interjection) কাকে বলে 

যে সকল আবেগ শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে আলংকারিক আবেগ শব্দ (figurative interjection) বলে। 

যেমন : দুর পাগল! এ কথা কী বলতে আছে। যাক গে যাক, ওসব ভেবে লাভ নেই। মা গো মা! লোকে এমন হাসাতেও পারে!

আমাদের শেষ কথা

আশা করি আবেগ শব্দ কাকে বলে উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগের আলোচনাটি তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন