গুরুত্বপূর্ণ সকল সন্ধি বিচ্ছেদ pdf

সন্ধি বিচ্ছেদের নিয়ম জানা থাকলে সন্ধি বিচ্ছেদ করা সহজ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের অংশ হতে সন্ধি বিচ্ছেদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা আগের আর্টিকেলটিতে সন্ধি বিচ্ছেদের সহজ ও সঠিক নিয়ম গুলো তুলে ধরেছি। নিচের সন্ধি বিচ্ছেদগুলো পড়ার আগে এই আর্টিকেলটি পড়ে আসুন। সন্ধি বিচ্ছেদের সহজ ও সঠিক নিয়ম

এছাড়াও অফলাইনে পরিপূর্ণভাবে অনুশীল করার জন্য সন্ধি বিচ্ছেদ pdf দেওয়া আছে।যাতে করে সন্ধি বিচ্ছেদ pdf ডাউনলোড করে শিক্ষার্থীরা পরিপূর্ণভাবে অনুশীলন সম্পন্ন করতে পারে।

সন্ধি বিচ্ছেদ
সন্ধি বিচ্ছেদ

স্বর সন্ধি

স্বরধ্বনির সাথে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বলা হয়- স্বরসন্ধি।

১. সন্ধি বিচ্ছেদ : অ ~ এ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

অগ্রাধিকার = অগ্র + অধিকার

অন্যান্য = অন্য + অন্য

অতীন্দ্রিয় = অতি + ইন্দ্ৰিয় 

অত্যধিক = অতি + অধিক

অপরাপর = অপর + অপর

অপেক্ষা = অপ + ইক্ষা

অভীপ্সা = অভি + ঈপ্সা

অতীত = অতি + ইত

অনূদিত = অনু + উদিত

অত্যুচ্চ = অতি + উচ্চ

অত্যুক্তি = অতি + উক্তি

অধমর্ণ = অধম + ঋণ

অত্যন্ত = অতি + অন্ত

অনৈক্য = অন + ঐক্য

অভ্যুদয় = অভি + উদয়

অত্যাশ্চর্য = অতি + আশ্চর্য

অত্যুজ্জ্বল = অতি + উজ্জ্বল

অধ্যক্ষ = অধি + অক্ষ

অর্ধেক = অর্ধ + এক

অনেক = অন + এক

অন্বেষণ = অনু + এষণ

অধীশ্বর = অধি + ঈশ্বর

আজ্ঞাধীন = আজ্ঞা + অধীন

আদ্যন্ত = আদি + অন্ত

আশাতীত = আশা + অতীত

আশানন্দ = আশা + আনন্দ

আমায় = আমা + এ

অত্যাচার = অতি + আচার

অতীব = অতি + ইব

ইত্যাদি = ইতি + আদি

ইতরেতর = ইতর + ইতর

ঈশ্বরেচ্ছা = ঈশ্বর + ইচ্ছা

উত্তমৌষধ = উত্তম + ঔষধ

উপর্যুক্ত = উপরি + উক্ত

উচ্চাশা = উচ্চ + আশা

উত্তমর্ণ = উত্তম + ঋণ

উপর্যুপরি = উপরি + উপরি

উমেশ = উমা + ঈশ

এমনি = এমন + ই

একত্রিত = একত্র + ইত

একোন = এক + ঊন

একেক = এক + এক

২. সন্ধি বিচ্ছেদ : ক ~ ঘ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

করাঘাত = কর + আঘাত

কথামৃত = কথা + অমৃত

কারাগার = কারা + আগার

কটূক্তি = কটু + উক্তি

কথোপকথন = কথা + উপকথন

কুশাসন = কুশ + আসন

কাঁচকলা = কাঁচা + কলা

কুলটা = কুল + অটা

গজেন্দ্ৰ = গজ + ইন্দ্ৰ

গণেশ = গণ + ঈশ

গত্যন্তর = গতি + অন্তর

গায়ক = গৈ + অক

গিরীন্দ্র = গিরি + ইন্দ্র

গঙ্গোর্মি = গঙ্গা + ঊর্মি

গবাদি = গো + আদি

গবাক্ষ = গো + অক্ষ

গিরীশ = গিরি + ঈশ 

গ্রামাঞ্চল = গ্রাম + অঞ্চল

গ্রন্থাগার =গ্রন্থ + আগার

গবেষণা = গো + এষণা

গুরুপদেশ = গুরু + উপদেশ

ঘড়িয়াল = ঘড়ি + ইয়াল

ঘোড়ার = ঘোড়া + এর

৩. সন্ধি বিচ্ছেদ : চ ~ ন

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

চয়ন = চে + অন

চন্দ্ৰানন = চন্দ্ৰ + আনন

চাবুক = চৌ + উক

চিত্তৌদার্য = চিত্ত + ঔদার্য

চরাচর = চর + অচর

চিরাচরিত = চির + আচরিত

চলাচল = চল + অচল

চলোর্মি = চল + ঊর্মি

ছাত্রাবাস = ছাত্র + আবাস

জলাশয় = জল + আশয়

জলোচ্ছ্বাস = জল + উচ্ছ্বাস

জনৈক = জন + এক

জলাতংক = জল + আতংক

জলৌকা = জল + ওকা

জয়ো = জয় + ইচ্ছা

তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত

তথাপি = তথা + অপি

তিলেক =তিল + এক

ত্বরান্বিত = ত্বরা + অন্বিত

তথৈবচ = তথা + এবচ

দশার্ণ = দশ + ঋণ

দুর্গোৎসব = দুর্গা + উৎসব

দিল্লীশ্বর = দিল্লি + ঈশ্বর

দেবেন্দ্র =দেব + ইন্দ্ৰ

দেবালয় = দেব + আলয়

দেবর্ষি = দেব + ঋষি

দেবেশ = দেব + ঈশ

দিনেক = দিন + এক

দয়ার্দ্র = দয়া + আর্দ্র

ধনৈশ্বর্য = ধন + ঐশ্বর্য

ধর্মাধর্ম = ধর্ম + অধম

নবান্ন = নব + অন্ন

নবোঢ়া = নব + ঊঢ়া

নরেশ = নর + ঈশ

নরেন্দ্র = নর + ইন্দ্র

নীলোৎপল = নীল + উৎপল

নায়ক = নৈ + অক

নর্তকী = নর্তক + ঈ

নরোত্তম = নর + উত্তম

নাবিক = নৌ + ইক

নয়ন = নে + অন

নদ্যুপকন্ঠ = নদী + উপকন্ঠ

নিন্দাই = নিন্দা + অই

নরাধম = নর + অধম

নদ্যম্বু = নদী + অম্বু

ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী

৪. সন্ধি বিচ্ছেদ : প ~ ম

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

পরমেশ্বর = পরম + ঈশ্বর

প্রতীক্ষা = প্রতি + ঈক্ষা

প্রত্যহ = প্রতি + অহ

পুষ্পোদ্যান = পুষ্প + উদ্যান

পবন = পো + অন

পবিত্র = পো + ইত্ৰ

পদ্ধতি : = পদ + হতি

প্রত্যুত্তর = প্রতি + উত্তর

পশ্বাধম = পশু + অধম

পশ্বাচার = পশু + আচার

পরমাধ্য = পরম+আরাধ্য

পবিত্র = পো+ইত্র

পরোপকার = পর + উপকার

পর্যালোচনা = পরি + আলোচনা

প্রতীতি = প্রতি + ইতি

প্রাণান্ত প্ৰাণ + অন্ত

পরম + ঈশ = পরমেশ

পিপাসার্ত = পিপাসা + ঋত

পবন = পো + অন

প্রত্যুক্তি = প্রতি +উক্তি

প্রত্যেক = প্রতি + এক

প্রত্যুপকার = প্রতি + উপকার

প্রশ্নোত্তর = প্রশ্ন + উত্তর

পরীক্ষা = পরি + ঈক্ষা

পরমান্ন = পরম + অন্ন

প্রত্যাশা = প্রতি + আশা

পাবক = পৌ + অক

পিত্রালয় = পিতৃ + আলয়

পাপাচার = পাপ + আচার

ফলোদয় = ফল + উদয়

ফণীন্দ্র = ফণী + ইন্দ্ৰ

বিদ্যালয় = বিদ্যা + আলয়

বিদ্যোৎসাহী = বিদ্যা + উৎসাহী

বেশকম = বেশি + কম

বড়াই = বড় + আই

বন্যার্ত = বন্যা + ঋত

বধূক্তি = বধূ + উক্তি 

বনৌষধি = বন + ওষধি

বয়ন = বে + অন

বারেক = = বর + এক

বধূৎসব = বধূ + উৎসব

বজ্রাঘাত = বজ্র + আঘাত

ভবোদয় = ভব + উদয়

ভবন = ভো + অন

ভিক্ষান্ন = ভিক্ষা + অন্ন

ভবেশ = ভব + ঈশ

ভয়ার্ত = ভয় + ঋত

ভয় = ভী + অ

মেঘালয় = মেঘ + আলয়

মহৌষধ = মহা + ঔষধ

মহৈশ্বৰ্য = মহা + ঐশ্বর্য

মহর্ষি = মহা + ঋষি

মহেশ = মহা + ঈশ

মরূদ্যান = মরু + উদ্যান

মহাশয় = মহা + আশয়

মশারি = মশা + আরি

মহার্ঘ = মহা + অর্ধ

মহোল্লাস = মহা + উল্লাস

মাত্রাতিরিক্ত = মাত্রা + অতিরিক্ত

মতৈক্য = মত + ঐক্য

মন্বন্তর = মনু + অন্তর

মাত্রাজ্ঞা = মাতৃ + আজ্ঞা

মূলোচ্ছেদ = মূল + উচ্ছেদ

মহোপকার = মহা + উপকার

মহেন্দ্ৰ = মহা + ইন্দ্ৰ

মহোমি = মহা + ঊর্মি

মহাকাশ = মহা + আকাশ

মস্যাধার = মসী + আধার

মিশকালো = মিশি + কালো

আরো পড়তে পারেন

৫. সন্ধি বিচ্ছেদ : য ~ ক্ষ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

যথার্থ = যথা + অর্থ

যথেষ্ট = যথা + ইষ্ট

যথেচ্ছা = যথা + ইচ্ছা

যথোচিত = যথা + উচিত

রমেন্দ্র = রমা + ইন্দ্ৰ

রত্নাকর = রত্ন + আকর

রাজশ্বৈর্য = রাজা + ঐশ্বর্য

রক্ষণাবেক্ষণ = রক্ষণ + আবেক্ষণ

রাজর্ষি = রাজা + ঋষি

রবীন্দ্র = রবি + ইন্দ্র

রমেশ = রমা + ঈশ

রাধেন্দু = রাধা + ইন্দু

লঘূর্মি = লঘু + ঊর্মি

লবণ = লো + অন

লক্ষীশ্বর = লক্ষ্মী + ঈশ্বর

শচীন্দ্র = শচী + ইন্দ্ৰ

শয়ন = শে + অন

শুভেচ্ছা = শুভ + ইচ্ছা

শাবক = শো + অক

শতেক = শত + এক

শীতার্ত = শীত + ঋত

শতাঙ্ক = শত + অঙ্ক

শ্রবণ = শ্ৰু + অন

শোকার্ত = শোক + ঋত

শারদোৎসব = শারদ + উৎসব

ষষ্ঠাংশ = ষষ্ঠ + অংশ

সুধীন্দ্র = সুধী + ইন্দ্ৰ

সাধূক্তি = সাধু + উক্তি

সানুনাসিক = স + অনুনাসিক

সূর্যোদয় = সূর্য + উদয়

সুক্ত = সু + উক্ত

সিংহাসন = সিংহ + আসন

স্বল্প = সু + অল্প

স্বেচ্ছা = স্ব + ইচ্ছা

সতীশ = সতী + ঈশ

সদানন্দ = সদা + আনন্দ

স্বাধীন = স্ব + অধীন

সপ্তর্ষি = সপ্ত + ঋষি

সতীন্দ্র = সতী + ইন্দ্ৰ

স্বাগত = সু + আগত

স্বচ্ছ = সু + অচ্ছ

স্বাধিকার = স্ব + অধিকার

সন্ধ্যাবধি = সন্ধ্য + অবধি

হিমাঙ্গ = হিম + অঙ্গ

হিমাঙ্ক = হিম + অঙ্ক

হস্তাক্ষর = হস্ত + অক্ষর

হিতোপদেশ = হিত + উপদেশ

হিতৈষী = হিত + ঐষী

হত্যাপরাধ = হত্যা + অপরাধ

হিমাচল = হিম + অচল

হিতাহিত = হিত + অহিত

হস্তান্তর = হস্ত + অন্তর

ক্ষণেক = ক্ষণ + এক

ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত

ব্যঞ্জনসন্ধি

ব্যঞ্জনধ্বনির আগে বা পরে স্বর অথবা ব্যঞ্জন যে কোনো ধ্বনি সংযুক্ত হয়ে যে সন্ধি সাধিত হয় তাকে- ব্যঞ্জনসন্ধি বলে ।

১. সন্ধি বিচ্ছেদ : অ ~ এ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

অজন্তা = অচ্ + অন্তা

অনুচ্ছেদ = অনু + ছেদ

অহংকার = অহম + কার

অবন্তি = অপ্ + অন্তি

অপচ্ছেদ = অপ + ছেদ

অসদুপায় = অসৎ + উপায়

আচ্ছাদন = আ + ছাদন

আচ্ছন্ন = আ + ছন্ন

আন্না = আর + না

উচ্ছল = উৎ + ছল

উড্ডয়ন = উৎ + ডয়ন

উচ্ছ্বাস = উৎ + শ্বাস

উদ্ধার = উৎ + হার

উদ্‌ঘাটন = উৎ + ঘাটন

উল্লেখ = উৎ + লেখ

উল্লিখিত = উৎ + লিখিত

উৎসর্গ = উদ্ + সর্গ

উচ্চারণ = উৎ + চারণ

উৎকৃষ্ট = উৎ + কৃষ + ত

উচ্ছেদ = উৎ + ছেদ

উড্ডীন = উৎ + ডীন

উদ্যোগ = উৎ + যোগ

উন্নয়ন = উৎ + নয়ন

উল্লাস = উৎ + লাস

উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল

উন্নতি = উদ্ + নতি

উজ্জ্বল = উদ্ + জ্বল

উজ্জীবন = উদ্ + জীবন

উদ্ধত = উৎ + হত

উদ্ধৃত = উদ্ + ঋত

উজ্জীবন = উদ্ + জীবন

উদ্ভিদ = উৎ + ভিদ

ঋগ্বেদ = ঋক্ + বেদ

একচ্ছত্র = এক + ছত্র

এদ্দিন = এত + দিন

২. সন্ধি বিচ্ছেদ : ক ~ জ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

কাঁচকলা = কাঁচা + কলা

কুজ্বটিকা = কুৎ + ঝটিকা

কিঞ্চিৎ = কিম্ + চিৎ

কষ্ট = কষ + ত

কৃষ্টি = কৃষ্ + তি

কৃদন্ত = কৃৎ + অন্ত

কিংবদন্তি = কিম + বদন্তি

কথাচ্ছলে = কথা + ছলে

কিংবা = কিম্‌ + বা

কিন্নর = কিম্ + নর

কান্না = কাঁদ + না

কিন্তু = কিম্ + তু

ক্ষুৎপিপাসা = ক্ষুধ + পিপাসা

গন্তব্য = গম্ + তব্য

চিন্ময় = চিৎ + ময়

চলচ্চিত্র = চলৎ + চিত্র

চলচ্ছক্তি = চলৎ + শক্তি

জগন্নাথ = জগৎ + নাথ

জগদিন্দ্র = জগৎ + ইন্দ্ৰ

জিঘাংসা = জিঘান + সা

জোচ্চোর = জুয়া + চোর

জগদীশ্বর = জগৎ + ঈশ্বর

জগদীশ = জগৎ + ঈশ

জগদ্বিখ্যাত = জগৎ + বিখ্যাত

৩. সন্ধি বিচ্ছেদ : ত ~ ন

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

তচ্ছায়া = তৎ + ছায়া

তদ্রূপ = তৎ + রূপ

তন্মধ্যে = ত‍ + মধ্যে

তৎকাল = তদ্ + কাল

তরুচ্ছায়া = তরু + ছায়া

তনয় = ত‍ + ময়

তুষ্ট = তুষ + ত

তৎফল = তদ্ + ফল

তদ্ভব = তদ্ + ভব

তদবধি = তত + অবধি

তচ্ছবি = তদ্ + ছবি

তদন্ত = তৎ + অন্ত

তৎপর = তদ্ + পর

তজ্জন্য = তদ্ + জন্য

তত্ত্ব = তদ্ + ত্ব

তৎসম = তদ্ + সম

দিগন্ত = দিক্ + অন্ত

দিগনির্ণয় = দিক্ + নির্ণয়

দৃষ্টি = দৃষ্ + তি

ণিজন্ত = ণিচ + অন্ত

নিকৃষ্ট = নিকৃষ + ত

নিষ্ঠা = নিষ + থা নষ্ট = নম্ + ত

৪. সন্ধি বিচ্ছেদ : প ~ ম

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

পরিচ্ছেদ = পরি + ছেদ

প্রতিচ্ছায়া = প্রতি + ছায়া

প্রিয়ংবদা = প্রিয়ম্ + বদা

পদ্ধতি = পদ্ + হতি

বাগদত্তা = বাক্ + দত্তা

বাগধারা = বাক + ধারা

বাঙময় = বাক্ + ময়

বাগলোপ = বাক্ + লোক

বাগীশ = বাক্ + ঈশ

মুখচ্ছবি = মুখ + ছবি

মীমাংসা = মিমান্ + সা

মৃত্যুঞ্জয় = মৃত্যু + জয়

বুদ্ধ = বুধ + ত

বাগাড়ম্বর = বাক্ + আড়ম্বর

বরঞ্চ = বরম + চ

বসুন্ধরা = বসুম + ধরা

বিপজ্জনক = বিপদ + জনক

বিপচ্ছায়া = বিপদ + ছায়া

বিচ্ছেদ =বি + ছেদ

বিচ্ছিন্ন = বি + ছিন্ন

বৃষ্টি = বৃষ + তি

বাগদান = বাক্ + দান

বিদ্যুল্লতা = বিদ্যুৎ + লতা

বৃক্ষচ্ছায়া = বৃক্ষ + ছায়া

৫. সন্ধি বিচ্ছেদ : য ~ হ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

যজ্ঞ = যজ +ন

যাবজ্জীবন = যাবৎ + জীবন

রাজ্ঞী = রাজ্ + নী

শান্ত = শম্ + ত

শরৎকাল = শরদ + কাল

শরচ্চন্দ্র = শরৎ + চন্দ্র

ষড়ঋতু = ষট্ + ঋতু

ষষ্ঠ = ষষ্ + থ

ষড়ানন = ষট্ + আনন

ষোড়শ = ষট + দশ

ষড়যন্ত্র = ষট্ + যন্ত্র

সুবন্ত = সুপ + অন্ত

সজ্জন = সৎ + জন

সংবাদ = সম্ + বাদ

সন্ন্যাসী = সম্ + ন্যাসী

সম্মান = সম + মান

সিংহ = সিন্ + হ

সঙ্গীত = সম + গীত

সন্ধান = সম্ + ধান

সৃষ্টি = সৃষ্ + তি

সংবিধান = সম্ + বিধান

সদুপদেশ = সৎ + উপদেশ

সংখ্যা = সম + খা

সম্পূর্ণ = স + পূর্ণ

সংসার = সম্ + সার

সংলগ্ন = সম্ + লগ্ন

সংঘাত = সম্ + ঘাত

সংবরণ = সম্ + বরণ

সংস্কার = সম্ + কার

সংস্কৃত = সম্ + কৃত

সদ্ভাব = সৎ + ভাব

সঙ্গত = সম্ + গত

সংবর্ধনা = সম্ + বর্ধনা

সচ্চিন্তা = সৎ + চিন্তা

সন্ধান = সম্ + ধান

স্বয়ংবরা = স্বয়ম্ + বরা

সংঘ = সম্ + ঘ

সচ্চরিত্র = সৎ + চরিত্র

সঞ্চয় = সম্ + চয়

সংযোগ = সম্ + যোগ

সংসদ = সম্ + সদ

হিংসা = হিন্ + সা

হৃৎপিণ্ড = হৃদ + পিণ্ড

হৃৎকল্প = হৃদ + কল্প

হৃৎকলম = হৃদ + কলম

বিসর্গ সন্ধি

পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনির সন্ধিকে বলা হয়- বিসর্গসন্ধি।

১. সন্ধি বিচ্ছেদ : অ ~ এ

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

অন্তৰ্ধান = অন্তঃ + ধান

অতএব = অতঃ + এব

অন্তস্থ = অন্তঃ + স্থ

অধস্তন = অধঃ + স্তন

অধোমুখ = অধঃ + মুখ

অহরহ = অহঃ + অহ

অন্তর্লীন = অন্তঃ + লীন

আবিষ্কার = আবিঃ + কার

আশীর্বাদ = আশীঃ + বাদ

আশীর্বচন = আশীঃ + বচন 

ইতস্তত = ইতঃ + তত

২. সন্ধি বিচ্ছেদ : ক ~ স

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

চতুৰ্ভুজ = চতুঃ + ভুজ

চতুষ্পদ = চতুঃ + পদ

চতুষ্কোণ = চতুঃ + কোণ

চক্ষুঃশূল = চক্ষুঃ + শূল

জ্যোতির্ময় = জ্যোতিঃ + ময়

জ্যোতিপুঞ্জ = জ্যোতিঃ + পুঞ্জ

তপোবন = তপঃ + বন

ততোধিক = ততঃ + অধিক

তেজস্কর = তেজঃ + কর

তিরস্কার = তিরঃ + কার

দুরাত্মা - দুঃ + আত্মা

দুষ্প্রাপ্য = দুঃ + প্রাপ্য

দুর্লোভ = দুঃ + লোভ

দুস্তর = দুঃ + তর

দুরবস্থা = দুঃ + অবস্থা

দুর্যোগ = দুঃ + যোগ

দুর্নীতি = দুঃ + নীতি

দুরূহ = দুঃ + ঊহ

দুশ্চিন্তা = দুঃ + চিন্তা

দ্বিরাগমন = দ্বিঃ + আগমন

দূস্থ = দুঃ + থ

ধনুষ্টঙ্কার = ধনুঃ + টঙ্কার

নিরাকার = নিঃ + আকার

নিশ্চয় = নিঃ + চয়

নিস্তেজ = নিঃ + তেজ

নিষ্ঠুর = নিঃ + ঠুর

নিশ্বাস = নিঃ + শ্বাস

নীরস = নিঃ + রস

নীরব = নিঃ + রব

পুরস্কার পুরঃ + কার

পরিষ্কার = পরিঃ + কার

প্রাতঃকাল = প্রাতঃ + কাল

পুনরাগত = পুনঃ + আগত

পুনরায় = পুন ঃ + আয়

পুনশ্চ = পুনঃ + চ

পুনর্জন্ম = পুনঃ + জন্ম

পুরোহিত = পুরঃ +হিত

প্রাতরাশ = প্রাতঃ + আশ

প্রাদুর্ভাব = প্ৰাদুঃ + ভাব

বহিষ্কার বহিঃ + কার

বহিষ্কৃত = বহিঃ + কৃত

বক্ষস্থল = বক্ষঃ + স্থল

বহির্গমন = বহিঃ + গমন

বহির্গত = বহিঃ + গত

ভ্রাতুষ্পুত্র = ভ্রাতুঃ + পুত্ৰ 

মনোরম = মনঃ + রম

মনঃকষ্ট = মনঃ + কষ্ট

মনস্কাম = মনঃ + কাম

মনোযোগ = মনঃ + যোগ

নির্ঝর = নিঃ + ঝর

মনোজ = মনঃ + জ

মনোহর = মনঃ + হর

যশো = যশঃ + ইচ্ছা

যশোভিলাষ = যশঃ + অভিলাষ

যশোলাভ = যশঃ + লাভ

শিরোধার্য = শিরঃ + ধার্য

শিরশ্ছেদ = শিরঃ + ছেদ

শিরঃপীড়া = শিরঃ + পীড়া

শ্রেয়স্কর = শ্রেয়ঃ + কর

সদ্যোজাত = সদ্যঃ + জাত

সরোবর = সরঃ + বর

সরোজ = সরঃ + জ

নিপাতনে সিদ্ধ সন্ধি

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম- নিপাতনে সিদ্ধ সন্ধি।

১. নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

অন্যান্য = অন্য + অন্য

অক্ষৌহিণী =অক্ষ + ঊহিনী

কুলটা = কুল + অটা

গবাক্ষ = গো + অক্ষ

গবেন্দ্র = গো + ইন্দ্ৰ

গবাস্থি = গো + অস্থি

গবেশ্বর = গো + ঈশ্বর

প্রৌঢ় = প্র + ঊঢ়

প্রেষণ = প্র + এষণ

মার্তণ্ড = মার্ত + অণ্ড

বিম্বোষ্ঠ = বিম্ব + ওষ্ঠ

রক্তোষ্ঠ = রক্ত + ওষ্ঠ

শারঙ্গ = শার + অঙ্গ

শুদ্ধোদন = শুদ্ধ + ওদন

সীমান্ত = সীমন্ + অত

সারদ = সার + অদ

স্বৈর = স্ব + ঈর

২. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

আশ্চর্য = আ + চর্য

আম্পদ = আ + পদ

একাদশ = এক + দশ

গোষ্পদ = গো + পদ

তস্কর = তৎ + কর

দ্যুলোক = দিব্‌ + লোক

পরস্পর = পর্ + পর

পতঞ্জলি = পতৎ + অঞ্জলি

পশ্চার্ধ = পশ্চাৎ + অর্ধ

প্রায়শ্চিত্ত = প্রায় + চিত্ত

বনস্পতি = বন্ + পতি

বাগেশ্বরী = বাক্ + ঈশ্বরী

বিশ্বামিত্র = বিশ্ব + মিত্র

বৃহস্পতি = বৃহৎ +পতি

মনীষা = মনস্ + ঈষা

ষোড়শ = ষট + দশ

হরিশ্চন্দ্র = হরি + চন্দ্ৰ

৩. বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনসন্ধি

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

উত্থান = উৎ + স্থান

উত্থাপন = উৎ + স্থাপন

পরিষ্কার = পরি + কার

পরিষ্কৃত = পরি + কৃত

সংস্কার = সম + কার

সংস্কৃত = সম + কৃত

৪. নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধি

সন্ধি বিচ্ছেদ সন্ধি বিচ্ছেদ

অহরহ : = অহঃ + অহ

অহর্নিশ =অহঃ + নিশ

প্রাতঃকাল : = প্রাতঃ + কাল

বাচস্পতি = বাচঃ + পতি

ভাস্কর = ভাঃ + কর

মনঃকষ্ট = মনঃ + কষ্ট

শিরঃপীড়া = শিরঃ + পীড়া

সন্ধি বিচ্ছেদ pdf

আমাদের শেষ কথা

আশা করি আর্টিকেলটির সন্ধি বিচ্ছেদ আপনাদের উপকারে আসবে।ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবে। আর কোনো প্রশ্ন জানার ইচ্ছা হলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন।আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর প্রদান করতে।

জুয়েল

আমি বিশ্বাস করি শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়। শিক্ষা সকলের অধিকার। আসুন আমরা প্রত্যেক শিশুর স্বপ্ন জয়ের সারথি হই

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন