এ প্লাস প্রত্যাশীদের জন্য পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন

কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের এই তিনটি অবস্থার সাথে আমরা পরিচিত। এর মাঝে তরল এবং বায়বীয় পদার্থ “প্রবাহিত” হতে পারে তাই এই দুটোকে প্রবাহীও বলা হয়ে থাকে।পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় আমরা পদার্থ তার তিন অবস্থাতে কীভাবে চাপ প্রয়োগ করে সেটি বিশ্লেষণ করে দেখব। শুধু তাই নয়, পদার্থের একটি বিশেষ ধর্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। কঠিন, তরল এবং বায়বীয় অবস্থায় স্থিতিস্থাপকতার ধর্ম কীভাবে কাজ করে সেটি নিয়েও আলোচনা করা হবে। কঠিন, তরল এবং বায়বীয় ছাড়াও “প্লাজমা” নামে পদার্থের আরো একটি অবস্থা আছে, কেন এটিকে পদার্থের চতুর্থ অবস্থা বলা হয়, আমরা সেটিও বোঝার চেষ্টা করব।

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল
পদার্থের অবস্থা ও চাপ

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্নগুলো বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন এবং দেশ সেরা বিভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে প্রণয়ন করা হয়েছে। এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য অবশ্যই এ প্রশ্নের উত্তরগুলো পারতে হবে। পদার্থ বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন এমন ভাবে প্রণয়ন করা হয়েছে যাতে উক্ত অধ্যায়ের সকল নিয়মগুলো অন্তর্ভুক্ত রয়েছে যার কারণে এগুলো চর্চা করলে পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে শিক্ষার্থীরা উত্তর করতে সক্ষম হবে।

জ্ঞান মূলক প্রশ্ন

১. চাপ কী?

২. ঘনত্ব কী?

৩. প্ৰবতা কী?

৪. পীড়ন কী?

৫. আর্কিমিডিসের সূত্রটি লিখ?

৬. ডাহুকের সূত্রটি লিখ?

৭. বিকৃতি কী?

৮. প্লাজমা কী?

৯. বায়ুমন্ডলীয় চাপ কী?

১০. প্যাসকেলের সূত্রটি লিখ?

আরো পড়তে পারো

অনুধাবন মূলক প্রশ্ন

১. হাড়ি পাতিল পানিতে ভাসে কেন?

২. পচা ডিম পানিতে ভাসে কেন?

৩. উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপ হ্রাস পায় কেন?

৪. ঘনত্ব বস্তুর তাপমাত্রার উপর নির্ভর করে ব্যাখ্যা কর।

৫. বরফ পানিতে ভাসে কেন?

৬. কোনো বস্তুর পানিতে ভাসন ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা কর।

৭. টরিসেলির শূন্যস্থান বলতে কী বুঝ?

৮. বল বৃদ্ধিকরণ নীতি ব্যাখ্যা কর।

৯. বেশি উচ্চতায় উঠলে শ্বাস প্রশ্বাস নেয়া কষ্টকর কেন?

১০. লোহা পানিতে ডুবলে ও পারদে ভাসে কেন?

১১. মৃত সাগরের পানিতে মানুষ ডুবে যায় না কেন?

১২. একটি ভারী বস্তুকে বাতাস অপেক্ষা পানিতে উত্তোলন সহজ কেন?

১৩. বস্তুর আকারের উপর বলের প্রভাব ব্যাখ্যা কর।

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

১. একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 cm, 12 cm এবং 6 cm। ইটটির ভর 2.25 kg। পানির ঘনত্ব 1000`kgm^{-3}`  এবং g = 9.8`ms^{-2}`

গ. ইটটি ভূ-পৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় কর।

ঘ. ইটটির সাথে সমআয়তনের এবং 400 `kgm^{-3}` ঘনত্বের একটি কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুবে যাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

২.  5 cm ব্যাসার্ধ এবং 12 cm উচ্চতাবিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে 12 m গভীরতাবিশিষ্ট একটি পানিপূর্ণ কুপের মধ্যে ছেড়ে দেয়া হলো। সিলিন্ডারের ভর 240 g পানির ঘনত্ব 1000 `kgm^{-3}`

গ. কূপের তলদেশে পানির চাপ নির্ণয় কর।

ঘ. কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে? গাণিতিক ব্যাখ্যা দাও।

৩.একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 5:1 ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 বল অনুভূত ।

গ. ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে- বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ কর।

৪. 

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

চিত্রের পাত্রের সিলিন্ডার C1 এবং c2  এর ব্যাসার্ধ যথাক্রমে 3 cm এবং 6 cm.  c1 এর পিস্টনে 1000 N বল প্রয়োগ করলে তা M হতে 6 cm নেমে N অবস্থানে আসে। এতে C2 এর পিস্টন S অবস্থান হতে । 1 cm সরে T তে চলে আসে।

গ. C2 সিলিন্ডারে কত বল অনুভূত হবে। নির্ণয় কর।

ঘ. উদ্দীপকের ঘটনায় শক্তি বৃদ্ধি ঘটে নি- বিশ্লেষণের মাধ্যমে মতামত ব্যক্ত কর।

৫. 'A' ও 'B' পাত্রের তরলের ঘনত্ব যথাক্রমে 800 `kgm^{-3}`   ও 1260 `kgm^{-3}` । A পাত্রে তরলের উচ্চতা 50 cm  250 gm ভরের একটি বস্তুকে A পাত্রের তরলে ছেড়ে দিলে 1.96 N ওজন হারায়।

গ. A পাত্রের তলদেশে তরলের চাপ নির্ণয় কর।

ঘ. বস্তুটিকে B পাত্রের তরলে ছেড়ে দিলে এটি কী অবস্থায় থাকবে? বিশ্লেষণ কর।

৬. 

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

গ. F2 এর মান নির্ণয় ।

ঘ. উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলি অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কি না? যুক্তিসহ বিশ্লেষণ কর।

৭. 

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

গ. পিস্টন -২ এ বলের মান নির্ণয় কর।

ঘ. A - বস্তুটি উদ্দীপকের তরলে ছেড়ে দিলে ভাসবে না ডুববে নির্ণয় কর। 

৮. 

পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল

পানির ঘনত্ব 1000 `kgm^{-3}`   ABCD এর ক্ষেত্র 800 বর্গ সে. মি.

গ. ABCD এর উপর ক্রিয়ারত প্লাবতার মান নির্ণয় কর।

ঘ. P বস্তুটি উদ্দীপকের পাত্রের পানিতে ছেড়ে দিলে ডুববে না ভাসবে? বিশ্লেষণ কর।

৯. গোলকাকৃতি একটি নিরেট রবারের বলের ব্যাসার্ধ 21 সে.মি.। বলটির ভর 5 kg পানির ঘনত্ব 1000 `kgm^{-3}`  বলটিকে পানিতে নিমজ্জিত করার জন্য লোহার টুকরা বলের অভ্যন্তরে প্রবেশ করানো হলো। প্রতিটি লোহার টুকরার ভর 5 kg

গ. রবারের বলটির ঘনত্ব নির্ণয় কর।

ঘ. 10টি লোহার টুকরা বলের অভ্যন্তরে প্রবেশ করালে বলটি পানিতে ডুববে কি না গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

১০. 200g ভরের একটি আয়তকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা 24 বর্গ সে.মি.  ও 3 সেমি কেরোসিনে বস্তুর ওজন 1.4 N উল্লেখ্য কেরোসিনের ঘনত্ব 800`kgm^{-3}`

গ. বস্তুটির উপাদানের ঘনত্ব নির্ণয় কর।

খ. প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কি না? গানিতিকভাবে বিশ্লেষণ কর।

১১. 20 বর্গ সে.মি. ক্ষেত্রফল 10 cm উচ্চতাবিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে  ওজন যথাক্রমে 9.8 N  ও 7.84 N

গ.বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় কর।

ঘ. উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে

১২. 1800 ঘনমিটার আয়তনের এবং 2000 kg ভরের একটি জলযান পানিতে ভেসে থাকে। তখন উহার উপর `5.88\times10^6` N প্লাবতা কাজ করে। জলযানটি আকার অপরিবর্তনীয় রেখে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় সাবমেরিন হিসাবে চালাতে চেষ্টা করা হলো।

গ. ভেসে থাকা অবস্থায় জলযানটির আয়তনের কত অংশ পানিতে ডুবে থাকবে?

ঘ. কি ধরণের পরিবর্তন ফলে উল্লিখিত শেষোক্ত চেষ্টা সফল হবে? গাণিতিক যুক্তিসহ বিশ্লেষণ কর

১৩. একটি গোলকের আয়তন 1000cm এটি 1500 `kgm^{-3}` ঘনত্বের তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। গোলকটির উপর 100cm' আয়তনের 80 gm ভরের মোমের প্রলেপ দেয়া

গ. উদ্দীপকের গোলকের ভর নির্ণয় কর।

ঘ. মোমের প্রলেপ দেয়া গোলকটি উক্ত তরলে ভাসবে না ডুবে যাবো গাণিতিক যুক্তিসহকারে মতামত

১৪.একটি পাত্র পানি দিয়ে এবং অপর একটি পাত্র কেরোসিন দিয়ে পরিপূর্ণ আছে। প্রথম পাত্রটির উচ্চতা 75 cm এবং পানি ও কেরোসিনের ঘনত্ব যথাক্রম 1000 `kgm^{-3}` ও 3800 `kgm^{-3}` ।অপর একটি বস্তু আছে যার আয়তন 400 `cm^3`

গ.প্রথম পাত্রের তলদেশে চাপের পরিমাণ নির্ণয় কর।

ঘ.প্রদত্ত বস্তুটিকে ১ম ও ২য় পাত্রের তরলের মধ্যে ছেড়ে দিলে কোন পাত্রে প্লবতার মান বেশি হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর ।

১৫. 20 g ভরের একখণ্ড কাঠকে 70 g ভরের একটি ধাতব পদার্থের সাথে বেঁধে 0.970 g/cc ঘনত্বের তরলে ছেড়ে দেয়া হলো। কাঠ ও ধাতব পদার্থের ঘনত্ব যথাক্রমে 0.27 g/cc 3 10.7 g/cc

গ. শুধু কাঠের টুকরাটি তরলে কতটুকু নিমজ্জিত থাকবে?

ঘ. ধাতব পদার্থ ও কাঠটি একত্রিত অবস্থায় তরলে কী অবস্থায় থাকবে? গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন করো।

১৬. ভেজাল মিশ্রিত একটি স্বর্ণের মুকুটের ভর 5kg ও ঘনত্ব 16000 `kgm^{-3}` । এর মধ্যে যে ভেজাল আছে তার ঘনত্ব 12000 `kgm^{-3}` এবং বিশুদ্ধ স্বর্ণের ঘনত্ব 19300 `kgm^{-3}` । মুকুটটিকে সমুদ্রের পানিতে নিমজ্জিত করা হলো । (সমুদ্রের 5.3 L পানির ভর 5900 gm)

গ. সমুদ্রের পানিতে মুকুটের প্লবতা নির্ণয় করো।

ঘ. মুকুটে ভেজালের পরিমাণ নির্ণয় করো।

১৭. L দৈর্ঘ্য এবং A প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তার এবং একটি রাবারের তারের প্রত্যেকটিতে 10 kg ভর ঝুলালে ইস্পাত অপেক্ষা রাবার 5 গুণ বেশি বৃদ্ধি পায় ।

গ. রাবারের ইয়ং এর গুণাঙ্ক কত? [ইস্পাতের ইয়ং গুণাঙ্ক Y = 2 × 10¹¹ `Nm^{-2}`

ঘ. উদ্দীপকের তার দুটির মধ্যে কোনটি কম স্থিতিস্থাপক? উত্তরের পক্ষে যুক্তি দাও ।

১৮. একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 cm, 12 cm এবং 6 cm । ইটটির ভর 2.25 kg । পানির ঘনত্ব 1000 `kgm^{-3}`.

গ. ইটটি ভূ-পৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় করো।

ঘ. ইটটির সাথে সমআয়তনের এবং 400 `kgm^{-3}` ঘনত্বের একটি  কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুবে যাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো।

১৯. 

A ও B পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল যথাক্রমে 4 বর্গ সে.মি. এবং 16 বর্গ সে.মি.

গ. পাত্রের তলদেশে পানি কর্তৃক প্রযুক্ত চাপ নির্ণয় কর।

ঘ. A ও B পৃষ্ঠে চাপ সমান হলেও বল ভিন্ন হবে - উক্তিটি গাণিতিক ভাবে বিশ্লেষণ কর

আমাদের শেষ কথা

আশা করি পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

আরো পড়তে পারো

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন