দুই বা ততোধিক ব্যঞ্জ্যনধ্বনির মধ্যে কোন স্বরধ্বনি না থাকলে ব্যঞ্জ্যনধ্বনিগুলো একত্রে উচ্চারিত হয় যাকে যুক্তাক্ষর বলে এরূপ বর্ণগুলোকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণ গঠিত হওয়ার সময় বর্ণের আকারের নানা পরিবর্তন ঘটে। কখনো কখনো পরিবর্তন এত বেশি হয় যে, মূল বর্ণগুলোই চেনা যায় না। যেমন: ক্ষ=ক+ষ, ষ+ণ=ষ্ণ
তাই ভালোভাবে বাংলা ভাষা লেখতে ও পড়তে যুক্তবর্ণ এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন ও যুক্তবর্ণ দিয়ে বাক্য গঠন সমন্ধে ভালোভাবে ধারণা থাকতে হবে। এই আর্টিকেলে বাংলা ভাষায় ব্যবহৃত যুক্তবর্ণ বিশ্লেষণ এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন করে দেখানো হয়েছে। এছাড়াও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
যুক্তবর্ণ সমূহ
যুক্তবর্ণ | বিশ্লেষণ | যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন |
---|---|---|
ক্ক | ক+ষ | অক্কা, ধাক্কা |
ক্ট | ক+ট | অক্টোবর, অক্টোপাস |
ক্ত | ক+ত | রক্ত, ব্যক্তি |
ক্ব | ক+ব | পক্ব |
ক্স | ক+স | বাক্স, কক্সবাজার |
ক্ল | ক+ল | শুক্ল, শুক্লা |
ক্ষ | ক+ষ | শিক্ষক, শিক্ষা |
ক্ষ্ণ | ক+ষ+ণ | তীক্ষ্ণ |
ক্ষ্ম | ক+ষ+ম | সূক্ষ্ম |
খ্য | খ+য | ব্যাখ্যা |
গ্ধ | গ+ধ | মুগ্ধ, দগ্ধ |
গ্ন | গ+ন | রুগ্ন, ভগ্ন |
গ্ন্য | গ+ন+য | অগ্ন্যাশয় |
গ্ব | গ+ব | দিগ্বলয় |
গ্ম | গ+ম | বাগ্মী |
গ্র | গ+র | গ্রাম, উগ্র |
ঘ্ন | ঘ+ন | কৃতঘ্ন |
ঙ্ক | ঙ+ক | অঙ্ক, অঙ্কন |
ঙ্ক্ষ | ঙ+ক+ষ | আকাঙ্ক্ষা |
ঙ্গ | ঙ+গ | অঙ্গ, ব্যঙ্গ |
চ্চ | চ+চ | উচ্চ, উচ্চারণ |
চ্ছ | চ+ছ | উচ্ছল |
জ্জ | জ+জ | উজ্জয়িনী |
জ্জ্ব | জ+জ+ব | উজ্জ্বল |
জ্ঞ | জ+ঞ | বিজ্ঞান, জ্ঞান |
জ্য | জ+য | ত্যাজ্য, ভাজ্য |
ঞ্চ | ঞ+চ | কাঞ্চন, সঞ্চয় |
ঞ্ছ | ঞ+ছ | বঞ্ছনা, লাঞ্চনা |
ঞ্জ | ঞ+জ | গঞ্জ, অঞ্জন |
ট্ট | ট+ট | চট্টগ্রাম, বাষট্টি |
ট্য | ট+য | নাট্য |
ট্র | ট+র | ট্রেন, ট্রে |
ড্ড | ড+ড | বড্ড |
ঢ্য | ঢ+য | আঢ্য |
ণ্ট | ণ+ট | বণ্টন |
ণ্ঠ | ণ+ঠ | লুণ্ঠন |
ণ্ড | ণ+ড | গুন্ডা |
ণ্ড্র | ণ+ড+র | পুন্ড্রু |
ণ্ন | ণ+ন | বিষণ্ন |
ত্ত | ত+ত | চিত্ত, সত্ত্বা |
ত্থ | ত+থ | উত্থান |
ত্ন | ত+ন | রত্ন, যত্ন |
ত্ম | ত+ম | আত্মা |
ত্ব | ত+ব | রাজত্ব |
ত্র | ত+র | অত্র |
দ্দ | দ+দ | বদ্দ |
দ্ব | দ+ব | দ্বীন, রাজত্ব |
দ্ভ | দ+ভ | উদ্ভিদ |
দ্ম | দ+ম | পদ্মা |
দ্য | দ+য | উদ্যান |
দ্র | দ+র | আর্দ্র, ভদ্র |
ন্ট | ন+ট | ক্যান্টনমেন্ট, |
ন্ত | ন+ত | অন্ত, অনন্ত |
ন্ত্র | ন+ত+র | যন্ত্র, মন্ত্র |
ন্থ | ন+থ | গ্রন্থ, পন্থ |
ন্দ | ন+দ | আনন্দ, বন্দনা |
ন্দ্ব | ন+দ+ব | দ্বন্দ্ব |
ন্ন | ন+ন | কুন্নাল, বাহান্ন |
প্ত | প+ত | গুপ্ত, রপ্ত |
প্র | প+র | প্রথম, প্রভাত |
প্স | প+স | অপ্সরা |
ব্জ | ব+জ | ন্যুব্জ |
ব্দ | ব+দ | অব্দ, শতাব্দী |
ভ্র | ভ+র | ভ্রমর, ভ্রমণ |
ম্ন | ম+ন | নিম্ন |
ম্প | ম+প | কম্পন, বাম্পার |
ম্ভ | ম+ভ | আরম্ভ |
ম্ম | ম+ম | সম্মান, আম্মা |
ম্ল | ম+ল | অম্লান, |
ল্ক | ল+ক | শুল্ক, কল্কি |
ল্ব | ল+ব | বাল্ব |
ল্ম | ল+ম | গুল্ম |
শ্চ | শ+চ | পশ্চিম |
শ্ম | শ+ম | শ্মশান |
শ্র | শ+র | অশ্রু, |
ষ্ক | ষ+ক | শুষ্ক |
ষ্ট | ষ+ট | কষ্ট, বৃষ্টি |
ষ্ট্র | ষ+ট+র | রাষ্ট্র |
ষ্ণ | ষ+ণ | কৃষ্ণ, বিষ্ণু |
ষ্ম | ষ+ম | গ্রীষ্ম |
স্ক | স+ক | স্কুল, পুরুস্ককার |
স্থ | স+থ | সুস্থ, গৃহস্থ |
স্ত | স+ত | বিশ্বস্ত, সস্তা |
হ্ন | হ+ন | অহ্ন, চিহ্ন, মধ্যাহ্ন |
হ্ণ | হ+ণ | পূর্বাহ্ণ, অপরাহ্ণ |
হ্ম | হ+ম | ব্রাহ্মপুত্র, ব্রাহ্মীলিপি |
হ্ব | হ+ব | আহ্বান |
ম্ব | ম+ব | লম্বা, খাম্বা |
ন্ত্ব | ন+ত+ব | সান্ত্বনা |
ধ্ব | ধ+ব | ধ্বনি |
স্ব | স+ব | স্বর, স্বভাব |
ন্ধ | ন+ধ | অন্ধ, বন্ধ |
দ্ধ | দ+ধ | যুদ্ধ, কারারুদ্ধ |
স্ত্র | স+ত+র | স্ত্রী, মিস্ত্রী |
ক্র | ক+র | ক্রিকেট, বক্র |
ন্দ্র | ন+দ+র | রবীন্দ্র, বরেন্দ্র |
স্ট | স+ট | স্টেশন, পোস্ট |
ষ্প | ষ+প | বাষ্প, পুষ্প |
ল্প | ল+প | অল্প, গল্প |
আমাদের শেষ কথা
আশা করি যুক্তবর্ণ দিয়ে শব্দ গঠন তোমার সফলতায় অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...