Pronoun কাকে বলে? কত প্রকার ও কি কি জেনে নিন বিস্তারিত

ইংরেজি ভাষায় কোনো sentence এ ব্যবহৃত প্রতিটি word ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করে। sentence এ ব্যবহৃত প্রতিটি word কে parts of speech বলে। English Grammar সম্পর্কে ধারণা লাভ করতে হলে অবশ্যই  parts of speech সম্পর্কে ধারণা লাভ করতে হবে। ৮ প্রকার parts of speech এর দ্বিতীয় প্রকার Pronoun । আজকের আলোচ্য বিষয় Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কি কি? Pronoun চেনার উপায় এবং বাক্যে Pronoun এর অবস্থান। তো চলুন জানা যাক Pronoun কাকে বলে

Pronoun কাকে বলে
Noun-এর পরিবর্তে যে Word ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।

pronoun কাকে বলে

Pro অর্থ পরিবর্তে আর pronoun অর্থ Noun-এর পরিবর্তে। Noun-এর পরিবর্তে যে Word ব্যবহার করা হয় তাকে Pronoun বলে। বাংলা ব্যাকরণে pronoun কে সর্বনাম বলা হয়।

A Pronoun is a word used for a Noun.

pronoun কত প্রকার

Pronoun প্রধানত আট প্রকার। যথা:

1. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম) : I we, you, he, she, they, etc

2. Demonstrative pronoun (নির্দেশক সর্বনাম) : This, Those, so, such, etc

3. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম) : who, what, which, whom.

4. Relative Pronoun (সম্বন্ধবাচক সর্বনাম) : Who, which, what, etc.

5. Indefinite Pronoun (অনির্দিষ্টবাচক সর্বনাম) : One, some, any, etc.

6. Distributive Pronoun (স্বাতন্ত্রবাচক সর্বনাম) : None, Each, either, neither, etc.

7. Reflexive Pronoun (আত্মবাচক সর্বনাম) : Myself, yourself, himself, themselves, etc.

8. Reciprocal Pronoun (পারস্পারিক সম্বন্ধবাচক সর্বনাম) : Each other, one another, etc.

1. Personal pronoun কাকে বলে

Personal pronoun অর্থ ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তির পরিবর্তে যে Word ব্যবহৃত হয়, তাকে Personal pronoun

The pronoun which stands for a person is called Personal pronoun

যেমন:  He, Him, You, I, We, etc.

আরো পড়তে পারেন

2. Demonstrative pronoun কাকে বলে

Demonstrative pronoun অর্থ নির্দেশক সর্বনাম। যে Word ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে এবং ঐ ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাকে Demonstrative pronoun বলে।

A pronoun that points to person, thing or place is called Demonstrative pronoun.

যেমন: This, Those, so, such, etc.

3. Interrogative Pronoun কাকে বলে

Interrogative Pronoun অর্থ প্রশ্নবোধক সর্বনাম। প্রশ্ন করতে যে Pronoun ব্যবহার করা হয়, তাদেরকে Interrogative pronoun বলে।

The Pronoun that is used for asking a question is called an Interrogative Pronoun.

যেমন:  What, who, whom, etc.

4. Relative Pronoun কাকে বলে

Re অর্থ পিছনে (back) এবং lative শব্দের অর্থ সম্পর্ক। Relative Pronoun অর্থ সম্বন্ধবাচক সর্বনাম। যে Pronoun পূর্ববর্তী Noun এর পরে বসে তার সহিত সম্পর্ক স্থাপন করে এবং দুটো sentence কে যুক্ত করে, তাকে Relative pronoun বলে।

The Pronoun that relates to Noun before and at the same time joins two sentences is called a Relative pronoun.

যেমন: What, That, which, who, etc.

I do what I like.

This is the book which is interesting.

Karim is the boy who played well.

It is the pen that I bought yesterday.

5. Reflexive pronoun কাকে বলে

Reflexive pronoun অর্থ আত্মবাচক সর্বনাম। যে Pronoun sentence-এ object রূপে ব্যবহৃত হয় এবং Subject কে নির্দেশ করে, তাকে Reflexive Pronoun বলে।

The Pronoun which is used in a sentence as an object and indicates the subject is called a Relfexive Pronoun.

যেমন: Herself, himself, myself, Themselves, etc.

She goes to school by herself.

He killed himself.

They did themselves.

6. Reciprocal Pronoun কাকে বলে

Reciprocal Pronoun অর্থ পারস্পারিক সম্বন্ধবাচক সর্বনাম। যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে, তাকে Reciprocal Pronoun বলে।

The Pronoun which indicates mutual relationship between two or more persons is called a Reciprocal pronoun.

যেমন:  One, another, Each, other, etc.

7. Indefinite Pronoun কাকে বলে

Indefinite Pronoun অর্থ অনির্দিষ্টবাচক সর্বনাম। যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে Indefinite Pronoun বলে।

The Pronoun that refers to any person or thing indefinitely is called an Indefinite Pronoun.

যেমন:  One, Some, Any, Nobody, etc.

8. Distributive Pronoun 

Distributive Pronoun অর্থ স্বাতন্ত্রবাচক সর্বনাম। যে Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বোঝাবার জন্য ব্যবহৃত হয়, তাকে Distributive Pronoun বলে।

The Pronoun that refers to a person of thing seperately is called a Distributive pronoun.

যেমন: Each, Everyone Either, Nether, etc.

Pronoun - এর ব্যবহার

kinds of pronoun How to recognise them  Examples
1. Personal pronoun এ pronoun কোনো ব্যাক্তির পরিবর্তে বসে। I, we, you, he, she, they
2. Possessive pronoun এ Pronoun দ্বারা Possessive বা অধিকার বোঝানো হয়। Mine, ours, yours, his, hers, Theirs
3. Reflexive pronoun এ Pronoun self বা selves যোগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম একই ব্যক্তিকে বোঝায়। Myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves
4. Demonstrative pronoun এ pronoun ব্যাক্তি বা বস্তুর পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে। this, that, these, those
5. Indefinite pronoun এ Pronoun কোনো অনির্দিষ্ট ব্যাক্তি বা বস্তুকে বোঝায় any, one, anyone, some, someone, everybody etc.
6.  Relative pronoun এ pronoun দুটি sentence বা clause এর মধ্যে সম্বন্ধ বোঝায়। who, whice, whom, whose, that
7. Interrogative pronoun এ Pronoun প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। who, whose, whom, what, which
8. Distributive pronoun এ জাতীয় pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। Each, either, neither
9. Reciprocal pronoun এ জাতীয় Pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর পারস্পরিক সম্পর্ক বোঝায় each other, one anther

আমাদের শেষ কথা

আশা করি pronoun কাকে বলে? এ সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ তোমার সফলতায়  অবদান রাখবে। তোমার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টে বা ফেসবুকের জানাতে পারো। পড়াশোনা সম্পর্কে বিভিন্ন আর্টিকেল পেতে আমাদের সঙ্গেই থাক। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিও। ভুল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ...

 আরো পড়তে পারেন

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন