Capitalization and punctuation এর সহজ নিয়ম

Capitalization and punctuation এর নিয়ম

আমাদের দেশে ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত সিলেবাসে Capitalization and punctuation এর নিয়ম অন্তর্ভূক্ত রয়েছে। শিক্ষার্থীরা একটু সচেতন হলেই Capitalization and punctuation এর নিয়ম থেকে পরীক্ষায় পূর্ণ নম্বর পাওয়া সম্ভব। এছাড়াও sentence গঠন ও তার সঠিক অর্থ অনুধাবন করার জন্য Capitalization and punctuation এর নিয়ম অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেলে সহজে এবং বিস্তারিত উদাহরণ সহ Capitalization and punctuation এর নিয়ম আলোচনা হয়েছে।

Capitalization and punctuation এর নিয়ম
Capitalization and punctuation এর নিয়ম

এছাড়াও শিক্ষার্থীরা যেন অফলাইনে অনুশীলন করতে পারে তার জন্য Punctuation and capitalization rules in bangla pdf দেওয়া আছে।Punctuation and capitalization rules in bangla pdf ডাউনলোড করে শিক্ষার্থীরা অফলাইনে পরিপূর্ণ ভাবে Capitalization and punctuation অনুশীলন করতে পারবে।

Uses of Capital Letters

Rule-01: Sentence এর প্রথম Word টি Capital Letter দিয়ে শুরু হয়। যেমন:

(a) Man is mortal

(b) Bangladesh is a developing country.

Rule-02: বাহ্যিক অস্তিস্ত আছে এমন কোন বিশেষ ব্যক্তি, বস্তু বা স্থানকে বলা হয় Proper Noun Proper। Noun এর প্রথম অক্ষর Capital হয়। যেমন:

(a) Gulliver's Travels was written by Jonathan Swift.

(b) I met Anwar yesterday. 

(c) Faria likes Chinese dishes.

(d) I went to Dhaka last week.

(e) I have seen Titanic movie three times.

Rule-03: বার, মাস, বিশেষ দিন এর নামের প্রথম অক্ষর Capital হয়। যেমন:

(a) I went to India on Thursday last. 

(b) Our classes began in January.

(c) We observed the May Day.

(d) Some boys have arranged the New Years Day party.

Rule-04: Sentence এর যেখানেই ব্যবহৃত হোক I (আমি) সর্বদা Capital হয়। যেমন:

(a) After completing the examination, I went to picnic.

(b) He will help me if I want.

Rule-05: শিক্ষাগত যোগ্যতা সর্বদা Capital Letter এ হয়। 

যেমন: SSC, HSC, BA, BBA, BBS, MBA, MA. MBBS fan B. Sc., M. Sc., B. Com

Rule-06: Direct quotation এর প্রথম অক্ষর Capital হয়। যেমন:

(a) He said, "Treat her as you would your own daughter 

(b) "Look out!" she screamed. "You almost ran into my child."

Rule 07: ধর্ম, জাতি ও সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর Capital হয়। যেমন:

(a) The Islam is called the religion of peace.

(b) The Japanese are industrious.

Rule-08: দিক ( যেমন: North, South, East, West) কোনো ভৌগলিক এলাকা বা অঞ্চলকে নির্দেশ করলে প্রথম তার প্রথম অক্ষর Capital হয়। এভাবে না বোঝালে Small Letter এ হয়। যেমন:

(a) The sun rises in the east and sets in the west.

(b) Rasel spent more than 10 years in the Middle East.

Rule-09: Letter এবং Application এর সম্বোধন Capital Letter হয়। যেমন:

My dear Sister, Dear Sir/Madam,

Rule-10: God দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝাতে Capital Letter হয়। যেমন:

(a) I pray to God for your best result.

Rule-11: উপাধি এর নাম  Capital Letter হয়। যেমন:

(a) Mr. Ahmed is our Headmaster.

(b) "Al right," Said the Mayor.

punctuation এর সহজ নিয়ম

Comma (,) এর ব্যবহার

Rule-01: পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক Noun বা Adjective একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই Comma ব্যবহৃত হয়। যেমন:

(a) Happiness, sorrows, hope and despair are part of life./ সুখ, দুঃখ, আশা এবং নিরাশা জীবনের অংশ।

(b) My 10 million estates are to be split among my husband, daughter, son and nephew /আমার ১০ মিলিয়ন সম্পত্তি আমার স্বামী, কন্যা, পুত্র এবং ভাতিজার মধ্যে বিভক্ত করতে হবে।

Rule-02: দু'টি Adjective কে and দ্বারা আলাদা করতে না চাইলে Comma ব্যবহার করে তা করা যায়। যেমন:

(a) He is a strong, healthy man. / সে শক্তিশালী, স্বাস্থ্যবান মানুষ । তবে এর পরিবর্তে, He is a strong and healthy man. ও লেখা যায়।

(b) Felix was a lonely, young boy. / ফেলিক্স একজন নিঃসঙ্গ, তরুণ ছিল। 

Note: কোন Word শেষে ly দেখলে আমরা সাধারণত সেটিকে Adverb ভাবি। lonely Word টি এক্ষেত্রে ব্যতিক্রম। এটি Adverb নয়, বরং Adjective। মনে রাখবে কেমন/কতটুকু? দ্বারা প্রশ্ন করলে তার উত্তরে Adjective পাওয়া যায়।

Rule-03: নাম এবং সম্বোধনের পরে Comma ব্যবহৃত হয়। যেমন:

(a) Aisha, do the work for me / আয়শা, আমার জন্য কাজটি কর। 

(b) Yes, Doctor, I am well. / হ্যাঁ, ডাক্তার, আমি ভাল আছি।

Note: কাউকে সরাসরি পদবি ধরে সম্বোধন করলে পদবি Word Capital দিয়ে শুরু হয়। যেমন: উপরের উদাহরণে Doctor

আরো পড়তে পারেন

Rule-04: মাসের নির্দিষ্ট তারিখটির পরে এবং বছরের পরে Comma ব্যবহৃত হয়। যেমন:

Kathleen met her friends on December 5, 2013, at Mill Valley in California. / ক্যাথলিন ক্যালিফোর্নিয়ার মিল ভেলিতে ডিসেম্বর ৫, ২০১৩, তার বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিল।

Note: কিন্তু, মাসের কোন তারিখটি তা নির্দিষ্ট করে না বুঝালে Comma ব্যবহৃত হয় না। যেমন: They met in December 2013 in Mill Valley

Rule-05: ঠিকানা লিখতে Comma ব্যবহৃত হয়। যেমন:

R. K. Mission Road, Dhaka-1203

Rule-06: Sentence এ চলমান অভিব্যক্তি থামাতে Comma ব্যবহৃত হয়। যেমন: 

I am, as you have probably noticed, very nervous about this. / তুমি সম্ভবত লক্ষ্য করে থাকবে, আমি এ সম্পর্কে খুব সন্তস্ত।

Rule-07: If দিয়ে কোন Sentence শুরু হলে দু'টি Clause এর মাঝে Comma ব্যবহৃত হয়। যেমন:

If you are not sure about this, let me know now. / তুমি যদি এ সম্পর্কে নিশ্চিত না হও, তবে আমাকে এখনই জানতে দাও। 

Note: তবে if মাঝে ব্যবহৃত হলে Comma হয় না। যেমন: Let me know now if you are not sure about this.

Rule-08: সাধারণত তিন শব্দের অধিক শব্দ নিয়ে Phrase Sentence এর শুরু হলে, Phrase টির পরে কমা ব্যবহৃত হয়। যেমন:

To apply for this job, you must have previous experience /এ চাকরিটির জন্য আবেদন করতে, তোমার অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

Note: তবে Phrase টি তিন বা তার কম শব্দ নিয়ে গঠিত হলে, Comma ব্যবহার করলেও চলে, আবার না করলেও চলে। যেমন: February 14 many couples give each other candy or flowers / ফেব্রুয়ারি ১৪ তারিখে অনেক দম্পতি একে অপরকে ক্যান্ডি বা ফুল দেয়া।

Rule 09: কোন ব্যক্তি বা বস্তুর নাম উল্ল্যেখ করে বললে তা পরিচিতি নির্দেশ করে এবং সেক্ষেত্রে Comma ব্যবহারের প্রয়োজন রয়েছে। কিন্তু, নাম উল্ল্যেখ না করলে Comma ব্যবহারের প্রয়োজন নেই। যেমন:

(a) Fahim, who has a limp, was in an auto accident. / ফাহিম, যার খোঁড়া পা ছিল, তার অটো দুর্ঘটনা ঘটেছিল। (পরিচিত)

(b) The boy who has a limp was in an auto accident. (অপরিচিত)

Rule-10: and, or, but, for, nor প্রভৃতি Coordinating Conjunction দ্বারা যুক্ত দুটি Clause-ই বেশ জোড়ালো হলে (অর্থাৎ, Clause দুটি মোটামুটি বড় হলে) and, or, but, for, nor এর পূর্বে সাধারণত Comma ব্যবহার করা হয়। যেমন:

(a) I have painted the entire house, but he is still working on painting the doors. /আমি পুরো বাড়িটি এঁকে ফেলেছি, কিন্তু সে এখনও দরজা আঁকার কাজ করছে।

(b) I chose the colors red and green, and blue was his first choice / আমি লাল এবং সবুজ রং পছন্দ করেছিলাম, এবং নীল রং ছিল তার প্রথম পছন্দ।

Note: তবে দুটি Clause-ই সংক্ষিপ্ত হলে Comma বর্জন করা যেতে পারে। যেমন: (c) I paint and he writes /আমি আঁকি এবং সে লেখে

Rule-11: Inverted Comma (উদ্ধৃতি চিহ্ন) এর পূর্বে Comma ব্যবহৃত হয়। যেমন:

(a) He actually said, "I do not care "সে প্রকৃতপক্ষে বলেছিল, "আমি যত্ন নিই না।"

(b) Mita says, "I am well. "মিতা বলে, "আমি ভাল আছি।"

Rule-12: প্রশ্ন থেকে বিবৃতি পৃথক করতে Comma ব্যবহৃত হয়। যেমন

(a) You went there, didn't you?/ তুমি ত সেখানে গিয়েছিলে, তাই না? 

(b) He doesn't go to school, does he?/ সে ত স্কুলে যায় না, তাই কি

Rule-13: Sentence এর বিপরীত অংশ পৃথক করতে Comma ব্যবহৃত হয়। যেমন:

That is my money, not yours. / এই আমার টাকা, তোমার নয়। 

Rule-14: Well, now, yes প্রভৃতি দিয়ে Sentence শুরু হলে Comma ব্যবহৃত হয়। যেমন:

(a) Yes, I need the report. / হ্যাঁ, প্রতিবেদনটি আমার প্রয়োজন। 

(b) Well, I am going forever. / আচ্ছা, আমি চিরতরে চলে যাচ্ছি।

Rule-15: Besides, again, once upon a time, one day, therefore, so, at that time, moreover, however, likewise, nevertheless, in addition to, furthermore, hence, consequently, on the whole, by the way, on the way, in fine, in short, in the end, in the long run, namely, that is, i.e., for example, e.g., for instance-এর পরে Comma ব্যবহৃত হয়। যেমন

(a) Besides, the drivers, passers-by and passengers must abide by the traffic rules. [তাছাড়া, চালক ট্রাফিক আইন-কানুন অবশ্যই মেনে চলতে হবে। পথচারী এবং যাত্রীদের ট্রাফিক আইন - কানুন অবশ্যই মেনে চলতে হবে।

(b) Therefore, we should read newspaper daily. সুতরাং, আমাদের প্রত্যহ সংবাদপত্র পড়া উচিত।

Note: i.e. এর মানে that is এবং e.g. এর মানে for example 

Rule-16: চিঠি এবং দরখাস্তের শেষে Yours ever (তোমারই), Yours faithfully (আপনার বিশ্বস্ত), Yours sincerely (একান্ত আপনার বা তোমার), Yours obediently (আপনার অনুগত) প্রভৃতির পরে Comma ব্যবহৃত হয়।

Rule-17: Complex Sentence-এ Clause আলাদা করতে Comma ব্যবহৃত হয়। যেমন:

(a) Having had lunch, we went back to work. / মধ্যাহ্নভোজ শেষ করে, আমরা কাজে ফিরে গিয়েছিলাম।

(b) I first saw her in Paris, where I lived in the early nineties. আমি প্রথম তাকে প্যারিসে দেখেছিলাম, যেখানে আমি নব্বই এর প্রারম্ভে বাস করতাম।

Semi-Colon (;) এর ব্যবহার

Rule- 01: Comma অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে Semi-Colon ব্যবহৃত হয়। যেমন:

(a) We are bound in infatuation of domestic life; is it really difficult to separate the ties of infatuation?/ সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; এ মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য?

(b) Men want more and more wealth; this wealth might be the cause of sufferings for him. / মানুষ বেশি বেশি সম্পদ চায়; এ সম্পদই তার জন্য ভোগান্তির কারণ হতে পারে।

Rule-02: পরস্পরের সাথে সম্পর্কিত দুই বা ততোধিক স্বাধীন Clause এর মাঝে Coordinating Conjunction (and, but, or) ব্যবহৃত না হলে Semi-Colon দ্বারা তাদের আলাদা করা হয়। যেমন:

(a) Samia went to market for shopping; bought a nice dress; ate fried chicken in the restaurant. / সামিয়া কেনাকাটার উদ্দেশ্যে বাজারে গিয়েছিল; একটি সুন্দর পোষাক কিনেছিল; রেস্টুরেন্টে মুরগির ভাজা মাংশ খেয়েছিল।

(b) Call me tomorrow; I will give you my answer then. /আগামীকাল আমাকে ফোন করবে; তখন আমি তোমাকে আমার উত্তর দেব ।

Full Stop (.) এর ব্যবহার

Rule-01: প্রতিটি সম্পূর্ণ Sentence (প্রশ্নবোধক ও বিস্ময়সূচক বাদে) এর শেষে Full Stop ব্যবহৃত হয়। যেমন:

(a) Rashed drinks tea everyday. / রাশেন প্রতাহ চা পান করে।

(b) Rehana sings every afternoon. / রেহানা প্রতিদিন বিকালে গান গায়।

Rule-02: ভিন্ন ভিন্ন প্রসঙ্গের মাঝে Full Stop ব্যবহৃত হয়। যেমন:

The bear went away. Friend climbed from the trees. / ভল্লুক চলে গেল। বন্ধু গাছ থেকে নেমে এল।

Rule-03: শব্দও নামের সংক্ষিপ্ত রূপ চিহ্নিত করতে Full Stop ব্যবহৃত হয়। যেমন:

Hons. = Honors Mr. G. S. Frazer

Note: Capital Letter দিয়ে সংক্ষিপ্ত রূপ গঠিত হলে Full Stop ব্যবহৃত হয় না। যেমন: BBA(Bachelor of Business Administration), UN ILO, UNESCO, BBC ইত্যাদি।

Question Mark (?) এর ব্যবহার

Rule- 01: Sentence এর মধ্যে প্রশ্নের বা জিজ্ঞাসার ভাব থাকলে Question Mark বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: 

Who will do it? People or government? / এটা কে করবে? জনগণ না সরকার?

Rule-02: প্রশ্নের ভাব প্রকাশ করে এমন Sentence এ Where, when, why, how, what, which, who, whom, whose, how long, how much, how many প্রভৃতি থাকলে Question Mark ব্যবহৃত হয়। যেমন:

(a) Who is coming to you? / কে তোমার কাছে আসছে?

(b) Whom did he meet there? / সে কার সাথে সেখানে দেখা করেছিল?)

Rule-03: Do, does, did যুক্ত Sentence (Main Verb হিসেবে না বসলে Question Mark ব্যবহৃত হয়। যেমন:

(a) Which shirt did you like? / কোন শার্টটি তুমি পছন্দ করেছিল?

(b) Did you go to college yesterday? / গতকাল কি তুমি কলেজে গিয়েছিলো।

Rule-04: সন্দেহবোধক অর্থে বন্ধনী চিহ্নের মধ্যে Question Mark ব্যবহৃত হয়। যেমন: 

He was born in Chittagong (?) and he died in Calcutta./ সে চট্টগ্রামে জন্মেছিল (?) এবং কলকাতায় মারা গিয়েছিল।

Colon (:) এর ব্যবহার

Rule- 01: পরবর্তীতে কিছু রয়েছে-এরূপ বোঝাতে Colon ব্যবহৃত হয়। যেমন:

Here are three things in the box: a pen, an eraser and a compass. / বাক্সে তিনটি জিনিস রয়েছে: একটি কলম, একটি ইরেজার এবং একটি দিকনির্ণয় যন্ত্র।

Rule-02: Sentence এ কোন প্রসঙ্গ অবতারণার পূর্বে Colon ব্যবহৃত হয়। যেমন: 

I pray: you will be succeeded in life / দোয়া করছি: তুমি জীবনে সফল হবে।

Rule-03: বিভিন্ন প্রসঙ্গের শিরোনামের পূর্বে Colon ব্যবহৃত হয়। যেমন:

Name:

Father's Name:

Present address:

Rule-04: Dialogue এবং Drama তে বক্তার নাম এবং কথার মাঝে Colon ব্যবহৃত হয়। যেমন

Imran: How are you? Jamal: I am fine, you?

Note: কোলন চিহ্ন (:) এবং বিসর্গ (ঃ) চিহ্ন দেখতে এক রকম হলেও এ দু'টির মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। বিসর্গ (ঃ) চিহ্নের মধ্যে ফাঁক থাকে কিন্তু কোলন (:) চিহ্নের মধ্যে কোন ফাঁক নেই।

Dash (–) চিহ্ন এর ব্যবহার

Rule-01: কোনো কথার দৃষ্টান্ত বা বিস্তার বুঝাতে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

Superannuation is that — which remains grappling the oldness, falseness and death. / বার্ধক্য তা— যা পুরনোকে, মিথ্যাকে এবং মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে।

Rule-02: কোনো লেখকের নামের পূর্বে তাঁর উদ্ধৃতি ব্যবহার করলে, লেখকের নামের পূর্বে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) " Ignorance is the curse of God; knowledge is the wing wherewith we fly to heaven"-William Shakespeare/ “নিরক্ষরতা সৃষ্টিকর্তার অভিশাপ; জ্ঞান হচ্ছে নেই পাখা যার দ্বারা আমরা স্বর্গলোকে উড়াল দিই।”— উইলিয়াম শেকসপিয়ার

Rule-03: কোনো Sentence অসম্পূর্ণ থাকলে Sentence টির শেষে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) I suggest you that— / আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যে—

Rule-04: শূন্যস্থান পূরণের জন্য প্রশ্নের লুপ্ত শব্দের স্থানে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) Bangladesh is an — country. / বাংলাদেশ একটি — দেশ।

Rule-05: দ্বিধাগ্রস্থ বা বাধাগ্রস্ত সংলাপে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

'But how could you get — who gave you credit? | কিন্তু তুমি কিভাবে পেয়েছিল— কে তোমাকে ঋণ দিয়েছিল? 

Rule-06: কোনো রচনার মধ্যে চমক বা নাটকীয়ত্ব সৃষ্টিতে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

People shouted, hurled abuses, jostled with one another — It was a pandemonium. / মানুষ চিৎকার করছিল, সজোরে গালাগালি। করছিল, একে অপরের সাথে ধাক্কাধাক্কি করছিল—এটি ছিল একটি হৈচৈপূর্ণ অস্বাভাবিক বিশৃঙ্খলা।

Rule-07: দুটি বা তার বেশি Sentence বা Sentence অংশ এর মধ্যে সংযোগ সৃষ্টিতে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) My agreement with Jinia is very clear—the teaches me French and I teach her German / জিনিয়ার সাথে আমার চুক্তি খুবই পরিষ্কার — সে আমাকে ফ্রান্স ভাষা শেখায় এবং আমি তাকে জার্মান ভাষা শেখাই।

Rule-08: স্থান ও সময়গত ব্যবধান বোঝাতে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) Dhaka — Chittagong / ঢাকা — চট্টগ্রাম

(b) 1971 — 1975

(c) January — June/ জানুয়ারি-জুন

Rule-09: নাটক, গল্প এবং উপন্যাসের সংলাপের পূর্বে Dash চিহ্ন (—) ব্যবহৃত হয়। যেমন:

(a) — Who are you? tell name! — কে তুমি? নাম বল !

(b) — What will happen knowing the name? / —নাম জেনে কী হবে?

Exclamation Mark (!) এর ব্যবহার

Rule-01: বিস্ময়, উল্লাস, আবেগ প্রকাশ করতে Exclamation Mark (বিস্ময় চিহ্ন) ব্যবহৃত হয়। যেমন:

(a) What a beautiful bird it is! কী সুন্দর একটি পাখি!

Rule-02: Sentence এর অভ্যন্তরে Bracket এর ভেতরেও অনেক সময় Exclamation Mark (বিস্ময় চিহ্ন) ব্যবহৃত হয়। যেমন:

The girl is six feet (!) tall. / মেয়েটি ছয় ফুট (!) লম্বা।

Hyphen (-) এর ব্যবহার

নিচরে গুরুত্বপূর্ণ বিষয়টি লক্ষ কর

Hyphens (-) Dash (—) এর মধ্যে মূল পার্থক্য কী?

উত্তর : Hyphens (-) সাধারণত দুই বা ততোধিক Word কে যোগ করে। যেমন x-ray, door-to-door, day-to-day, up-to-date, Dash (—) সাধারণত দুই বা ততোধিক Sentence বা Sentence এর অংশকে যোগ করে। যেমন:

She was trapped—no escape was possible.

Rule-01: দুই বা ততোধিক Word পাশাপাশি সংযুক্ত করে Compound Word গঠন করতে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

(a) His mother-in-low died of cancer / তার শাশুড়ি ক্যান্সারে মারা গিয়েছিল। 

(b) Awareness must be raised among the passers-by to minimize road accident. /সড়ক দুর্ঘটনা কমাতে পথচারীদের মধ্যে অবশ্যই সচেতনতা বৃদ্ধি করাতে হবে। 

Rule-02: Twenty-one থেকে ninety-nine পর্যন্ত Compound Number গুলো লেখতে  Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

(a) Twenty-one (b) Fifty-nine.

Rule-03: ভগ্নাংশ লিখতে লব ও হরের মাঝে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

(a) Two-fifth/দুই-পঞ্চমাংশ

(b) One-third /এক-তৃতীয়াংশ

Rule-04: Adjectival Compound (বিশেষণীয় যৌগিক) গঠন করতে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

(a) French has a 35-hour working week. / ফরাসিদের ৩৫ ঘন্টা কর্ম সপ্তাহ থাকে।

Rule-05: দুই বা ততোধিক Adjective কোন Noun এর পূর্বে বসে একটি ভাব প্রকাশ করলে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

(a) This is a low-budget job. / এটি একটি নিম্ন বাজেট সম্পন্ন চাকরি। (b) He haired a first-class compartment./ সে একটি প্রথম শ্রেণির কমরা ভাড়া করেছিল।

Rule-06: Self, all, ex, cross প্রভৃতি Prefix (উপসর্গ) যোগে গঠিত Word গুলোতে Hyphen (-) ব্যবহৃত হয়। যেমন:

self-confidence (আত্ম বিশ্বাস n), self-conscious (আত্মসচেতন adj), all-in-one (একের ভিতর সব adj/n), all-out (সর্বশক্তি নিয়োগ করে), ex-wife (প্রাক্তন স্ত্রী adj), ex-husband (প্রাক্তন স্বামী adj), cross-examine (জেরা করা v)

Apostrophe (')  এর ব্যবহার

Rule-01: কোনো কিছু কারো অধিকারে আছে/ছিল/থাকবে এরূপ কোনো বিষয় বৃহতভাবে লেখার পরিবর্তে সংক্ষিপ্ত আকারে লিখতে Apostrophe ব্যবহৃত হয়। যেমন:

the pen of my aunt এর পরিবর্তে লেখা যায় my aunt's pen

Note: Singular noun এর ক্ষেত্রে Apostrophe বসে S এর পূর্বে। s যুক্ত Plural Noun এর ক্ষেত্রে Apostrophe বসে s এর পরে। যেমন: 

(a) A friend's eye is a good mirror.

(b) The horses' hay is damp.

ব্যতিক্রম: উপরের Plural Noun টির শেষে Plural গঠনকারী রয়েছে। কিন্তু, কিছু Noun এর শেষে s না-ও থাকতে পারে। সেসর Plural Noun এর ক্ষেত্রে Apostrophe এর সাথে s যোগ করতে হয়। যেমন:

(a) He is the people's poet.

(b) All television is children's television. 

Rule-02: সংক্ষিপ্ত রূপ এর ক্ষেত্রে Apostrophe ব্যবহৃত হয়। যেমন:

(a) These boys don't study regularly. / এসব বালক নিয়মিত পড়াশুনা করে না।

Inverted Comma(" ") এর ব্যবহার

Rule-01: বক্তার উক্তি হুবহু তুলে ধরতে Inverted Comma (উদ্ধৃতি চিহ্ন) ব্যবহৃত হয়। যেমন:

(a) He said, "I am a good boy. "সে বলেছিল, “আমি ভাল ছেলে।"

Rule-02: Sentence এর মধ্যে কোন Word কে গুরুত্ব দেওয়ার জন্য Inverted Comma (উদ্ধৃতি চিহ্ন) ব্যবহৃত হয়। যেমন:

(a) The word "happiness" has no clear meaning to him. / তার কাছে "সুখ" শব্দটির কোন পরিষ্কার অর্থ নেই।

Parentheses - বন্ধনী এর ব্যবহার

Rule- 01: চলমান Sentence এ ব্যাখ্যা, উদাহরণ, বৈশিষ্ট্য ইত্যাদি অন্তর্ভূক্ত করতে Parentheses (বন্ধনী) ব্যবহৃত হয়। যেমন:

(a) He finally answered (after taking five minutes to think) that he did not understand the question./ শেষ পর্যন্ত সে উত্তর দিয়েছিল (ভাবার জন্য পাঁচ মিনিট সময় নেয়ার পর) যে, সে প্রশ্নটি বুঝতে পারেনি।

Punctuation and capitalization rules in bangla pdf

আমাদের শেষ কথা

আশা করি Capitalization and punctuation এর নিয়ম এবং Punctuation and capitalization rules in bangla pdf তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন