Noun কাকে বলে? কত প্রকার ও কি কি জেনে নিন বিস্তারিত

ইংরেজি ভাষায় কোনো sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে।sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে। English Grammar সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই  parts of speech সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ৮ প্রকার parts of speech এর প্রথম প্রকার Noun । আজকের আলোচ্য বিষয় Noun কাকে বলে? Noun কত প্রকার ও কি কি? Noun চেনার উপায় এবং বাক্যে Noun এর অবস্থান। তো চলুন জানা যাক Noun কাকে বলে

Noun কাকে বলে
যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান-প্রভৃতির নাম বুঝায়, তাকে Noun বলে।

Noun কাকে বলে

Noun অর্থ বিশেষ্য। যে Word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান-প্রভৃতির নাম বুঝায়, তাকে Noun বলে।

A noun is the name of anything.

Noun চেনার উপায়

■ সাধারণত কোন Word এর শেষে ce, sion, tion, ment, ist, iour, ty, er, an, ness, ism, hood, th, cy, ess, ture, ar, eer, on, or, logy, mony, dom, ship-প্রভৃতি Suffix (অনুসর্গ) থাকলে, সে Word টিকে Noun হিসেবে গণ্য করা হয়।

Noun (বিশেষ্য) কত প্রকার

Noun কাকে বলে
noun ২ প্রকার

Noun- কে প্রধানত দুইভাগে ভাগ করা যায়। যথা :

1. Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য) ও

2. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)।

1. Concrete Noun কাকে বলে

Concrete Noun অর্থ ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য। যে Noun-এর বাহ্যিক আকার আছে এবং ইন্দ্রিয়ের সাহায্যে যাদের উপলব্ধি করা যায়, তাদের Concrete Noun বলে।

A concrete noun is the name of an object or a being of sense, that is, an object which can be seen, touched, heard, smelt or tasted.

যেমন: banana, fan, bird, bed, radio, stone, clay, fish, plate, bag, table ইত্যাদি।

Concrete Noun চার প্রকার। যথা :

(i) Proper Noun (নামবাচক বিশেষ্য)।

(ii) Common Noun (জাতিবাচক বিশেষ্য ।

(iii) Collective Noun সমষ্টিবাচক বিশেষ্য) ও

(iv) Material Noun (বস্তুবাচক বিশেষ্য) ।

(i) Proper Noun কাকে বলে

Proper Noun অর্থ নামবাচক বিশেষ্য পদ। যে সকল Noun দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু স্থান, প্রাণী, মাস, বার, নদী পর্বত, উৎসব, ভাষা, ধর্মপুস্তক, সংবাদপত্র, জাতির প্রভৃতির নাম বোঝায়,তাকে নামবাচক বিশেষ্য বা Proper Noun বলে।

A Proper noun is the name of a particular person, place or thing.

যেমন: ব্যক্তির নাম : Ashok, Rana, Kamal, Amal, etc.

স্থানের নাম : Bangladesh, Dhaka, Banglabazar, Tongi, etc. has ebrad

খাবারের নাম : Egg, Rice, etc.

মাসের নাম : January, February, March, etc.

বারের নাম : Sunday, Monday, Tuesday, etc.

পশুপাখির নাম : Deer, Owl, Goat, etc.

নদীর নাম : The Padma, The Meghna, etc.

পর্বতের নাম : The Himalayas, The Alps, etc.

ভাষার নাম : English, Bangla, Hindi, Urdu, Arabic, etc.

জাতির নাম : The Bangalee, The English, etc.

ধর্মপুস্তকের নাম : The Quran, The Ramayan, The Bible, etc.

সংবাদপত্রের নাম : The Bangla Bazar Patrika, The Janakantha, etc. 

নোট : Proper noun এর প্রথম অক্ষর সর্বদা Capital letter হয়।

আরো পড়তে পারেন

(ii) Common Noun কাকে বলে

Common Noun অর্থ জাতিবাচক বিশেষ্যপদ। যে Noun দ্বারা এক জাতীয় কোনো জীব বা বস্তুর নির্দিষ্ট একটি না বুঝিয়ে তাদের প্রত্যেকটিকে বোঝায়, তাকে Common noun বলে।

A Common noun is the name which is common to every person or thing of the same kind.

যেমন— Book, Bird, Boy, Girl, Woman, Horse, Man, Cow, Elephant, River, Field, House.

Man এক শ্রেণির প্রাণীর নাম। Cow ও Dog এক-একশ্রেণির জন্তুর নাম। Bird বলতেও একশ্রেণির প্রাণীর নাম বোঝায়, তেমনি- River, Field, Book, House-এগুলো এক এক জাতীয় বস্তুর নাম। তাই এগুলো Common noun.

(iii) Collective Noun কাকে বলে

Collective Noun অর্থ সমষ্টিবাচক বিশেষ্য পদ। যে Noun দ্বারা কোনো একটিকে পৃথকরূপে না বুঝিয়ে সমষ্টিকে বোঝায় তাকে Collective Noun বলে।

A Collective Noun the name of a group of person, animal or things.

যেমন: People, Crowd, Class, Army, Navy, Week, Gang.

People বলতে একাধিক লোকের সমষ্টি বোঝায়; Crowd বলতে বোঝায় জনতার সমষ্টি; Class বলতে শ্রেণির সমষ্টি; Army বলতে কত গুলো সৈন্যের সমষ্টি; Navy বলতে নৌবহর; অর্থাৎ অনেক নৌকা বা জাহাজের সমষ্টি বোঝায়; Week বলতে সাত দিনের সমষ্টিকে বোঝায়, Gang বলতে একদল লোকের সমষ্টি বোঝায়।

(iv) Material Noun কাকে বলে

Material Noun অর্থ বস্তুবাচক বিশেষ্য পদ। যে Noun দ্বারা কোনো বস্তু বা পদার্থের কোনো বিশেষ অংশকে না বুঝিয়ে, সমগ্র অংশকে বোঝায় তখন তাকে Material Noun বলে। 

যেমন: Iron, Copper, Silver, Gold, Water, Oil, Rice, Tea, Honey, Milk, Sugar, etc.

2. Abstract Noun কাকে বলে

Abstract Noun অর্থ গুণবাচক বা ভাববাচক বিশেষ্যপদ। যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ও কার্যের নাম বোঝায় তাকে Abstract Noun বলে।

যেমন: Knowledge, Honesty, Happiness, Beauty, Ugliness, Wickedness, Invention, Health, Poverty, Kindness, Sorrow, ইত্যাদি।

Knowledge হলো জ্ঞান; এটি একটি গুণের নাম। তেমনি গুণের নাম— Happiness বা সুখ, Beauty বা সৌন্দর্য। Ugliness হলো কদর্যতা বা কুশ্রীতা, এটি একটি দোষের নাম। সেইরকম দোষের নাম Wickedness বা শয়তানি। তেমনি কর্মের নাম, Invention বা উদ্ভাবন; Health হলো স্বাস্থ্য, এটি একটি অবস্থার নাম। সেই রকম অবস্থার নাম— Poverty বা দারিদ্র্য; Sorrow বা দুঃখ ইত্যাদি।

Countable and Uncountable কাকে বলে

Proper, Common ও Collective Noun গুলি এমন কিছুর নাম বুঝায় যে গুলি সংখ্যা দ্বারা গণনা করা যায়। গণনা করা যায় বলে এ তিন প্রকার Noun কে Countable Noun বলে। সংক্ষেপে, যে সকল Noun কে গণনা বা count করা যায় তাকে Countable Noun বলে।

আবার Material ও Abstract Noun গুলো এমন কিছুর নাম বুঝায় যাদের সাধারণত গণনা করা যায় না। তাই এ দু'ধরনের Noun কে Uncountable Noun বলে। সংক্ষেপে, যে সকল Noun গুলো গণনা বা Count করা যায় না তাকে Uncountable Noun বলে।

তাই গণনা করার ভিত্তিতে Nounকে দু'শ্রেনীতে ভাগ করা যায়।

(i) Countable Noun.

(ii) Uncountable Noun.

Sentence এ Noun এর অবস্থান

(i) Sentence এর শুরুতে Subject হিসেবে। যেমন: Patriotism is a noble virtue.

(ii) Verb এর Object হিসেবে। যেমন: I like biology.

(iii) Preposition এর পরে / Preposition এর Object হিসেবে। যেমন: Farmers depend on agriculture.

(iv) Adjective এর পরে। যেমন: It is a dangerous tiger.

(v) Gerund, Infinitive, এবং Participle এর Object হিসেবে। যেমন:

Playing cricket is a exciting game.

To take physical exercise is good to health.

A rolling stone gathers no moss.

(vi) Verbal Noun (The+noun+of) গঠনে বা তার Object হিসেবে। যেমন:

The learning of English is continuous process.

The reading of newspaper is a good habit.

(vii) নিচের Determinerগুলোর পরে noun বসে। যেমন:

Definite article : the

Indefinite articles : a , an

Demonstratives : this, that, these, those

Possessive Determiners : my, your, his, her, its, our, their

Quantifiers : several, much, many, numerous, a lot of, most, some, any, enough

Numbers : one, five, thirty, thousand

Distributives : all, both, half, either, neither, each, every

Difference words : other, another

Pre-determiners : such, what, rather, quite

আমাদের শেষ কথা

আশা করি noun কাকে বলে? জানা তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন