English Grammar এর প্রাথমিক পর্যায় হলো number. ইংরেজি ভাষা শুদ্ধরূপে বলতে, লিখতে হলে Number সম্পর্কে বিস্তারিত ধারণা থাকতে হবে। নিচের আর্টিকেলে Number কাকে বলে? Number কত প্রকার ও কি কি? এবং Number পরিবর্তনের নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে।
Number কাকে বলে
Number-এর আভিধানিক অর্থ
হলো সংখ্যা, বাংলা ব্যাকরণ-এর পরিভাষায় Number মানে হলো বচন।
যা দ্বারা Noun ও
Pronoun-এর মধ্যে সংখ্যা নির্ণয় করা হয়, তাকে Number বলে।
The method of knowing
the change of Noun and Pronoun is called the Number.
Number কত প্রকার ও কি কি
Classification
of number: Number দু প্রকার, যথা:
(1) Singular (একবচন) ও
(2) Plural (বহুবচন)
1. Singular Number কাকে বলে
যে Noun বা Pronoun দ্বারা
একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝায়,তাকে Singular Number বলে।
When one person or
thing is spoken of the noun is Singular Number.
যেমন: Boy, I.
2. Plural Number কাকে বলে
যে Noun বা Pronoun দ্বারা
একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে Plural Number
When more than one
person or thing is spoken of, the noun is Plural Number
যেমন : Boys, We.
Number পরিবর্তনের নিয়ম
১. সাধারণত Singular Noun
এর শেষে 's' যোগ করে singular Number থেকে Plural Number করতে হয়। যেমন:
singular noun | plural noun | singular noun | plural noun |
---|---|---|---|
Book | Books | Girl | Girls |
Pen | Pens | Boy | Boys |
Dog | Dogs | House | Houses |
২. Singular Noun
এর শেষে s, sh, ch, x, z থাকলে es বসে। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Glass | Glasses | Tomato | Tomatoes |
Dish | Dishes | Fez | Fezes |
Branch | Branches | Ass | Asses |
Bus | Buses | Box | Boxes |
ব্যাতিক্রম : Ch এর উচ্চারণ
"ক" এর মতো হলে Singular Noun এর শেষে es না হয়ে s যুক্ত
হবে। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Monarch | Monarchs | Patriarch | Patriarchs |
Stomach | Stomachs | Matriarch | Matriarchs |
৩. যদি Singular Noun
এর শেষে y হয় এবং y এর পূর্বে consonant হয় (a, e, i, o, u ছাড়া বাকী সবগুলো) তাহলে
y টি i এ পরিণত হবে এবং es বসবে। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Baby | Babies | Army | Armies |
Story | Stories | Fly | Flies |
বিঃদ্রঃ তবে Y এর পূর্বে vowel থাকলে Y কোনো পরিবর্তন হবে না এবং শুধু মাত্র s বসবে। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Boy | Boys | Play | Plays |
Toy | Toys | Day | Days |
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Leaf | Leaves | Wife | Wives |
Loaf | Loaves | Knife | knives |
৫. তবে যদি Singular Noun
এর শেষে ief, if, oof, rf, বা eef হয় তাহলে f এর কোনো পরিবর্তন হবে না এবং s বসবে।
যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Roof | Roofs | Cliff | Cliffs |
Chief | Chiefs | Reef | Reefs |
নোট: Hoof, scarf,
wharf ইত্যাদি noun কে s বা es এর যে কোনো একটি যোগ করে plural করা যায়। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Hoof | Hoofs/Hooves | Wharf | Wharf/Wharves |
Scarf | Scarfs/Scarves | Staff | Staffs/Staves |
৬. যদি Singular Noun
এর শেষে o থাকে এবং o এর পূর্বে consonant তাহলে es বসে। আর যদি o এর পূর্বে vowel
থাকে তাহলে শুধু s বসে। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Potato | Potatoes | Mango | Mangoes |
Studio | Studios | Bamboo | Bamboos |
৭. কতগুলো noun আছে যেগুলোর
মাঝে পরিবর্তন করে plural করতে হয়। যেমন:
Singular noun | Plural noun | singular noun | Plural noun |
---|---|---|---|
Man | Men | Mouse | Mice |
Woman | Women | Louse | Lice |
Foot | Feet | Tooth | Teeth |
Goose | Geese | Cow | Kine |
৮. কিছু noun আছে যেগুলোর
সাথে en, ren, ne যোগ হয়ে plural হয়। যেমন:
Singular noun | Plural noun | Singular noun | Plural noun |
---|---|---|---|
Ox | Oxen | Brother | Brethren/Brothers |
Child | Children |
আমাদের শেষ কথা
আশা করি number কাকে বলে? Number পরিবর্তন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ তোমার সফলতায় অবদান রাখবে।
তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা
সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার
করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ
রইল। আল্লাহ হাফেজ..