Article বিষয়টি HSC, Degree (Pass) & Honours (non-credit) Course এর Syllabus এর অন্তর্ভুক্ত একটি বিষয়। যার কারণে article rules bangla আর্টিকেলে এ বিষয়ে অত্যন্ত সুনিপুনভাবে আলোচনা করা হয়েছে। Article এর ব্যতিক্রম ব্যবহারগুলোই সচরাচর পরীক্ষায় আসে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, Consonant এর পূর্বে A বসে, এটি একটি Common নিয়ম। আবার কখনো এর পূর্বে A না বসে Anও বসে। এটিই হলো ব্যতিক্রম। পরীক্ষায় সাধারণত ব্যতিক্রমটি বিষয়গুলোই বেশি আসে। শিক্ষার্থীদের এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে।
article rules bangla |
article rules bangla এর
জ্ঞান ব্যতীত Paragraph, Letter, Composition, Story প্রভৃতি যে শুদ্ধভাবে বানিয়ে
লেখা সম্ভব নয়। বর্তমান সময়ে নিজে নিজে ইংরেজি বানিয়ে লেখার যেমন বিকল্প নেই, তেমনি
শুদ্ধভাবে লিখতে গেলে article rules bangla এর ব্যবহার সম্পর্কেও সুষ্পষ্ট
ধারণা রাখার কোন বিকল্প নেই।
এ article শিক্ষার্থীরা যেন অফলাইনে অনুশীলন করতে পারে তার জন্য article rules bangla pdf দেওয়া আছে। article rules bangla pdf ডাউনলোড করে অফলাইনে অনুশীলন করতে পারেন
Articles-এর উৎপত্তি
ইংরেজি 'one'
adjective-টি সংক্ষিপ্ত হয়ে 'an' article-টির রূপ লাভ করেছে, আবার 'an' সংক্ষিপ্ত
হয়ে 'a' article-টি হয়েছে, আবার demonstrative adjective যথা: this, that,
these, those ইত্যাদি সংক্ষিপ্ত হয়ে "the" article-টির রূপভেদ হয়েছে
Classifications of Articles : Articles এর প্রকারভেদ
Articles দুই প্রকার। যথা
Indefinite Article: a
ও an অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে বলে এদেরকে
indefinite article বলে। যেমন- a book, a man, an idea, an owl ইত্যাদি। এক্ষেত্রে
উল্লিখিত বই, ব্যক্তি, মতামত, পেঁচা ইত্যাদি অনির্দিষ্ট বা বলা যেতে পারে অপরিচিত।
মূলত a ও an-এর মধ্যে অর্থগত
কোনো পার্থক্য নেই। কেবল ব্যবহারের দিক থেকে এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
Definite Article :
Article 'the' নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দেশ করে বলে 'the'-কে
definite article বলা হয়। যেমন- the heroine, the cow, the pond. এখানে নায়িকা, গাভী
বা পুকুরের নির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে।
Articles এর কাজ :
1. কোনো ব্যক্তি, বস্তু,
বা প্রাণী নির্দিষ্ট/অনির্দিষ্ট করে। যেমন- a student বলতে একটি অনির্দিষ্ট ছাত্রকে
বুঝায় কিন্তু the student বলতে নির্দিষ্ট বা উল্লিখিত ছাত্রকে বুঝায় ।
2. কোনো ব্যক্তি, বস্তু
বা প্রাণীর সংখ্যা নির্দেশ করে।
3. noun-এর অর্থ বা সীমানাকে
সংকুচিত করে। যেমন- girl বলতে সকল বালিকাকে বুঝায়। কিন্তু a girl বলতে একটি বালিকা
বুঝায়। the girl বলতে নির্দিষ্ট একটি বালিকার কথা বুঝায়।
4. articleগুলো noun বা
noun equivalent কে qualify / modify করে।
article rules bangla
a এবং an এর ব্যবহার
Rule-01: সাধারণত কোন Word এর শুরুতে Consonant থাকলে তার পূর্বে a এবং Vowel (a, e, i, o, u) থাকলে, তার পূর্বে an বসে।
যেমন: a bag, a mango, an egg, an
elephant
কিন্তু এই নিয়মের কিছু
ব্যতিক্রমও রয়েছে। সব ক্ষেত্রে কেবল Vowel এর ওপরই গুরুত্ব দেয়া হয় না। বরং এর উচ্চারণ
কি রকম, তার উপরও গুরুত্ব দেয়া হয়। এ ক্ষেত্রে পরের Rule লক্ষ্য কর
Rule - 02: শব্দের সংক্ষিপ্ত রূপ এর প্রথম অক্ষর Consonant হওয়া সত্ত্বেও তার - Vowel Sound (এ, ই, ও, ইউ আসলে, a না হয়ে an হয়।
যেমন: an
M.B.B.S. (M হলেও উচ্চারণে এ আসে। যেমন: এম.বি.বি.এস.) an M.A/ M.P./ S.P./
LL.B. (../ এম.পি. / এসপি / এল.এল.বি.) লক্ষ্য কর, প্রত্যেকটির উচ্চারণের প্রথমেই
A (এ) আসছে। এই A ৫টি Vowel এর মধ্যে একটি। তবে এ ছাড়া ই, আই, ও, ইউ প্রভৃতি
Sound আসলেও Consonant হওয়া সত্ত্বেও an বসবে।
আরো পড়তে পারেন
Rule-03: আবার শব্দের সংক্ষিপ্ত রূপের প্রথম Consonant টির উচ্চারণ যদি Vowel Sound না হয়, তাহলে তার পূর্বে a বসে।
যেমন: Mr. Alam is a
B.Sc./ B.Com. / B.A. (বি.এস.সি./ বি. কম./ বি.এ.) লক্ষ্য কর, প্রত্যকটির
উচ্চারণের প্রথমে B(বি) আসছে। অথচ B নামে কোন Vowel নেই। সুতরাং, আমরা এক কথায়
বলতে পারি- সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ Vowel এর মতে হলে -
an আর Vowel এর মত না হলে- a বসে।
Rule-04: H এর উচ্চারণ হ বা হ এর মত (যেমন: হি, হো, হ্যা) হলে, তার পূর্বে a. এবং এরূপ না হলে, Consonant হওয়া সত্ত্বেও an বসে।
যেমন: a
horse, a history, a hotel, a handle, an hour, an
honest.
Rule-05: কোন Word এর প্রথম u/eu/ew থাকলে তার উচ্চারণ যদি ইউ এর মত হয়, তবে Vowel হওয়া সত্ত্বেও তার পূর্বে an না বসে a বসে।
যেমন: a union (ইউনিয়ন),
a unique (ইউনিক), a useful (ইউজফুল), a European (ইউরোপিয়ান), a
university (ইউনিভার্সিটি)
Rule-06: 0 এর উচ্চারণ ওয়া এর মত হলে Vowel হওয়া সত্ত্বেও তার পূর্বে an না হয়ে a বসে।
যেমন: A one taka
note.
a an এর ব্যবহার
Rule-01: গণনা করা যায় না এমন কোন ব্যক্তি যা বস্তু প্রথমবার উল্লিখিত হলে a/an বসে।
যেমন: (i) I saw
a man on the street.
(ii) An old man came
to our house.
Rule- 02: একজাতীয় ব্যক্তি বা বস্তুকে বুঝাতে Singular Noun এর পূর্বে a/an বসে।
যেমন: (i) A man
cannot live alone.
(ii) An illiterate
man is a curse for all.
Note: এ ক্ষেত্রে অবশ্য
The ও ব্যবহার করা যায়।
Rule-03 কোন চাকরি বা পেশার নামের পূর্বে a/an বসে।
যেমন:(i) She is a
teacher.
(ii) He is a
businessperson.
(iii) He is an
engineer.
Rule-04: সংখ্যা বাচক শব্দ যেমন: dozen, hundred, thousand, million, score, couple এর পূর্বে a বসে।
যেমন: (i) A
hundred boys attended the procession.
(ii) There are a
thousand people.
Rule-05: অনির্দিষ্ট কিন্তু সংখ্যায় এক, এমন ব্যক্তি বা বস্তুকে বুঝালে, a/an ব্যবহৃত হয়।
যেমন: (i) He bought a
shirt.
(ii) Lutfor works in
a factory.
Rule-06: পরিমাণ নির্দেশক বিবৃতিতে a/an ব্যবহৃত হয়।
যেমন: (i) a
large number
(ii) a lot of
(iii) a great many
Rule-07: Exclamatory Sentence এর ক্ষেত্রে what, how, such প্রভৃতির পরে a/an বসে।
যেমন: (i) What a beautiful bird it is!
(ii) Such a nice pen!
Rule-08: কিছু Phrase সম্পূর্ণ করতে a/an লাগে। যেমন: a bad cold, a headache, in a fix, in a hurry, in a body, in a nutshell, to take an interest, in a temper, at a stretch, at a dead lock, in an instant- ইত্যাদি।
যেমন: (i) He told me the story in a nutshell.
(ii) I am in a fix to
hear the news.
Rule-09: Singular Common Noun এর পূর্বে Adjective থাকলে, তার পূর্বে a/an বসে।
যেমন: (i) He is
a good boy.
(ii) Bangladesh is an
independent country.
Rule-10: Singular Common Noun এর পূর্বে not, but, quite, rather প্রভৃতি ব্যবহৃত হলে, উক্ত Noun এর পূর্বে a/an বসে।
যেমন: (i) Not a book is found on the table.
(ii) Dina is but a
child.
(iii) Mr. Sen is
rather a politician.
Rule-11: Adjective এর পূর্বে very/too থাকলে, উক্ত Adjective এর পরে a/an বসে।
যেমন: (i) The
dog is very faithful an animal.
(ii) Iron is too
useful a metal to use.
Rule-12: ঐ রকম একজন বুঝাতে বা কোন কিছু কোন কিছুর মতো বুঝাতে a/an ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে Proper Noun ও Common Noun হয়ে যায়।
যেমন: (i) He thinks he is a Nazrul.
(ii) He seems to be
an Indian.
Rule-13: Such এবং many এরপরে Singular Common Noun ব্যবহৃত হলে, সে Common Noun এর পূর্বে a/an বসে
যেমন: (i) Many a
student is present in the class.
(ii) Such a man
can do this.
Rule-14: Mr, Mrs এবং Miss এর পূর্বে a বসে।
যেমন: (i) A Mr.
Ahmed congratulated him.
(ii) A Miss Seli did
not know the matter.
Rule-15 প্রতি অর্থে a/an বসে।
যেমন: (i) He
earns ten thousand taka a month.
(ii) He drives the
car at 40 miles an hour.
(iii) Rice sells
thirty-five taka a seer.
the এর ব্যবহার
Rule-01: অদ্বিতীয় বা প্রকৃতিতে যা একটি রয়েছে, যেমন: পশ্চিম, উত্তর, দক্ষিণ প্রভৃতির পূর্বে the বসে।
যেমন:- the
world, the east, the sky, the west, the moon, the
north, the sun, the south
Rule-2: নির্দিষ্ট করে বুঝালে Common Noun এর Singular ও Plural উভয় Number এর পূর্বে the বসে।
যেমন: (i) The
book of this writer is out of print.
(ii) The players of
this team are taking rest.
Rule-03: কোন অনির্দিষ্ট Noun দ্বিতীয়বার উল্লিখিত হয়ে নির্দিষ্ট হয়ে গেলে the বসে।
যেমন: (i) I
saw a man. The man was kind hearted.
(ii) There is a tree
in the garden. The tree was uprooted by the storm.
Rule-04: এক জাতীয় সকলকে বুঝাতে Singular Common Noun এর পূর্বে The বসে।
যেমন: (i) The cow is a useful animal.(ii) The dog is a
faithful animal.
(iii) The rose is the
sweetest of all flowers.
Rule-05: এক শ্রেণির সকল ব্যক্তি বা বস্তুকে বুঝাতে The + adjective এরূপে ব্যবহৃত হয়। এক্ষেত্রে Verbটি Plural হয়।
যেমন: (i) The
rich are not always happy.
(ii) The poor are not
always dishonest.
(iii) The pious are
always kind hearted.
Rule-06: জাতি বুঝাতে The ব্যবহৃত হয়।
যেমনঃ (i) The
Bengalees are hospitable.
(ii) The English are
industrious.
Rule-07: তারিখের পূর্বে The ব্যবহৃত হয়।
যেমন: (i) The 16th December is a red letter day in the history of Bangladesh.
(ii) The 26th March
is our independence day.
Rule-08: বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে The বসে।
যেমন: (i) The
USA is a developed country.
(ii) After winning
the ICC trophy, Bangladesh cricket team has become more popular.
Rule-09: One of এরপর the বসে। তখন গঠনটি হয় one of +the +plural noun এ ক্ষেত্রে Verb টি Singular হয়।
যেমন: (i) One of
the boys is present today.
(ii) Police caught
one of the killers.
Rule-10: Most of এর পরে the বসে। most of +the+ plural noun এ ক্ষেত্রে Verbটি Plural হয়।
যেমন: (i) Most
of the days are forgotten with the passage of time.
(ii) Most of the
students do not know the easy method of learning English.
Rule-11: কোন Adjective এর শেষে st (যেমন: greatest, latest ) থাকলে, সাধারণত Degree-র Superlative রূপ হিসেবে বিবেচনা করা হয়। এরূপ Superlative Degree-র পূর্বে the ব্যবহৃত হয়।
যেমন: (i) Akbor
was the greatest emperors of India.
(ii) Among all the
Mughal rulers he was the best.
Rule-12: Most সাধারণত Superlative Degree-র ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই I most এর পূর্বে the বসে।
যেমন:- (i) Sila
is the most beautiful girl in the class.
(ii) Becoming
educated is the most significant change in life.
Rule-13: যত-তত এভাবে বাক্য গঠিত হলে বাক্যের Comparative Adjective দুটির পূর্বে Adverb হিসেবে the বসে।
যেমন: (i) The sooner, the better.
(ii) The more we
have, the more we want.
(iii) The more we
read, the more we learn.
(iv) The more talk,
the more bonus.
Rule-14: Ordinal Number (ক্রম বা সংখ্যাবাচক শব্দ); যেমন: first, second, third, fourth, fifth- প্রভৃতির পূর্বে the বসে।
যেমনঃ (i) The
first full international team to visit Bangladesh was Sri Lanka in January
1978.
(ii) Masum has won
the third prize in speech competition.
Rule-15: Common Noun এর পূর্বে Adjective থাকলে, তার পূর্বে the বসে।
যেমন: (i) We
should be kind enough to the helpless children.
(ii) The illiterate
people do not know how to improve their condition.
Rule-16: Proper Noun ( যেমন: Omar, London) এর পূর্বে Article বসে না কিন্তু Proper Noun এর পূর্বে Adjective থাকলে, তার পূর্বে Article বসে।
যেমন: (i) The great Omar was the second caliph of Islam.
(ii) To set up the
digital Bangladesh is undoubtedly a gigantic task.
Rule-17: Proper Noun এর পরে কোন গুণবাচক শব্দ ব্যবহৃত হলে তার পূর্বে the বসে।
যেমন: (i) Akbor
the great emperor of India.
(ii) Jagadish Chandra
Bashu the great scientist of South Asia.
Rule-18: একক পদ/উপাধি এর নামের পূর্বে the বসে।
যেমন: (i) The
President came to the meeting.
(ii) The Prime
Minister has visited all over the country recently.
(iii) The Headmaster
advised us to read carefully.
Rule-19: কোন Phrase / Clause দ্বারা কোন Proper Noun কে নির্দিষ্ট করা হলে, তার পূর্বে the বসে।
যেমন: (i) The man who was caught by the police is a snatcher.
(ii) The car that was
passing quickly is an ambulance.
Rule-20: কিছু Phrase সম্পূর্ণ করতে the লাগে।
যেমন: (i) all
the same (একই), (ii) call the year round (সারা বছর, (iii) all the
while ( সারাক্ষণ), (iv) all the better (আরও ভালো), (v) beside the
mark (অপ্রাসঙ্গিক ), (vi) bell the cat (এগিয়ে আসা ), (vii) in the
eye of ( দৃষ্টিতে), (viii) in the long run ( পরিশেষে ), (ix) in the
teeth of (বাধা সত্ত্বেও), (x) on the other hand/contrary(পক্ষান্তরে), (xi)
of the first water (উঁচু দরের ধরে), (xii) take the chair (সভাপতি হওয়া),(xiii)
the like (ঐ জতীয়), (xiv) to the letter ( অক্ষরে অক্ষরে), (xv)
at the bottom of (মূলে), (xvi) in the midst of (মাঝে), (xvii) in the
heart of (কেন্দ্র স্থলে), (xviii) in the eye of ( দৃষ্টিতে), (xix) on
the eve of (প্রাক্কালে) (xx) at the end (সমাপ্ত)
Rule-21: Verbal Noun গঠন করতে noun + of এর পূর্বে the ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে গঠনটি হয় The + noun + of
যেমন: (i) The
eradication of illiteracy is a mammoth task
(ii) The reading of
newspaper is a good habit.
Rule-22: Proper Noun এর পূর্বে সাধারণত Article বসে না; কিন্তু ব্যতিক্রমভাবে নিম্নলিখিত Proper Nounগুলোর পূর্বে the ব্যবহৃত হয়। যেমন: ধর্মগ্রন্থ, সংবাদপত্র জাহাজ, বিমান, মহাকাশযান, ট্রেন, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দীপপুঞ্জ এবং মরুভূমি ইত্যাদি।
যেমন: the Daily
Star, the Ittefaq. the Titanic, the Queen Mery.
Note: কয়েকটি দ্বীপ নিয়ে
গঠিত হয় একটি দ্বীপপুঞ্জ। তাই দ্বীপপুঞ্জের নামের পূর্বে the বসলেও একটি মাত্র
দ্বীপ ও একটি মাত্র পর্বতের নামের পূর্বে the বসে না।
যেমন: একটি মাত্র দ্বীপ:
Java, Hatia, Sandwip, Ceylon. একটি মাত্র পর্বত: Vestrvis, Mount Everest,
Mount Abu
Rule-23: গ্রন্থের নামের পূর্বে সাধারণত the বসে না, কিন্তু লেখকের নাম থাকলে বসে।
যেমন: (i) The
Agnibina of Nazrul is one of the greatest books of poetry.
(ii) The Post Office
of Rabindranath Tagore is one of the greatest books of drama.
Rule-24: কোন বিশেষ শ্রেণির মধ্যে তুলনা বুঝালে Proper Noun এর পূর্বে the ব্যবহৃত হয়।
যেমন: (i)
Narayanganj is the Dundee of Bangladesh.
(ii) Ahmedabad is the
Manchester of India.
(iii) Rabindranath is
the Shakespeare of India.
Rule-25: কোন নাম noun + of + noun এরূপ গঠিত হলে প্রথমে The বসে।
যেমন: The Bay of Bengal
Rule-26: And যারা যুক্ত দুটি Noun ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বুঝালে, উভয় Noun এর পূর্বে the বসে। এ ক্ষেত্রে Verb টি Plural হয়।
যেমন: (i) The
founder and the manager of this industry are absent in the meeting.
(ii) The principal
and the secretary of this college are coming.
প্রথম Sentence এ
founder (প্রতিষ্ঠাতা) এবং manager উভয়ই আলাদা ব্যক্তি, দ্বিতীয় Sentence এও
principal এবং secretary আলাদা ব্যক্তি
Rule-27: Material ও Abstract Noun এর পূর্বে Article বসে না। কিন্তু নির্দিষ্ট করে বুঝালে, এদের পূর্বে the বসে।
যেমন: (i) The
tea of this stall is popular.
(ii) The water of the
Buriganga is in danger.
(iii) The charity of
Mohsin is known to all.
(iv) The beauty of
rose charms us.
Rule-28: কোন কিছুর বিশেষ অংশ বুঝাতে Adjective এর পূর্বে the বসে।
যেমন: (i) They entered the thick (the thick part) of the forest.
(ii) He likes the
yellow (ডিমের হলুদ অংশ) of an egg.
Rule-29: চাকরি বা পেশার নামের পূর্বে a/an বসে; কিন্তু পেশায় যোগদান করা বুঝালে the বসে।
যেমন: (i) Mr.
Anis is a teacher. (মি. আনিস একজন শিক্ষক।)
(ii) He joined the
bar. (সে আইনজীবীর পেশায় যোগ দিল।)
(iii) He joined the
army. (সে সেনাবহিনীর পেশায় যোগ দিল।)
Rule- 30: Musical instrument বা বাদ্যযন্ত্রের নামের পূর্বে the বসে না; কিন্তু যখন বাজানো হয়, তখন তার পূর্বে the বসে।
যেমন: (i) He is
playing the flute. (বাঁশি বিশেষ)
(ii) He is playing
the piano.
Article x এর ব্যবহার
যেসব ক্ষেত্রে article
বসে না।
Rule-01: যে Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান-প্রভৃতির নির্দিষ্ট নাম বুঝায়, তাকে Proper Noun বলে। Proper Noun এর পূর্বে Article বসে না।
যেমন: (i) Incorrect:
The Dipti is the first girl in the class.
Correct : Dipti is
the first girl in the class.
Incorrect: The gold
is a precious metal.
Correct : Gold is a
precious metal.
Incorrect: The Dhaka
is the oldest city in Bangladesh.
Correct : Dhaka is
the oldest city in Bangladesh.
Rule- 02: যে Noun দেখা, ধরা বা ছোঁয়া যায় না, তাকে Abstract Noun বলে । Abstract Noun এর পূর্বে সাধারণত Article বসে না।
যেমন: (i) Incorrect: The air is an important element of the environment.
Correct : Air is an
important element of the environment.
(ii) Incorrect: The
honesty is the best policy.
Correct : Honesty is
the best policy.
(iii) Incorrect: The
Patriotism is a noble virtue.
Correct :
Patriotism is a noble virtue.
Rule-03: যে সকল বস্তু গণনা করা যায় না তাকে Uncountable Noun বলে। Uncountable Noun এর পূর্বে সাধারণত Article বসে না।
যেমন: (i) Incorrect: Our
farmers have to depend on the water for agriculture.
Correct: Our
farmers have to depend on water for agriculture.
Incorrect: A
sugar is bad for teeth.
Correct: Sugar
is bad for teeth.
(iii) Incorrect: The
Money is power.
Correct : Money
is power.
Note: শেষ উদাহরণটি দেখে
প্রশ্ন আসতে পারে, Money তো গোনা যায় তাহলে তা Uncountable Noun হয় কিভাবে?
প্রকৃতপক্ষে, Money অর্থ টাকা-পয়সা কিংবা দুইটি টাকা-পয়সা এরূপ বলি না। এই দৃষ্টিকোণ
থেকে পন্ডিতগণ Money Uncountable Noun হিসেবে গন্য করেছেন।
Rule-04: যে Noun দ্বারা কোন পদার্থের সমুদয় অংশকে বুঝায়; যা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, তাকে Material Noun বলে। Material Noun এর পূর্বে সাধারণত Article বসে না
যেমন: (i) Gold
is a precious metal.
(ii) Iron is a useful
metal.
Rule-05: ঋতু, বাংলা-ইংরেজি মাসের নাম ও উৎসবের নামের পূর্বে Article বসে না।
যেমন: (i) I like
spring most.
(ii) They arrived on
4 January.
Rule-06: Possessive Adjective (my, our, your, his, her, their, own) এর পূর্বে এবং পরে Article বসে না।
যেমন: (i) He
stands by his friend in the time of danger.
(ii) He always thinks
of his own interest.
(iii) Population
explosion is a constant threat to our environment.
Rule-07: Any, many, much, several, numerous, different, various, most, some, both, all, other, enough, little, few- প্রভৃতির পরে Article বসে না
যেমন: (iii) Many
people live below the poverty level in Bangladesh.
Note: নির্দিষ্ট করে বোঝালে
all এর পরে the ব্যবহৃত হয়।
যেমন: All the good
jobs need English knowing persons.
Rule-08: Who, which, where, whose, whom, that- প্রভৃতি Relative Pronoun এর পূর্বে Article বসে না।
যেমন: (i) We see
that many poor people suffer from malnutrition.
(ii) Mobile is an
instrument which works without any wire.
(iii) I saw the
fisherman who was catching fish.
Rule- 09: Infinitive (to+ verb এর base form) এবং Gerund (verb+ing) এর পূর্বে Article বসে না।
যেমন: (i) To
walk in the morning is a good habit. (Infinitive)
(ii) Smoking is a bad
habit. (Gerund)
Rule-10: নির্দিষ্ট করে না বুঝালে, Sentence এর অভ্যন্তরে Plural Noun এর পূর্বে সাধারণত Article বসে না।
যেমন: I There
are some people who always criticise others.
(ii) We read books to
acquire knowledge.
(iii) Government
should take immediate steps to stop rapid growth of population.
Rule-11: দুটি Noun একই Sentence এ পাশাপাশি ব্যবহৃত হলে প্রথম Noun টিকে Adjective ধরা হয়। Grammar এর ভাষায় একে Noun- Adjective বলে। এরূপ Adjective+Noun যোগে গঠিত Word এর মাঝে Article বসে না।
যেমন: Mobile(Adj)+phone(Noun), Birthday party
Rule-12: Adjective + noun এভাবে গঠিত word এর মাঝেও Article বসে না।
যেমন: Modern life, Magic book, Main camp
article rules bangla pdf
নিচে article rules bangla pdf দেওয়া আছে অফলাইনে অনুশীলন করার জন্য ডাউনলোড করে নিতে পারেন
আমাদের শেষ কথা
আশা করি article rules bangla তোমার সফলতায় অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...
আরো পড়তে পারেন