ইংরেজি ভাষায় কোনো sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে। English Grammar সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই parts of speech সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ৮ প্রকার parts of speech এর ৫ম প্রকার Adverb । আজকের আলোচ্য বিষয় Adverb কাকে বলে? Adverb কত প্রকার ও কি কি? Adverb চেনার উপায় এবং বাক্যে Adverb এর অবস্থান। তো চলুন জানা যাক Adverb কাকে বলে
যে word কোনো verb ও Adjective বা অপর কোনো Adverb-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে Adverb বলে। |
Mina runs quickly. (মিনা দ্রুত দৌড়ায়।) মিনা কিভাবে দৌড়ায়? উত্তর-quickly বা দ্রুত। অর্থাৎ, quickly Wordটি run Verbটি সম্পর্কে তথ্য দিচ্ছে। এভাবে যে Word-Verb সম্পর্কে তথ্য দেয় বা Verbটি কখন/কোথায়/কিভাবে সম্পন্ন হয় বুঝায়, তাকে Adverb বলে।
Adverb কাকে বলে
যে
word কোনো verb ও Adjective বা অপর কোনো Adverb-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি
প্রকাশ করে, তাকে Adverb বলে।
অথবা
বলা যায়, যে Word Verb, Adjective, এমন কি Adverb এরও প্রকৃতি, ধরন, রকম প্রকাশ
করে, তাকে Adverb বলে।
An
Adverb is a word which modifies the meaning of a verb, an Adjective or another
Adverb.
যেমন
: Now, then, late, soon, very, well, quite, quickly
adverb চেনার উপায়
1.
কোন Word এর শেষে ly' থাকলে (যেমন: quickly, hardly, greatly, easily,
automatically ইত্যাদি) সে Word টিকে সাধারণত Adverb হিসেবে গণ্য করা হয় (সামান্য
কিছু ব্যতিক্রম আছে, যেমন- likely, lovely, costly-প্রভৃতির শেষে ly থাকলেও
Adjective) ।
2. Verb
এর কাছে কোথায়? কখন? কিভাবে?-প্রভৃতি প্রশ্নের উত্তরে Adverb পাওয়া যায়।
3.
এছাড়াও really, probably, perhaps, truly, no, yes, certainly, possibly-প্রভৃতি
Adverb of Assertion (জোরালো উক্তি) নামে পরিচিত।
4.
Therefore, hence, consequently, however, moreover- প্রভৃতি হল Adverb of Cause
and Effect এবং
5.
When, where, how, why, how much- প্রভৃতি হলো Interrogative Adverb.
adverb কত প্রকার ও কি কি
Adverb
প্রধানত তিন প্রকার
1.
Simple adverb (সাধারণ ক্রিয়া-বিশেষণ);
2.
Relative or Conjunctive Adverb (সংযোজক ক্রিয়া বিশেষণ);
3.
Interrogative Adverb (প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ)
আরো পড়তে পারেন
1. Simple adverb কাকে বলে
যে
Adverb শুধু কোনো word বা Sentence-কে Modify বা বিশেষিত করে, তাকে Simple Adverb বলে।
Simple
adverbs are those that merely quality some word or sentence.
Simple
Adverb সাত প্রকার। যথা:
(i)
Adverb of Time (সময়বাচক ক্রিয়া বিশেষণ) : যে adverb দ্বারা ক্রিয়ারকাল নিৰ্দেশ
করে, তাকে Adverb of time বলে। যেমন: Now, Today, Tomorrow ইত্যাদি।
(ii)
Adverb of Place (স্থানবাচক বিশেষণ) : যে word দ্বারা কোনো কাজ ঘটার স্থান নির্দেশ
করে, তাকে Adverb of place বলে। যেমন: Here, There, Far, Below ইত্যাদি।
(iii)
Adverb of Manner or Quality (ধারণাবাচক বিশেষণ) : যে Adverb ক্রিয়া নিষ্পন্ন করার
অবস্থা নির্দেশ করে, তাকে Adverb of Manner বা Quality বলে। যেমন- Thus, So,
Hardly ইত্যাদি।
(iv)
Adverb of Quantity or Degree of Number (পরিমাণবাচক বিশেষণ) : যে Adverb দ্বারা পরিমাণ,
কোনো কিছুর তারতম্য বা সংখ্যা নির্দেশ করে, তাকে Adverb of Quantity or Degree of
Number বলে। যেমন- Almost, Much, Little, Too ইত্যাদি।
(v)
Adverb of Cause and Effect (কারণবাচক বিশেষণ) : যে Adverb কারণ ও ফল নির্দেশ করে,
তাকে Adverb of Cause and Effect বলে। যেমন- Why, Hence, There fore, As, Yet ইত্যাদি।
(vi)
Adverb of Order (ক্রম বা পর্যায়বাচক বিশেষণ) : যে Adverb ক্রম নির্দেশ করে, তাকে
Adverb of Order বলে। যেমন- First, Second, Third ইত্যাদি।
(vii)
Adverb of Affirmation and Negation (হ্যাঁ বা না-বাচক বিশেষণ) : যে Adverb দ্বারা
বাক্যে হ্যাঁ বা না নির্দেশ করে, তাকে Adverb of Affirmation and Negation বলে।
Yes, No, Really, Exactly
2. Relative Adverb কাকে বলে
যে
adverb পূর্ববর্তী কোনো Noun-এর সাথে সম্বন্ধ বা সঙ্গতি রক্ষা করে দুটি Sentence-কে
যুক্ত করে, তাকে Relative Adverb বলে।
Relative
adverb are those that not only quality a word but also connect two clauses when
the antecedent is expressed the adverb is Relative.
Conjunction-এর
কাজ করে বলে এটিকে Counjunctive Adverb বলে।
যেমন:
(i) He knows where I live. (ii) I know what he eats.
3. Interrogative Adverb কাকে বলে
যে
Adverb দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাকে Interrogative Adverb বলে।
Interrogative
adverbs are those, that are used in asking questions, direct and indirect.
যেমন:
How are you? What did you do?
Sentence এ Adverb এর অবস্থান
(i)
Sentence এর শুরুতে—পুরো Sentenceকে Modify করতে। যেমন:
However,
he went to Khulna.
(ii)
Sentence এর শেষে। যেমন:
If
you are in danger, phone me immediately.
(iii)
Main Verb এর পূর্বে। যেমন:
She
indirectly told me the matter.
নোট:
Already, indirectly, equally, also, still, yet, finally, eventually, soon,
last, just- Adverb Main Verb এর পূর্বে ব্যবহৃত হয়।
(iv)
Main Verb এর পরে। যেমন:
Zinia
walks slowly.
নোট:
Adverb of Time/Place/Manner সাধারণত Main Verb এর পরে ব্যবহৃত হয়। যেমন:
Kasfia
is reading now.
(v)
Auxiliary Verb এবং Main Verb এর মাঝে। যেমন:
The
prize money is equally distributed among the prizewinners.
নোট:
Adverb of Frequency (sometimes, always, often, never, ever, seldom, hardly,
frequently, occasionally, generally, probably, rarely, usually, already)
Auxiliary Verb এবং Main Verb এর মাঝে ব্যবহৃত হয়।
(vi)
Adjective এর পূর্বে, Adverb + Adjective) যেমন: Jahir is a very good boy. (জহির খুব
ভালো ছেলে।) এ Sentence এর good Adjective
(vii)
Adverb of Degree (very, much, so, such, too, fully, extremely, prettily,
entirely, completely, strongly, totally) Adjective/ Adverb/Verb এর পূর্বে বসে। যেমন:
Arman is very intelligent.
আমাদের শেষ কথা
আশা করি adverb কাকে বলে? তা সম্পর্কে জ্ঞান লাভ তোমার সফলতায় অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...
আরো
পড়তে পারেন