কারক শব্দটির অর্থ যে করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে। তবে বাক্যের মধ্যে কিছু পদ থাকে যারা ক্রিয়ার সাথে সম্পর্ক রাখে না। এই ধরনের অকারক পদকেই সম্বন্ধ পদ বলে। আজকের আর্টিকেলে সম্বন্ধ পদ কাকে বলে? সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? ইত্যাদি সমন্ধে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয় |
সম্বন্ধ পদ কাকে বলে
যার
অধিকারে কোনো কিছু থাকে কিংবা যার সঙ্গে কোনো কিছুর সম্বন্ধ আছে, তাকেই বলে সম্বন্ধপদ। অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে
নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে।
সম্বন্ধপদে
'র' কিংবা 'এর' বিভক্তি যোগ হয় এবং এই বিভক্তি কোনো
সময়ই লোপ হয় না। যেমন: জলের মাছ, চোখের দেখা, পনেরোর পরিচ্ছেদ, বনের পাখি বনেই সুখে থাকে, লোহার কার্তিক, কালকের দিনটা, সাবানের বাক্স, পিকাসের ছবি, ছেলেবেলাকার কথা, আজকের অধিবেশন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, আদার ব্যাপারী, পদের আভিজাত্য।
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়
সম্বন্ধ
পদে র, এর কার
বিভক্তি যোগ হয়।
ক.
সম্বন্ধ পদে 'র' বা 'এর'
বিভক্তি যুক্ত হয়ে থাকে। যেমন: আমি +র = আমার (ভাই), রফিক + এর = রফিকের (বই)।
খ.
সময়বাচক অর্থে সম্বন্ধ পদে কার > কের বিভক্তি যুক্ত হয়। যেমন: আজি + কার = আজিকার > আজকের (কাগজ)। পূর্বে + কার
= পূর্বেকার (ঘটনা)। কালি + কার
= কালিকার > কালকার > কালকের (ছেলে)। কিন্তু 'কাল'
শব্দের উত্তর শুধু 'এর' বিভক্তিই যুক্ত হয়। যেমন কাল + এর = কালের। বাক্য: সে কত কালের
কথা।
সম্বন্ধ পদের প্রকারভেদ
সম্বন্ধ
পদ বহু প্রকারের হতে পারে। যেমন:
১.
অধিকার সম্বদ্ধ পদ: রাজার রাজা, প্রজার জমি।
২.
অধিকার সম্বন্ধ পদ: গাছের ফল, পুকুরের মাছ
৩.
কার্যকারণ সম্বন্ধ পদ: অগ্নির উত্তাপ, রোগের কষ্ট
8. উপাদান
সম্বন্ধ পদ: রূপার থালা, সোনার বাটি।
৫.
গুণ সম্বন্ধ পদ: মধুর মিষ্টতা, নিমের তিক্ততা।
৬.
হেতু সম্বন্ধ পদ: ধনের অহংকার, রূপের দেমাক
৭.
ব্যাপ্তি সম্বন্ধ পদ: রোজার ছুটি, শরতের আকাশ।
৮.
ক্রম সম্বন্ধ পদ: পাঁচের পৃষ্ঠা, সাতের ঘর
৯.
অংশ সম্বন্ধ পদ: হাতির দাঁত, মাথার চুল।
১০.
ব্যবসায় সম্বন্ধ পদ: পাটের গুদাম, আদার ব্যাপারি।
১১.
ভগ্নাংশ সম্বন্ধ পদ: একের তিন, সাতের পাঁচ।
১২.
কৃতি সম্বন্ধ পদ: নজরুলের 'অগ্নি-বীণা', মাইকেলের 'মেঘনাদবধ কাব্য'।
১৩.
আধার আধেয় সম্বন্ধ পদ: বাটির দুধ, শিশির ওষধ
১৪.
অভেদ সমন্ধ পদ: জ্ঞানের আলোক, দুঃখের দহন।
১৫.
উপমান-উপমেয় সম্বন্ধ পদ: ননীর পুতুল, লোহার শরীর
১৬.
বিশেষণ সম্বন্ধ পদ: সুখের দিন, যৌবনের চাঞ্চলা।
১৭.
নির্ধারণ সম্বন্ধ পদ: সবার সেরা, সবার ছোট।
১৮.
কারক সম্বন্ধ
ক.
কর্তৃ সম্বন্ধ পদ: রাজার হুকুম।
খ.
কর্ম সম্বন্ধ পদ: প্রভুর সেবা, সাধুর দর্শন।
গ.
করণ সম্বন্ধ পদ: চোখের দেখা, হাতের লাঠি।
ঘ.
অপাদান সম্বন্ধ পদ: বাঘের ভয়, বৃষ্টির পানি
ঙ.
অধিকরণ সম্বন্ধ পদ: ক্ষেতের ধান, দেশের লোক।
আমাদের শেষ কথা
আশা
করি সম্বন্ধ পদ কাকে বলে?
সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়? বিস্তারিত আলোচনাটি তোমার সফলতায় অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে
আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে
পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...