পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন
পদার্থ বিজ্ঞানের ২য় অধ্যায়ে বস্তুর গতি নিয়ে আলোচনা করা হয়েছে কিন্তু কেন বস্তু গতিশীল হয় সেটি নিয়ে কিছু বলা হয়নি। পদার্থ বিজ্ঞানের ৩য় অধ্যায়ে দেখানো হয়েছে বস্তু গতিশীল হয় বলের কারণে এবং বল নিয়ে আইজাক নিউটনের তিনটি যুগান্তকারী সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে। বল কীভাবে বস্তুর উপর কাজ করে সেটি নিয়ে আলোচনা করার সময় খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের বল, বস্তুর জড়তা, বলের প্রকৃতি, ঘর্ষণ বল এই বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে।
বল সম্পর্কে নিউটন তিনটি সূত্র প্রদান করেন |
পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন এবং দেশ সেরা বিভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে। এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য অবশ্যই এ প্রশ্নের উত্তরগুলো পারতে হবে। পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে উক্ত অধ্যায়ের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত রয়েছে যার কারণে এগুলো চর্চা করলে পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে শিক্ষার্থীরা উত্তর করতে সক্ষম হবে।
জ্ঞান মূলক প্রশ্ন।
১. জড়তা কাকে বলে ?
২. ভর কী ?
৩. বল কী ?
8. স্পর্শ বল কাকে বলে
?
৫. অস্পর্শ বল কাকে বলে
?
৬. সাম্য বল বলতে কী বোঝায়
?
৭. অসাম্য বল কাকে বলে
?
৮. মৌলিক বল কী?
৯. সবল নিউক্লিয় বল কাকে
বলে?
১০. মহাকর্ষ বল কী?
১১. তড়িৎ চৌম্বকীয় বল
কাকে বলে?
১২. কোন বলটি আকর্ষণ এবং
বিকর্ষণ দুটোই করতে পারে?
১৩. কোন দুটি বলের পাল্লা
অসীম?
১৪. দুর্বল নিউক্লিয় বল
কাকে বলে ?
১৫. বিটাক্ষয় কেন হয়?
১৬. লব্ধি কী?
১৭. ভরবেগ কাকে বলে?
১৮. ভরবেগের সংরক্ষণশীলতা
নীতি কী? / ভরবেগের নিত্যতার নীতি কি?
১৯. ওজন কী?
২০. বলের ঘাত কী?
২১. ঘাত বল কী?
২২. মাধ্যাকর্ষণ বল কাকে
বলে? / অভিকর্ষ বল কী?
২৪. ঘর্ষণ বল কী?
২৫. প্রবাহী ঘর্ষণ কাকে
বলে?
২৬. স্থিতি ঘর্ষণ কাকে
২৭. গতি ঘর্ষণ কাকে বলে?
২৮. আবর্ত ঘর্ষণ কাকে বলে?
২৯. বিসর্প ঘর্ষণ কাকে
বলে?
আরো পড়তে পারেন
অনুধাবন মূলক প্রশ্ন
১. 10N বল বলতে কী বোঝা?
২. বৈদ্যুতিক পাখার সুইচ
বন্ধ করার পর সঙ্গে সঙ্গে থেমে যায় না কেন?
৩. সাম্য ও অসাম্য বলের
মধ্যে দুটি পার্থক্য লেখো।
৪. প্যারাসুটের মাধ্যমে
আরোহী ধীরে ধীরে মাটিতে নিরাপদে নেমে আসে কেন?
৫. দেয়ালে পেরেক ঢুকলে
আটকে যায় কেন? ব্যাখ্যা করো।।
৬. বল ও ত্বরণের মধ্যে
সম্পর্ক ব্যাখ্যা করো।
৮. চলন্ত বাস হঠাৎ ব্রেক
কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন?
৯. ''ঘর্ষণ একটি প্রয়োজনীয়
উপদ্রব'' পক্ষে যুক্তি দাও।
১০. গাড়ির টায়ারের পৃষ্ঠে
খাঁজ কাটা থাকে কেন? ব্যাখ্যা করো।
১১. জড়তা বলতে কী বোঝায়?
ব্যাখ্যা।
১২. `6\times10^5N` বল
বলতে কী বোঝায়?
১৩. পাহাড় থেকে নিচে নামা
অপেক্ষা পাহাড়ের উপর উঠা কষ্টকর কেন ব্যাখা কর?
১৪. জুতার তলায় খাঁজ কাটা
থাকে কেন?
১৫. বস্তুর ভর ধ্রুব হলেও
ওজন ধ্রুব নয় কেন? ব্যাখ্যা কর।
১৬. বালুতে হাঁটা কষ্টকর
কেন? ব্যাখ্যা কর।
১৭. নিউটনের ২য় সূত্র
থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা
১৮. F = ma প্রমান কর।
১৯. ভরবেগের সংরক্ষণের
সূত্রটি বিবৃতি করে প্রতিপাদন করে।
২০. সামা ও অসাম্য বলের
মধ্যে পার্থক্য লিখ।
২১. বস্তুর ওজন বিভিন্ন
স্থানে বিভিন্ন হয় কেন? ব্যাখ্যা কর।
২১. পৃথিবীর কেন্দ্রে বস্তুর
ওজন শূন্য হয় কেন? ব্যাখ্যা কর।
২২. তোমার ওজন পৃথিবীর
সকল স্থানে সমান হবে কি? ব্যাখ্যা কর।
২৩. ঘর্ষণ বল কী? ব্যাখ্যা কর।
পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল
১. স্থির অবস্থায় থাকা
5 kg ভরের একটি বস্তুর উপর 5 N বল 4s ধরে কাজ করছে। তার 4s পরে 10 N বল আবার 4s ধরে
কাজ করছে।
গ. বস্তুটির প্রথম 8 s
এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা
ঘ. উদ্দীপকের তথ্যের আলোকে
বেগ-সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ কর।
২. 1mg ভরের ১ ফোঁটা পানি
20m উপর থেকে বাতাসের বাধা অতিক্র করে 15m/s বেগে ভূমিতে পতিত হয়।
গ. পানির ফোঁটাটি ভূমিতে
পতিত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় কর।
ঘ. গাণিতিক বিশ্লেষণের
মাধ্যমে দেখাও যে, পানির ফোঁটাটির ওজন বাতাসের বাধাজনিত বলের অপেক্ষা বেশি।
৩. একটি 5000kg ভরের গাড়ি
স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50s বেগ 10 m/s হয় এ ত্বরণে 1km চলার পর
6000kg ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে
লিপ্ত হয় । সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 m/s বেগে চলতে থাকে।
গ. গাড়িটির ত্বরণ নির্ণয়
কর।
ঘ. সংঘর্ষের ফলে গাড়ি
দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ কর।
8. সালমান 400 gm ভরের
একটি স্থির ফুটবলের উপর 2 sec যাবৎ 5 N বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120
m দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ মান
1 N
গ. বল প্রয়োগের ফলে ফুটবলের
ত্বরণ কত হয়েছিল ?
ঘ. ফুটবল শাকিলের কাছে
পৌঁছাবে কি না ? বিশ্লেষণ করা
৫. m1 বস্তুর কার্যকারী
বল 0.078 N এবং m2 বস্তুর কার্যকরী বল 0.039 N। বস্তু দুটি একই সময়ে ছেড়ে দেওয়া
হলো।
গ. m1 বস্তুর উপর বায়ুর
ঘর্ষণ বল নির্ণয় কর।
ঘ. কোন বস্তুটি আগে ভূমিতে
পৌঁছাবে ? যুক্তিসহ বিশ্লেষণ কর।
৬. 3.92N ওজনের একটি খেলনা
গাড়ীর উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5ms ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ
বল 0.5N
গ. গাড়ীর উপর প্রযুক্ত
বলের মান কত?
ঘ. ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন
অবস্থায় মেঝেতে ত্বরণের কী পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ণ কর।
৭. 700kg ভরের একটি গতিশীল
ট্রাক 20ms 1 বেগে 1300kg ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুইটি
মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে।
গ. ট্রাক দুইটির মিলিত
বেগ নির্ণয় কর।
ঘ.ভরবেগের সংরক্ষণ সূত্র
কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, গাণিতিক যুক্তিসহ মতামত দাও।
৮.তানজুম 50g ভরের একটি
পাথরকে 60m/s বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে
গ.পাথরটি যদি সমবেগে গতিশীল
থাকে তবে 4s এ এটি কত দূরত্ব অতিক্রম করে, তা নির্ণয় কর।
ঘ. 9N বাধাদানকারী বল প্রয়োগ
করে পাথরটিকে 10m দূরত্বে থামানো সম্ভব হবে কি? গাণিতিক মতামত দাও
৯.
গ. F নির্ণয় কর।
ঘ. 100 m অতিক্রম করার
পর প্রযুক্ত বল অপসারণ করলে বস্তুটি প্রথম থেকে সর্বমোট কত সময় পর থেমে যাবে? গাণিতিকভাবে
ব্যাখ্যা কর।
১০. স্থির অবস্থান থেকে
যাত্রা শুরু করে 600kg ভরের একটি ট্রাক
`0.2ms^{-2}` সুষম ত্বরণে 60s চলার পর 400 kg ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা
খেয়ে আটকে একত্রে 7.2m/s চলতে থাকে।
গ. উদ্দীপকের ট্রাকটি পিকআপ
ভ্যানের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় ।
ঘ.উপরোক্ত ঘটনা ভরবেগের
সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কী। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও।
১১. একটি বন্দুক থেকে
10g ভরের একটি গুলি 600m/s বেগে নির্গত হওয়ার সময় 2m/s বেগে পিছনে ধাক্কা দেয়।
গ. বন্দুকটির ভর নির্ণয়
কর।
ঘ. কী কী ব্যবস্থা গ্রহণ
করে বন্দুকটির পশ্চাৎবেগের মান আরও কমানো যায়? গাণিতিক যুক্তিসহ আলোচনা কর।
১২. 5 kg ভরের একটি বস্তু
সুষম ত্বরণে 10 s এ 150 m দূরত্ব অতিক্রম করে। পরবর্তীতে 10 s এটি সমবেগে চলে ।
গ. শুরু থেকে 10s পর বস্তুটির
ভরবেগ নির্ণয় কর।
ঘ. উদ্দীপক অনুসারে বস্তুটির
প্রথম 5 s এ অতিক্রান্ত দূরত্ব ও পরবর্তী 7s এ অতিক্রান্ত দূরত্ব সমান হবে কিনা গাণিতিকভাবে
যাচাই কর।
১৩. ব্রক্ষ্মপুত্রের জলে
ভাসমান 200 kg ভরের একটি স্থির ভেলার দুই প্রান্ত থেকে 42 kg ভরের রোদেলা 5 m/s বেগে
এবং 48 kg ভরের মৃদুলা বিপরীত দিক থেকে ঝাঁপ দিল। আশ্চর্যের ব্যাপার হলো দুইজন ঝাঁপ
দেওয়ার পরেও ভেলাটি স্থির অবস্থাতেই থাকলো ।
গ. মৃদুলা কত বেগে ঝাঁপ
দিয়েছে?
ঘ. রোদেলা যদি মৃদুলার
বেগে এবং মৃদুলা যদি রোদেলার বেগে ঝাঁপ দিত তাহলে ভেলাটি স্থির থাকত কিনা গাণিতিকভাবে
বিশ্লেষণ কর
১৪. 1000 kg ও 1500 kg
ভরের দুইটি গাড়ি পরস্পরের বিপরীত দিকে যথাক্রমে 72 km/h এবং 36 km/h বেগে এসে পরস্পরের
মধ্যে সংঘর্ষ ঘটল । পরস্পর আটকে গিয়ে একই বেগে চলতে থাকে।
গ. মিলিত গাড়িদ্বয় কোন
দিকে কত বেগে চলবে?
ঘ. উদ্দীপকের ঘটনায় গতিশক্তি
সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণের সাহায্যে মতামত দাও ।
১৫. দৃশ্যকল্প১: 200
kg ভরের একটি স্থির নৌকার দুই প্রান্তে সাঁতারু দাড়িয়ে আছে। এদের ভর যথাক্রমে 30
kg ও 40 kg | সাঁতারুদ্বয় একই সাথে 4 m/s বেগে নৌকা থেকে নদীতে লাফ দেয়। দৃশ্যকল্প-২
: 5000 kg ভরের একটি পাথর বোঝাই ট্রাক এবং 100 kg ভরের একটি ছোট গাড়ি পরস্পরের দিকে
যথাক্রমে 4 m/s এবং 5 m/s বেগে গতিশীল ।
গ. দৃশ্যকল্প : ১- থেকে
নৌকাটি কোনদিকে কত বেগে চলবে তা নির্ণয় কর।
ঘ. দৃশ্যকল্প : ২- থেকে
সংঘর্ষের পর কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৬. 10 km/h বেগে চলমান
মাল বোঝাই একটি ট্রাকের চালক রেল লাইন থেকে 10 m দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে
দেখে তৎক্ষণাৎ ব্রেক কষলেন। ফলে 5 sec এ ট্রাকটি থেমে গেল। খালি ট্রাক ও মালের ভর যথাক্রমে
1500 kg ও 400 kg |
গ. ব্রেক চাপার পর গাড়িটি
কত দূরত্ব অতিক্রম করে? নির্ণয় কর।
ঘ. “ট্রাকটি যদি মাল বোঝাই না থাকত তাহলে চালক আরও সহজে ট্রাকটি থামাতে পারত”— যুক্তিসহকারে বিশ্লেষণ কর ।
১৭.
গ. ২নং চিত্র অনুযায়ী
গাড়িটির 20 sec এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
ঘ. ১নং চিত্র অনুযায়ী
M বস্তুটির উপর P বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ কর।
১৮. 700 kg ভরের একটি গতিশীল
ট্রাক 20 m/s বেগে 1300 kg ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি
মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে।
গ. ট্রাক দুটির মিলিত বেগ
নির্ণয় কর
ঘ. ভরবেগের সংরক্ষণ সূত্র
কীভাবে নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে, গাণিতিক যুক্তিসহ মতামত দাও ।
১৯. 100 kg ভরের ১টি বস্তু
স্থির অবস্থা থেকে 1 m/s ত্বরণে 10 s চলার পর বিপরীত দিক থেকে 15 m/s সর্বোচ্চ বেগে গতিশীল 150 kg ভরের অপর ১টি বস্তুর
সাথে মুখোমুখি সংঘর্ষ হলো ।
গ. সংঘর্ষের পর ১ম বস্তু
কোনদিকে কত বেগ লাভ করবে?
ঘ. উদ্দীপকের ঘটনা নিউটনের
গতির তৃতীয় সূত্রকে সমর্থন করবে কি না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
২০. একজন বাইসাইকেল আরোহী
`6ms^{-2}` ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করল 5 s পর সে ত্বরণ বন্ধ করে দিল।
এর 10 s পর 150 m দূরে একটি স্পিড ব্রেকার দেখে `3ms^{-2}` মন্দনে ব্রেক করল
গ. ব্রেক প্রয়োগ করার
পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে? নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের আলোকে বাইসাইকেলের
গতির উপর ঘর্ষণের প্রভাব বিশ্লেষণ কর।
২১.
A ও B দুইটি খেলনা মার্বেল পাথর। খেলার এক পর্যায়ে মার্বেল দুটির মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলতে থাকে।
গ. সংঘর্ষের পর মিলিত পাথরদ্বয়
কোন দিকে, কত বেগে চলবে? নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের ঘটনাটি ভরবেগ
ও গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কি না—গাণিতিকভাবে
বিশ্লেষণ করো।
২২. খরগোশ ও কচ্ছপ প্রতিযোগিতা
শুরু করে। খরগোশ এর শুরুতে আদিবেগ 0.05 m/s, ত্বরণ 0.0001`ms^{-2}। কচ্ছপের শুরুতে
গড়বেগ 0.2 m/s"। প্রতিযোগিতা শুরুর পর খরগোশ 1 ঘণ্টা দৌড়ায়, তারপর 1.5 ঘণ্টা
ঘুমায়। তারপর আবার একই আদিবেগ ও ত্বরণে চলতে থাকে। প্রতিযোগিতার গন্তব্যস্থলের দূরত্ব
3 km |
গ. 1 ঘণ্টা পর খরগোশ কচ্ছপ
থেকে কত দূর এগিয়ে থাকবে? ঘ. দৌড় প্রতিযোগিতায় কে জিতবে? গাণিতিক বিশ্লেষণ করে মতামত
দাও।
২৩. একটি টেনিস বল মাঠে
সুষম মন্দনসহ চলতে শুরু করল । প্রথম 3 s পর্যন্ত বলটি 40 cm/s গড় বেগে চলল এবং পরবর্তী
5 s পর্যন্ত এর বেগ হলো 20cm/s । টেনিস বলটিকে 50 m/s বেগে খাড়াভাবে উপরের দিকে নিক্ষেপ
করা হলো।
গ. টেনিস বলটির আদিবেগ
ও ত্বরণ নির্ণয় করো
ঘ. টেনিস বলটির সর্বোচ্চ
উচ্চতায় উঠতে এবং ভূমিতে পতিত হতে সমান সময়ের প্রয়োজন কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ
করো।
২৪. ১০. একটি ইঁদুর বিড়ালকে দেখে পালাতে চেষ্টা করে । প্রথম 2s এ 10 m এবং পরবর্তী 4s এ 50 m দূরত্ব অতিক্রম করে। অতঃপর আরো 2s পর তার সম্মুখে নিরাপদ স্থানে পৌঁছাতে পারবে। ইঁদুরের দৌড় শুরুর 2s পর বিড়াল ইদুরকে ধরার লক্ষ্যে 5 m/s বেগে এবং 3 `ms^{-2}` ত্বরণে পিছু ছুটলো ।
গ.
দৌড় শুরুর 3 s পর ইঁদুর কর্তৃক
অতিক্রান্ত দূরত্ব কত?
ঘ. ইঁদুর নিরাপদ স্থানে পৌছাতে পারবে কিনা— গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত দাও।
২৫. 12,000 kg ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং 800 kg ভরের একটি খালি গাড়ি 800 m দূর থেকে যথাক্রমে 12 m/s ও 20 m/s বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে। চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো ।
গ. কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে?
ঘ. গাড়ি দুটির মধ্যে কোনটি
বেশি ক্ষতিগ্রস্ত হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
২৬. 30 gm ভরের একটি মার্বেল 10 m/s বেগে চলার সময় অপর একটি স্থির মার্বেলের সাথে ধাক্কা খায়। সংঘর্ষের পর, মার্বেলটি তার 75% বেগ হারায় এবং স্থির মার্বেলটি 9 m/s বেগ প্রাপ্ত হয় এবং পরে মাটির দেয়াল দ্বারা বাধাপ্রাপ্ত হয়। মাটির দেয়ালের বাধাদানকারী বলের মান 3N
গ. স্থির মার্বেলের ভর কত?
ঘ. মার্বেলটি দেয়ালের ভেতরে কতটুকু ঢুকতে পারবে নির্ণয় করো?
আমাদের শেষ কথা
আশা করি পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল তোমার সফলতায় অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...