পদ কাকে বলে? পদ কয় প্রকার ? জেনে নিন পদের আধুনিক সংজ্ঞা

প্রচলিত বাংলা ব্যাকরণ আনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তবে আধুনিক বাংলা ব্যাকরণে পদের সংজ্ঞার যেমন পরিবর্তন এসেছি তেমনি পদ প্রকরণেরও পরিবর্তন এসেছে। প্রচলিত বাংলা ব্যাকরণ আনুসারে পদ পাঁচ প্রকার হলেও আধুনিক ব্যাকরণ অনুসারে পদ মোট আট প্রকার। আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানতে পারবো আধুনিক ব্যাকরণ অনুসারে পদ কাকে বলে এবং উদাহরণসহ পদের শ্রেণিবিভাগ।

পদ কাকে বলে
পদ কাকে বলে

পদ কাকে বলে

প্রচলিত বাংলা ব্যাকরণ অনুসারে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে। তবে আধুনিক বাংলা ব্যাকরণে বলা হয়েছে,

বাক্যে ব্যবহৃত বিভক্তি কিংবা প্রত্যয় যুক্ত শব্দকে পদ বলে।

English Grammar - এ পদ কে Parts  of speech বলে।

দেখনু:  নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।

যেমন: চলন্ত = চল + অন্ত

চলন্ত শব্দটিকে প্রকৃতি ও প্রত্যয়ে ভাঙ্গা যায় সুতরাং চলন্ত শব্দটি একটি পদ।

পদ কয় প্রকার ও কী কী

পদ প্রধানত দুই প্রকার

১. সব্যয় পদ

২. অব্যয় পদ

পদ কাকে বলে
চিত্রে পদের শ্রেনিভাগ দেখানো হয়েছে

সব্যয় পদ কাকে বলে

যে পদগুলো বচন, লিঙ্গ, প্রত্য়য় ও বিভক্তি দ্বারা পরিবর্তন করা যায় তাদেরকে সব্যয় পদ বলে।

যেমন: সুন্দর+য=সৌন্দর্য

সুন্দর শব্দটিকে প্রত্য়য় দ্বারা পরিবর্তন করা যায় তাই এটি একটি সব্য়য় পদ।

সব্যয় পদ ৪ প্রকার

১. বিশেষ্য

২. বিশেষণ

৩. সর্বনাম

৪. ক্রিয়া

অব্যয় পদ কাকে বলে

যে পদগুলো বচন, লিঙ্গ, প্রত্যয় ও বিভক্তি দ্বারা পরিবর্তন করা যায় না তাদেরকে অব্যয় পদ বলে।

১. সমুচ্চায়ী

২. অনুকরণ

৩. অনন্বয়ী

৪. অনুসর্গ

যেমন: এবং, আর, অতএব, ইত্যাদি

নবম-দশম শ্রেণির নতুন বই অনুসারে পদ মোট ৮ প্রকার

পদ কাকে বলে
পদ প্রকরণ
১. বিশেষ্য (Noun)

২. বিশেষণ (Adjective)

৩. সর্বনাম (Pronoun)

৪. ক্রিয়া (verb)

৫. ক্রিয়া বিশেষণ (adverb)

৬. আবেগ (interjection)

৭. অনুসর্গ (Preposition)

৮. যোজক (connectives)

[বিঃদ্রঃ প্রচলিত বাংলা ব্যাকরণে আবেগ শব্দকে অনন্বয়ী অব্যয়, অনুসর্গকে অনুসর্গ অব্যয় এবং যোজককে মূলত সমুচ্চায়ী অব্যয় বলে।]

১. বিশেষ্য পদ কাকে বলে

বিশেষ্য পদ: কোনো ব্যক্তি বস্তু, স্থান বা প্রাণীর নামকে বিশেষ্য পদ বলে।অর্থ্যাৎ বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে। যেমন: রহিম, সততা, গরু ইত্যাদি।

বিশেষ্য পদ সম্পর্কে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

২. বিশেষণ পদ কাকে বলে

যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য, সংখ্যা, পরিমান ইত্যাদি বোঝায় তাকে বিশেষণ পদ বলে। যেমন: করিম ভালো ফুটবল খেলে। সুন্দর বাগান। চটপটে ছেলে।

বিশেষণ সম্পর্কে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

৩. সর্বনাম কাকে বলে

সর্বনাম : বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম সাধারণত বিশেষ্যের প্রতিনিধি স্থানীয় শব্দ। যেমন : হস্তী প্রাণিজগতের সর্ববৃহৎ প্রাণী। তার শরীরটি যেন বিরাট এক মাংসের স্তূপ।

সর্বনাম সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

৪. ক্রিয়া কাকে বলে

যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে। যেমন: আমি বল খেলি।

ক্রিয়া সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

৫. ক্রিয়া বিশেষণ কাকে বলে

যে পদ বিশেষণ পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ ক্রিয়াবিশেষণ (adverb) বাকোর ক্রিয়াকে বিশেষিত করে থাকে। যেমন: কারা যেন গুনগুনিয়ে গান গাচ্ছিল।

ক্রিয়া বিশেষণ সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

৬. আবেগ শব্দ কাকে বলে

যে সকল শব্দ দ্বারা আবেগ (interjection) তথা মনের নানা ভাব  প্রকাশ করা হয় সেগুলোকে আবেগ শব্দ বলে। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্বয়ী, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয়ও বলা হয়। যেমন: উঃ কী বিপদ!

আবেগ শব্দ সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

৭. অনুসর্গ কাকে বলে

'অনুসর্গ' শব্দটির 'অনু' অর্থ- পরে বা পশ্চাতে, আর সর্গ মানে সৃষ্টি বা ব্যবহার। বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে। এগুলোকে অনুসর্গ (post position) বলে। যেমন: প্রাণের অপেক্ষা প্রিয় আর কী আছে

অনুসর্গ সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

৮. যোজক কাকে বলে

যে পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের অন্তর্গত একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন: ফুলদানিটা ভালো করে ধর নইলে পড়ে যাবে।

যোজক সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন।

আমাদের শেষ কথা

আশা করি পদ কাকে বলে  উদাহরণসহ আবেগ শব্দের শ্রেণিবিভাগের আলোচনাটি তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন