Number কাকে বলে? number পরিবর্তন করার নিয়ম

English Grammar এর প্রাথমিক পর্যায় হলো number. ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে হলে Number সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। নিচের আর্টিকেলে Number কাকে বলে? Number কত প্রকার ও কি কি? এবং Number পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।

Number কাকে বলে
Number কাকে বলে

Number কাকে বলে

Number-এর আভিধানিক অর্থ হলো সংখ্যা, বাংলা ব্যাকরণ-এর পরিভাষায় Number মানে হলো বচন

যা দ্বারা NounPronoun-এর মধ্যে সংখ্যা নির্ণয় করা হয়, তাকে Number বলে।

The method of knowing the change of Noun and Pronoun is called the Number.

Number কত প্রকার ও কি কি

 Classification of number: Number দু প্রকার, যথা:

(1) Singular (একবচন) ও

(2) Plural (বহুবচন) 

1. Singular Number কাকে বলে

যে Noun বা Pronoun দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়,তাকে Singular Number বলে।

When one person or thing is spoken of the noun is Singular Number.

 যেমন: Boy, I.

2. Plural Number কাকে বলে

যে Noun বা Pronoun দ্বারা একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে Plural Number

When more than one person or thing is spoken of, the noun is Plural Number

যেমন : Boys, We.

Number পরিবর্তনের নিয়ম

১. সাধারণত Singular Noun এর শেষে 's' যোগ করে singular Number থেকে Plural Number করতে হয়। যেমন:

singular noun plural noun singular noun plural noun
Book Books Girl Girls
Pen Pens Boy Boys
Dog Dogs House Houses

২. Singular Noun এর শেষে s, sh, ch, x, z থাকলে es বসে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Glass Glasses Tomato Tomatoes
Dish Dishes Fez Fezes
Branch Branches Ass Asses
Bus Buses Box Boxes

ব্যাতিক্রম : Ch এর উচ্চারণ "ক" এর মতো হলে  Singular Noun এর শেষে es না হয়ে s যুক্ত হবে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Monarch Monarchs Patriarch Patriarchs
Stomach Stomachs Matriarch Matriarchs

৩. যদি  Singular Noun এর শেষে y হয় এবং y এর পূর্বে consonant হয় (a, e, i, o, u ছাড়া বাকী সবগুলো) তাহলে y টি i এ পরিণত হবে এবং es বসবে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Baby Babies Army Armies
Story Stories Fly Flies

বিঃদ্রঃ তবে Y এর পূর্বে vowel থাকলে Y কোনো পরিবর্তন হবে না এবং শুধু মাত্র s বসবে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Boy Boys Play Plays
Toy Toys Day Days
 
৪. যদি  Singular Noun এর শেষে f বা fe হয় তাহলে f  বা fe এর পরিবর্তে v বসে এবং es বসবে। যেমন:
Singular noun Plural noun Singular noun Plural noun
Leaf Leaves Wife Wives
Loaf Loaves Knife knives

৫. তবে যদি  Singular Noun এর শেষে ief, if, oof, rf, বা eef হয় তাহলে f এর কোনো পরিবর্তন হবে না এবং s বসবে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Roof Roofs Cliff Cliffs
Chief Chiefs Reef Reefs

নোট: Hoof, scarf, wharf ইত্যাদি noun কে s বা es এর যে কোনো একটি যোগ করে plural করা যায়। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Hoof Hoofs/Hooves Wharf Wharf/Wharves
Scarf Scarfs/Scarves Staff Staffs/Staves

৬. যদি  Singular Noun এর শেষে o থাকে এবং o এর পূর্বে consonant তাহলে es বসে। আর যদি o এর পূর্বে vowel থাকে তাহলে শুধু s বসে। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Potato Potatoes Mango Mangoes
Studio Studios Bamboo Bamboos

৭. কতগুলো noun আছে যেগুলোর মাঝে পরিবর্তন করে plural করতে হয়। যেমন:

Singular noun Plural noun singular noun Plural noun
Man Men Mouse Mice
Woman Women Louse Lice
Foot Feet Tooth Teeth
Goose Geese Cow Kine

৮. কিছু noun আছে যেগুলোর সাথে en, ren, ne যোগ হয়ে plural হয়। যেমন:

Singular noun Plural noun Singular noun Plural noun
Ox Oxen Brother Brethren/Brothers
Child Children

আমাদের শেষ কথা

আশা করি number কাকে বলে? Number পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ..

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন