parts of speech কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণসহ বিস্তারিত

ইংরেজী ভাষায় কোন Sentence-এ ব্যবহৃত প্রতিটি word-ই ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে থাকে। এ কাজ অনুযায়ী Sentence-এ ব্যবহৃত word-গুলোকে যে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় তাদেরকে Parts of Speech বলে। নিচের আর্টিকেলে parts of speech কাকে বলে কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণসহ বর্ণনা করা হয়েছে।

parts of speech কাকে বলে
A word used in a sentence is called a parts of speech.

Parts of speech কাকে বলে

Sentence - এ ব্যবহৃত অর্থবোধক প্রত্যেকটি word কে এক একটি parts of speech বলে। বাংলা ব্যাকরণে parts of speech কে পদ বলে।

A word used in a sentence is called a parts of speech.

নিচের Sentence-টির মাধ্যমে বিভিন্ন প্রকার Parts of Speech-এর ব্যবহার দেখানো হলো । 

Hurrah! Asad got the first prize and he showed it to his father instantly.

এখানে Asad, he, got, first, instantly, to, and ও hurrah ভিন্ন ভিন্ন কার্য সম্পন্ন করে ।

Asad দ্বারা ব্যক্তির নাম বুঝায়, তাই তা Noun. 

He, Asad-এর পরিবর্তে বসেছে, সুতরাং তা Pronoun.

Got-দ্বারা কোন কাজ করা বুঝায়, তাই তা Verb.

First-দ্বারা কিরূপ পুরুষ্কার তা বুঝাচ্ছে, অতএব তা Adjective.

Instantly-দ্বারা কার্য সম্পাদনের সময় বুঝাচ্ছে। তাই Instantly Adverb.

to-"his father' এবং 'showed" Verb-এর সাথে সম্পর্ক স্থাপন করেছে. to এখানে Preposition.

and-দুইটি Sentence-কে যুক্ত করেছে তাই 'and' Conjuntion.

Hurrah শব্দটি দ্বারা মনের আকস্মিক উল্লাস প্রকাশ করেছে তাই Hurrah শব্দটি Interjection.

parts of speech কত প্রকার ও কী কী

ইংরেজীতে Parts of Speech আট প্রকার। যথা:

1. Noun (বিশেষ্য)

2. Pronoun (সর্বনাম)

3. Adjective (বিশেষণ)

4. Verb (ক্রিয়া)

5. Adverb (ক্রিয়া বিশেষণ)

6. Preposition (অনুসর্গ)

7. Conjunction (সমুচ্চয়ী অব্যয়)

8. Interjection (আবেগসূচক অব্যয়)

noun কাকে বলে

যে word দ্বারা কোন কিছুর নামকে বুঝায় তাকে Noun বলে। যেমন: (i) Dhaka is the capital of Bangladesh.

(ii) The horse is a faithful animal.

(iii) Our team has won the game.

(iv) Honesty is the best policy.

(v) Gold is a precious metal.

উপরের Sentence-গুলোতে, Dhaka-স্থানের নাম বুঝায়।

The horse- এক জাতীয় প্রাণীর নাম ৷ Team-কতকগুলো খেলোয়াড়ের সমষ্টিগত নাম ৷ Honesty-একটি গুণের নাম।  God-এটি একটি নাম। যেহেতু উপরের word-গুলোর প্রত্যেকটি দ্বারা নাম বুঝায় তাই তারা Noun.

noun সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

pronoun  কাকে  বলে

Noun-এর পরিবর্তে যে সকল শব্দ ব্যবহৃত হয় তাকে Pronoun বলে। Pro শব্দের অর্থ পরিবর্তন। সুতরাং Pronoun শব্দের অর্থ হলো Noun-এর পরিবর্তে। যেমন: I, we, you, they, he, she, it. 

বাক্যে ব্যবহার: Asad is a good boy. He goes to school daily.

একই Noun বার বার ব্যবহার করলে ভাল শুনায় না বলে।

এখানে দ্বিতীয় Sentence-টিতে Asad-এর পরিবর্তে he ব্যবহার করা হয়েছে। তাই "He" Pronoun.

Pronoun সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

verb কাকে বলে

যে word দ্বারা কোন কাজ করা বুঝায় তাকে Verb বলে। যেমন:  They play football. উপরের Sentence-টিতে play দ্বারা কাজ করা বুঝায়। তাই play শব্দটি Verb.

adjective কাকে বলে

যে word দ্বারা Noun বা Noun equivalent (Noun-এর স্থলবর্তী) এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে Adjective বলে । যেমন: good, bad, ill, red, one, two, much, many ইত্যাদি।

বাক্যে ব্যবহার: He is a rich man. This is a blue pen. He has much money.

উপরের Sentence-গুলোতে rich শব্দটি He (Pronoun) টির অবস্থা প্রকাশ করে; blue- pen (Noun) কলমটি কেমন তা প্রকাশ করে। much- কি পরিমাণ টাকা আছে তা নির্দেশ করে। তাই rich, blue, much Adjective.

adjective সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

adverb কাকে বলে

যে word দ্বারা Noun বা Pronoun ব্যতীত Verb, Adjective অথবা অন্য Adverb এমন কি কোন Sentence অথবা যে কোন Parts of Speech -কে নির্দেশ করে তাকে Adverb বলে । 

যেমন: He walks slowly. You are very sad. উপরের ১ম Sentene-এ slowly শব্দটি সে কেমন করে হাটে তা নির্দেশ করে। অর্থাৎ তা "walk" Verb কে modify করে। তাই slowly এখানে Adverb. দ্বিতীয় Sentence-এ very শব্দটি তুমি কি পরিমাণ sad তা নির্দেশ করে অর্থাৎ very এখানে sad এই Adjective-কে modify করে। তাই very-এ Sentence-এ Adverb.

Adverb সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

Preposition কাকে বলে

pre-পূর্বে, position-অবস্থান। যে word কোন Noun বা Pronoun-এর পূর্বে বসে সে Noun বা Pronoun -এর সঙ্গে Sentence-এর অন্তর্গত অপর কোন word এর সম্পর্ক প্রকাশ করে তাকে Preposition বলে ।

যেমন: The book is on the table. উপরের Sentence-এ on শব্দটি book ও table-এ Noun দু'টির সাথে সম্পর্ক স্থাপন করে। উল্লেখ এখান "on" শব্দটি বাদ দিলে Sentence-টির কোন অর্থ হয় না৷

Preposition সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

Conjunction কাকে বলে

যে word দুই বা ততোধিক Word, Phrase বা Clause-এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে Conjunction বলে।

যেমন: Kamal and Jamal are friend.

এ Sentence-এ "and" শব্দটি Jamal ও Kamal কে যুক্ত করে। উল্লেখ্য and শব্দটি বাদ দিলে Jamal ও Kamal-এর মধ্যে কোন সংযোগ থাকে না। তাই "and" conjunction.

Conjunction সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

Interjection কাকে বলে

যে word মনের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করে তাকে Interjection বলে ।

যেমন: Alas! I am undone.

এখানে Alas! দ্বারা দুঃখের আকস্মিক ভাবাবেগ প্রকাশ করেছে, তাই "Alas" Interjection.

Interjection সমন্ধে বিস্তারিত পড়তে নিচের আর্টিকেলটি পড়তে পারেন

আমাদের শেষ কথা

আশা করি parts of speech কাকে বলে কত প্রকার ও কী কী উদাহরণসহ বিস্তারিত জ্ঞান লাভ তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ..

আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন